স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার: মৌলবাদীদের সমূলে উৎপাটন করা হবে!!!!
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০১ এপ্রিল, ২০১৩, ০৯:৪৩:০০ রাত
মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অনেক ক্ষমতা। তিনি কিছুদিন আগে পুলিশকে আঙ্গুল আর না চোষার পরামর্শ দিয়েছেন। এবার তিনি মৌলবাদীদের সমূলে উৎপাটন করার ঘোষনা দিলেন।
মৌলবাদী মানে কি তিনি তা বুঝিয়ে বলেননি।
কিছুদিন আগে দেখা মাত্র গুলি করার নির্দেশ্ও তিনি দিয়েছিলেন। এবার আর গুলি নয়। আঙ্গুল চোষাও নয়। সমূলে উৎপাটন।
রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। অনেক চিন্তাভাবনা আর গবেষণা করে তিনি এ ফর্মুলা বের করেছেন। মৌলবাদীদের কীভাবে ‘সমূলে উৎপাটন’ করা হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেন, দেখতে পাবেন। নিশ্চয়ই হবে।
এর আগে আমাদের আরেক সফল(?) স্বরাষ্ট্রমন্ত্রী অনেক চিরুনী চালিয়েছিলেন। ওনার চিরুনী অভিযানের ফলে মৌলবাদীরা আগাছামুক্ত হয়ে আরও শক্তিশালী হয়েছে।
এবার সমূলে উৎপাটন করতে গিয়ে আমাদের বিজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী আর কত প্রাণ নেন এখন সেটাই দেখার বিষয়।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন