৭১ টিভির অপসংবাদিকতা

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ৩০ মার্চ, ২০১৩, ১১:৫১:৩৯ সকাল



কয়েকদিন আগে শাপলা চত্বরে মাওলানাদের একটা বিশাল মহাসমাবেশ হয়েছিল। সবমিলিয়ে শ’তিনেক লোক সেখানে জড়ো হয়ে দেশকে উদ্ধার করেছিল। জামাত শিবিরের বিরুদ্ধে এবং ইসলামী ব্যাংকের বিষেদগারই ছিল সে মহাসমাবেশের মূল উদ্দেশ্য। একাত্তর টিভিকে সেখানে খুব পারফরমেন্স করতে দেখা গেল। মাওলানা মাসুদের বক্তব্য সরাসরি তারা লাইভ করেছিল। যা হোক তাদের কাজই হলো লাইভ করা। তাদের কল্যাণে লোকজন মাওলানার ওয়াজ শুনতে পেয়েছিল।



গতকাল আবার একটা মহাসমাবেশ হয়েছে। এবার চরমোনাই পীরের মহাসমাবেশ। একই স্থানে হওয়াতে ভালোভাবেই কমপেয়ারটা করা সম্ভব হয়েছিল। কালকের সমাবেশে পূর্বের সমাবেশের তুলনায় একশগুন বেশি লোক সমাগম হয়েছিল। কিন্তু একাত্তর টিভি নিরব। তাদের লাইভ আর চোখে পড়ে না।

সমস্যাটা কি? দুটিই সংবাদ। দুটিকে কেন সমান গুরুত্ব দেয়া হলো না? ৩০০ লোকের সমাবেশ লাইভ হলে লক্ষাধিক লোকের সমাবেশ লাইভ হবে না কেন? এটা কি অপসংবাদিকতা নয়?

৭১ টিভি ভেবেছে তারাই শুধু ভাত খায়। আর জনগণ খায় ফিডার। কেউ কিছু বুঝে না। হুজুরদের এখন প্রয়োজন নিজস্ব টিভি চ্যানেল করা। দেরিতে হলেও তারা বুঝতে পেরেছে তাদের প্রচার অন্যরা করে দিবে না। নিজের ঢোল এখন নিজেদেরই বাজাতে হবে।

আসুন এসব অপসংবাদিকতাকে ঘৃণাভরে প্রত্যাখান করি।

বিষয়: বিবিধ

১৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File