হত্যাকারি যখন নিজেরই সন্তান। বাবা মা কতটুকু দায়ি?
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪৯:৫৯ সকাল
একটা পরিবারে যখন একটি সন্তান আসে তখন সেই পরিবারে কি পরিমান সুখ বিরাজ করে তা নতুন বাবা মায়ের চেয়ে বেশি কেউ উপলব্ধি করে না। নবাগত, অনাগত সন্তান কে মা বাবা স্বপ্নের জাল বুনতে থাকে। তার সন্তানটা যেন দুনিয়া সেরা সন্তান হয়, মামুষের মত মামুষের হয় নিজের সবকিছু উজার করে দিয়ে সে চেষ্টা কোন কমতি কোন বাবা মা কখনও করে না।
শত আপদ বিপদে বাবা মা তার সন্তান কে আগলে রেখে নিজের জিবনের বিনিময়ে হলেও তার এই আদরের ধনটাকে নিরাপত্তার বেষ্টনিতে আবদ্ধ করে রাখে। এই নিয়মের কখনও লঙ্ঘন হয়নি। অনাদিকাল ধরে এ নিয়ম। ভাষা,বর্ণ দেশ ভেদে এ নিয়মের কোন তারতম্য হয়নি কখনো।
কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেই আদরের সন্তান নিজেরই জন্মদাতা পিতাকে পুড়িয়ে মারছে।
কেন?
কি এমন তার অপরাধ?
একমাত্র সন্তানের সব বায়না চাওয়া মাত্র পুরণ করাটাই কি তার অপরাধ?
মাত্র এস এস সি পাশ করা পুত্রকে পাঁচ লক্ষ টাকার মটর সাইকেল কিনে দেয়াই কি তার অপরাধ?
নাকি আরো অনেক কিছু এর সাথে জড়িত?
সন্তান প্রতিপালনের জন্য বাবা মায়ের ও কিছু প্রস্তুতির দরকার। সন্তানের প্রতিটি আবদার পুরণ করা কতটা জরুরি, এটা কি তার জন্য কল্যাণের নাকি অকল্যাণকর তা কি ভাবার দরকার নেই?
সন্তানকে অতিরিক্ত অাদর বা তার ন্যায়, অন্যায়, অন্যায্য আবদার মেটানোটা শুধু তার জন্য বা বাবা মা জন্য অকল্যাণকর নয়, এটা সমাজ, রাষ্ট্র পরিবেশের জন্যও অকল্যাণকর ।
একটা সন্তান নষ্ট হওয়া একটা জাতির জন্য খুবই ক্ষতিকর। আবার উল্টাটাও।
তার শুধু সন্তান জন্মদানের মধ্যেই বাবা মা দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না, বরং মাত্র শুরু।
এ জন্য শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সবকিছুই একজন সন্তান কে আদর্শরুপে গঠণে অনেক বড় ভূমিকা পালন করে।
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন