আল্লাহর সঙ্গে দেবদেবী আসে কী করে?

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ১২ মার্চ, ২০১৩, ১১:৩০:১৯ সকাল

দেবদেবীর বা আল্লাহ ব্যতীত। আল্লাহর সঙ্গে দেবদেবী আসে কী করে? আল্লাহ এক অভিন্ন 'লা শরিক'।

দেবদেবীর নামে কিছু উৎসর্গ করলে তা জবেহ হবে কী করে? তা তো বলি হবে। কোনো বলি খাওয়া মুসলমানের জন্য শুদ্ধ নয়।
যে কোনো পশু জবেহ করতে বিসমিল্লাহ, তারপর আল্লাহু আকবর বলতে হয়। বইটির রচনা যদি কোনো হিন্দু বা বৌদ্ধ করতেন কিংবা খ্রিস্টান তাহলে মেনে নিতে পারতাম। কিন্তু পুস্তকটির সঙ্গে জড়িত সবাই বিদ্বান এবং নামে মুসলমান। তারা কি জেনে-শুনে অমনটা করেছেন? তারা কী চান? দেশটাকে ধ্বংসই কি তাদের উদ্দেশ্য? পত্রিকাটি বহুক্ষেত্রে দেশপ্রেমী ভূমিকা রেখেছে। আবার ধর্মবিরোধী, ইসলামবিরোধী এই মারাত্দক অসঙ্গতি ধরিয়ে দিয়ে দেশ ও মুসলিম উম্মাহর যে খেদমত পত্রিকাটি করল এ জন্য কি তারা পুরস্কার পাবে? নাকি তাকে নিয়ে আগের মতোই আরও টানাহেঁচড়া করা হবে? প্রথম কোরআনের বাংলা করেছিলেন ভাই মওলানা গিরিশ চন্দ্র সেন। তাও প্রায় শত বছর হয়ে গেল। কিন্তু সেখানে কোনো অসঙ্গতি এখনো কেউ খুঁজে পায়নি। তাহলে জ্ঞানপাপীদের এই অশুভ তৎপরতা কেন? বিচারের ভার দেশবাসীর ওপর ছেড়ে দিলাম।

কাদের সিদ্দিকী যথার্থই বলেছেন।

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File