এত দেনা কিভাবে শোধ হবে?

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৭:৩১ রাত

মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্রবাহিনীকে বলে দিয়েছেন প্রয়োজনীয় সবকিছু করতে। সশস্ত্রবাহিনী দ্বিগুণ উৎসাহে ঘর থেকে ধরে এনে বন্দুকযুদ্ধ চালিয়ে যাচ্ছে। আগে আমরা শুনতাম ক্রসফায়ায়ে অমুক সন্ত্রাসী নিহত হয়েছে। তমুক বাহিনীর প্রধান নিহত হয়েছে। এখন শুনতে হচ্ছে বিরুধীমতের বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, মাদ্রাসার ছাত্র, ইন্টারের ছাত্ররা নিহত হচ্ছে বন্দুকযুদ্ধে। যেসব ছাত্রের বিরুদ্ধে কোন মামলা নেই, সন্ত্রাস করতে কেউ কখনও দেখেনি তারা এখন নিজেদের দেশে নিজেদের সশস্ত্রবাহিনীদ্বারা বিনা বিচারে নিহত হচ্ছে শুধুমাত্র ভিন্নমতের লোক হওয়ার কারণে।

একটি দেশের প্রধানমন্ত্রী যদি একটি দলের প্রধানমন্ত্রী হয়ে ভিন্ন মতের প্রতি রাষ্ট্রের সকল প্রশাসন লেলিয়ে দেয় তাহলে তার জন্য প্রতিদান কি থাকতে পারে।

মানুষ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। অনেক বড় বড় ক্ষমতাবানের পতন ইতিহাস সুখকর হয়নি।

পুলিশের হাতে অস্ত্র হা ডু ডু খেলার জন্য দেয়া হয়নি। দেয়া হয়েছে বাসা থেকে তুলে নিয়ে বুকে গুলি করে মারার জন্য।

দিনে দিনে যেভাবে দেনা বেড়ে যাচ্ছে তার শোধ কিভাবে হবে?

বিষয়: বিবিধ

১২৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303727
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫২
যা বলতে চাই লিখেছেন : একটি দেশের প্রধানমন্ত্রী যদি একটি দলের প্রধানমন্ত্রী হয়ে ভিন্ন মতের প্রতি রাষ্ট্রের সকল প্রশাসন লেলিয়ে দেয় তাহলে তার জন্য প্রতিদান কি থাকতে পারে।
প্রতিদান আমাদের জানা নেই। তবে ভবিষ্যত প্রেক্ষাপটই বলে দিবে সে প্রতিদান বেদনাদায়ক হয়।
303730
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
303738
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪৬
শেখের পোলা লিখেছেন : আল্লাহ বলেন, চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে, কিন্তু শাস্তি মাফ হবেনা৷ তাই বলব ব্যবস্থা একটা হবেই৷
303799
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১৯
হতভাগা লিখেছেন : এ ধরনের মানুষদের কোন দুনিয়াবাসী শাস্তি দিতে পারে না । যেমন : জর্জ বুশ , টনি ব্লেয়ার , ইয়াহইয়া প্রমুখ ।

তবে পরকালে এরা কঠিন আযাবের মুখোমুখি হবে - ইন শা আল্লাহ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File