গণেশ কি তবে উল্টাল?
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ১৩ এপ্রিল, ২০১৪, ০৯:১২:৫৯ রাত
ইমরান আউট হেফাজত ইন। কিছুদিন আগেও এটা অভিশ্বাস্য মনে হলেও এখন এটা দিনের আলোর মত সত্য। আল্লামা শফীর সাহেবের বন্ধু আ্ওয়ামীলীগ , প্রধানমন্ত্রী আর ছাত্রলীগ। আর ইমরান সাহেবকে অব্যাহতি দেয়া হয়েছে মুখপাত্রের পদ থেকে। এ যেন দিন কে রাত আর রাতকে দিন বানানো হলো।
তবে কি সামনে কঠিন কোন নাটক চলে আসছে? সেটাই দেখার অপেক্ষায় রইলাম।
বিষয়: বিবিধ
১৫৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শত্রুর শত্রু বন্ধু। তাই হেফাজতের বিরুদ্ধে বিষেদাগার করতে গিয়ে হেফাজতকে আওয়ামী লীগের কোর্টে পাঠানো সমীচিন হবে না।
যেই শাইখুল হাদীস আজিজুল হককে আওয়ামী লীগের আমলে জেল খাটানো হয়েছে অজুর পানি পর্যন্ত দেয় নাই, সেই আজিজুল হক পরবর্তীতে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। কারন উনাদের আন্দোলন সংগ্রামের অভ্যাস নেই, তাই অতীত ভুলে যান। এখনো শাফলা চত্বরের কথা ভুলে গেছে।
সুতরাং হেফাজত নিয়ে একটা শব্দও লিখবেন না। যার যা লিখেছেন তা ডিলেট করে দিন।
সরকারের সাথে পাঙ্গা নিয়ে তারা পারবেও না , শুধু শুধু কচি কচি পোলাপানদের প্রাণ যাবে বেঘোরে ।
তাই সরকারকে তারা বন্ধু বানিয়ে ফেলেছে
If you can't beat them , join them
হেফাজত এখন এই বাক্যটাকে base করে চলতে চাচ্ছে ।
If you can't beat them , join them
কথাটা হয়ত অনেক ক্ষেত্রে ঠিক। কিন্তু ব্যাপারটা যখন ইসলাম তখন এটা পুরাই ভুল একটা কথা। কারণ ''ইসলাম বাতিলের কাছে পরাজিত হতে পারে তবে আপস করতে পারেনা।'' হেফাজত যেহেতু নিজেকে ইসলামী দল দাবী করে সেহেতু তাদের উচিৎ হয়নি এ রকম মন্তব্য করা। আপনার কথাটাই হয়ত ঠিক ''হেফাজতের বেশীর ভাগ নেতাই ৬০ উর্ধ্ব । সরকারের সাথে ঘাটাঘাটি করে জেলে যাবার মত শারিরীক অবস্থা তাদের নেই ।''
তবে এটা দুঃখজনকই বটে। কারণ, এরপর থেকে জনগণ আর আগের মত ইসলামিস্টদের পছন্দ করবেননা। তাই আবার বলব বাতিলের সাথে আপসের কোন সুযোগ নেই ইসলামে।।
মন্তব্য করতে লগইন করুন