আমি আওয়ামীলীগের শাসন দেখেছি
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৫১:১৮ রাত
আওয়ামীলীগের শাসন দেখার সৌভাগ্য হয়েছে আমার!
আমি দেখেছি দেশপ্রেমী সেনাদের অসহায় মৃত্যু যাতনা
আমি শুনেছি সেনাপরিবারের নারী শিশুর বুকফাটা কান্নার আওয়াজ।
বাতাসে, নর্দমায় লাশের বিভৎস বিকৃত বিস্ফোরিত চোখ এখন আমার দিকে তাকিয়ে আছে একরাশ প্রশ্ন নিয়ে। কি ছিল আমাদের অপরাধ?
আমি যালিমের শাসন দেখেছি....
আমি দেখেছি বৃদ্ধের সাদা দাঁড়ি মুঠো করে চেপে ধরেছে শয়তানের দল
সে করুণ চাহনি আমাকে এখনো কাঁদায়
অসহায় বৃদ্ধের প্রতি যুলুমের প্রতিকারে বুকের ভেতর আগুন জ্বলে
ইচ্ছে করে সে কালো হাত ভেঙে চুরমার করে দিই।
আমি হায়েনার হাসি দেখেছি..
সেই কালো রাতে জিকিররত সেই আলেমদের কান্না আমি শুনেছি
নারায়ে তকবির ধ্বনি আজো আমার কানে বাজে
অবিরত গুলির শব্দে এখন আমার ঘুম মাঝ পথে ছুটে যায়
হাফেজে কোরাআনদের মৃত্যু যন্ত্রনায় কাতরানো আমাকে উন্মাদ করে দেয়।
খোদার আরশ কেঁপেছিল সেদিন যালিমের অত্যাচারে।
আমি দেখেছি সত্য তুলে ধরতে গেলে কিভাবে ঠুঁটি চেপে ধরতে হয়।
আমি দেখেছি কিভাবে লেখকের কলমকে স্তব্ধ করে দিতে হয়।
প্রতিবাদির কন্ঠের বজ্র আওয়াজ কিভাবে চিরদিনের জন্য থামাতে হয় তা আমি দেখেছি।
আওয়ামীলীগের শাসন আমি দেখেছি।
রাতের আঁধারে নিজ কক্ষে সাংবাদিক দম্পতি হত্যা,
ফিল্মি স্টাইলে হত্যা,
দিনে দুপুরে কুপিয়ে কুপিয়ে হত্যা দেখতে দেখতে আমি ক্লান্ত
লীগের শাসনকাল আমি দেখেছি।
মানুষের ভোটের অধিকার কি করে কেড়ে নিতে হয়
তা আমি শিখেছি।
জনজোয়ারকে কিভাবে রাষ্ট্রিয় হাতিয়ার দিয়ে থামাতে হয়
তা আমার আজ জানা।
প্রতিবাদি কন্ঠকে কিভাবে গুলি করে করে নিস্তব্ধ করে দিতে হয়
তাও আজ আর অজানা নয়।
দেশের সম্পদ লুটে কিভাবে ধনের পাহাড় তৈরি হয়
তাও আজ বুজেছি আমি।
আওয়ামীলীগের শাসন আমি দেখেছি।
বিষয়: বিবিধ
১৬৬০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেয়ালরা তখন জাগে
হুয়ো হুক্কা ডাক ছাড়িয়া
বনের প্রভু সাজে
Click this link
মন্তব্য করতে লগইন করুন