ছাগল রাজ্যে টেনশান
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৩৮:০৭ সকাল
ছাগল রাজ্যে চলছে জরুরী মিটিং।
আগামী নির্বাচনের দ্বায়িত্ব তাদের উপর পরার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। মানুষরা নির্বাচন করতে ব্যর্থ হলে ছাগলকেই এই কর্মটা সম্পাদন করিতে হইবে। মানুষের উপর এখন আর মানুষের আস্থা নেই।
বুড়ো ছাগল তাই জরুরী এই গোপন মিটিং আয়োজন করেছেন। ছোট, মাঝারি, বুড়ো, রাম সাম দাড়ি সব ধরনের ছাগল এসে হাজির। ছাগুরাও এতে যোগ দিয়েছে। আজ তাদের সম্মানের পরীক্ষার দিন। এটা একটা লড়াই। এই লড়াইয়ে হারা যাবে না। ছাগল সমাজ বুঝিয়ে দিবে তারাও পারে। দে উইল পুরুব ইট। সবার মনে মারাত্নক রকমের জোস কাজ করছে।
বুড়ো ছাগলের বক্তব্য শুরু হয়েছে।
অনুষ্ঠানে পিন পতন নিরবতা।
হে আমার সম্মানিত ছাগু সমাজ! আজ আমরা একটা কঠিন দিনে এসে এখানে মিলিত হয়েছি। আপনারা জানেন আমাদের আজ সম্মানিত বোধ করছি এক বীরের কারণে। তিনি কি বলেছেন?
রাম ছাগল দাড়িয়ে বলল: হেতে কইছে ছাগলের অধীনে নির্বাচন সুষ্টু হইব। কিন্তু প্রর্ধানমন্ত্রীর অধিনে নয়।
ওই ব্যাটা রাম ছাগল তুই চুপ থাক। তোর অনেক সমস্যা আছে। বলল পাশের দাড়ি ছাগল।
দুজনকে থামিয়ে দিয়ে আবার শুরু করল বুড়ো ছাগল। ঠিক আছে তোমরা এভাবে ঝগড়া করলে মানুষ আর আমাদের মধ্যে কোন পার্থক্য থাকবে না। আমরা হলাম নিরীহ টাইপের পশু। আমরা যা পাই তাই খাই। মাংস আর দুধ দিয়ে মানুষের পুষ্টি যোগাই।
কিন্তু রাম ছাগল খুবই রেগে আছে। সে তার এক অনুসারিকে বলল, এই জাম্বু চাপাতি বাইর কর। আমারে দাড়ি ছাগল সবার সামনে অপমান করছে। হালারে আইজ কোপামু।
ওই ব্যাটা রাম ছাগল, তুই ছাগল নাকি কুত্তা? তর মধ্যে কুত্তার আলামত আছে। তরে টেস্ট কইরা দেখতে হইব তুই আসলে কি।
বুড়ো ছাগল আবার তাদের থামাল।
তোমরা জান নির্বাচন করার মূল কাজ হলো সিসির।
কোন সিসি? পিরামিডের দেশে আলেকজন্ডার সিসি? হেতে তো জোর কইরা ক্ষেমতা লইয়া সমানে মানুষ মাইরা সাফা কইরা ফালাইছে।
কিন্তু আমাগো সিসিরে ভুতে ধরছে। এক চোখ কানা ভুত। এই ভুত যারে একবার ধরছে হে আর কিছুতে নির্বাচন করতে পারে না।
আমাদের খুব মনোযোগ সহকারে নির্বাচনটা করতে হবে। কুত্তার আক্রমণ হইতে পারে? কুত্তারা চায় জোর খাটাইতে। তোমরা কিভাবে এটা সামাল দিবা?
কুত্তারে আমার শিং দিয়া গুতাইয়া দিল্লী পাঠাইয়া দিমু।
কুত্তা যদি বেশি ঘেউ ঘেউ করে আইক্কা বাঁশ দিয়া হিডাইয়া হোতাইলামু।
আমি জানি তোমরাই পারবা। আমি আমার ছাগু সমাজ নিয়া গর্বিত। সবাই আজ তাকিয়ে আছে এই ছাগু সমাজের দিকে।
সবাই সমস্বরে,
আমরা করমু নির্বাচন
কুত্তা কুত্তি নিবার্সন
বিষয়: বিবিধ
৩১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন