একটি গণহত্যাকে চাপা দেয়ার জন্য আরেকটি গনহত্যার প্রয়োজন ছিল।

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০৭ মে, ২০১৩, ০৮:০৬:২১ রাত



সাভারের গণহত্যা থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর প্রয়োজন ছিল। সাভারের হত্যাকান্ডের পর ব্যপক হারে যে শ্রমিক অসন্তোষ পুরো দেশে ছড়িয়ে পরেছিল। দেশ বিদেশ সরকারের ইমেজ নষ্ট হয়েছিল। এ নিয়ে শ্রমিকদের যে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল তা থেকে দৃষ্টি অন্য দিকে ফেরানোর জন্য শাপলা হত্যাকান্ড ছিল একটা মোক্ষম হাতিয়ার।

এ সুযোগ হাতছাড়া করার মত বুদ্ধিহীন এখনো আ্ওয়ামীলীগ হয়ে যায়নি। তাই বেছে নেয়া হয়েছে নিরীহ এই মাওলানাদের। যারা শুধু আল্লাহ রাসূল এসব ছাড়া আর খুব বেশি কিছু বুঝে না। তারা রাজনীতির এই মারপ্যাচের শিকার হয়েছে আজ। শত শত আলেমের হত্যাকান্ড দিয়ে আ্ওয়ামীলীগ তাদের শাসন ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। আর বুঝিয়ে দিতে চায় যত লাশ প্রয়োজন তারা ফেলবে তবু ক্ষমতা থেকে তাদের কেউ সরাতে পারবে না।

কিন্তু অতীতে আরো অনেক বড় বড় ক্ষমতাশালী শেষ হয়েছে তা হয়ত তাদেরকে কোন শিক্ষা দেয় না।

আজ হয়ত সাভারের হত্যাকান্ড থেকে দৃষ্টি অন্যত্র সরানো সম্ভব হয়েছে। আজ হয়ত মনে হচ্ছে হেফাজত চলে গেছে চিরতরে।

কিন্তু হেফাজতের এই যাওয়া হয়ত শেষ যাওয়া নয়। এ যাওয়া হয়ত ফুটবলে জোড়ে লাথি দেওয়ার জন্য একটু পিছনে যাওয়া। যে লাথি হয়ত এই অপশক্তিকে চিরতরে বিদায় করে দেবে।

বিষয়: বিবিধ

১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File