হেফাজতের শত শত নিরীহ লোককে হত্যা করে সরকার যদি মনে করে তারা বিজয়ী হয়েছে। তাহলে মারাত্নক ভুল।
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০৬ মে, ২০১৩, ০২:৫৪:৫২ দুপুর
হেফাজতের শত শত নিরীহ লোককে হত্যা করে সরকার যদি মনে করে তারা বিজয়ী হয়েছে। তাহলে মারাত্নক ভুল। যে আগুন সরকার জ্বালিয়ে দিয়েছে। সারাদেশে তার উত্তাপ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এ আগুন কি আর সহজে নিভবে?
রাতের আঁধারে ঘুমন্ত আর জিকিররত এই আলেমদের উপড় স্মরণকালের এ হত্যাকান্ড কথা বলবে একদিন। সেদিন এই খুনী সরকার আর পালাবার পথ পাবে না।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন