প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সাথে একমত

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০৪ মে, ২০১৩, ০১:৫২:০৭ দুপুর



গতকাল প্রধানমন্ত্রীর ভাষণের একটি বক্তব্য ভালো লেগেছে তা হলো। টিভি, নাটক, সিনেমায় টুপি দাড়িওয়ালা লোকদেরকে নিয়ে কটাক্ষ করা নিয়ে। প্রধানমন্ত্রীর নিজেরও ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে। তিনি নিজেও এতে কষ্ট পান।

কিন্তু আমার প্রশ্ন তিনি যেহেতু কষ্ট পান। তার ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে এমন কাজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর পর কিভাবে এদেশে চলে আসছে।

টিভি নাটকে , ছিনেমার ছবিতে যখনই আমরা কোন ইমাম বা ইসলামের প্রতিক দেখি তখনি এটা ভিলেন আকারে দেখানো হয়।

এখন থেকে কি তাহলে এসব বন্ধ হয়ে যাবে?

হুজুরদেরকে টিভি সিনেমায় কি এখন নায়কের ভুমিকায় বা ভাল লোকের ভুমিকায় দেখা যাবে?

দেখা যাক প্রধানমন্ত্রীর কথার কতটুকু প্রতিফলন আগামী দিনগুলোতে দেখা যায়?

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File