এ কী করছেন আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার?
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২১ এপ্রিল, ২০১৩, ১২:২১:৪১ দুপুর
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ইসলামী ব্যাংকের এমডির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আর আমাদের জাফর স্যার হাত তালি দিচ্ছেন। ইসলামী ব্যাংকের এমডির সাফল্যকে বাহবা দিচ্ছেন। স্কুল ব্যাংকি-এ ইসলামী ব্যাংকের সফলতার জন্য তিনি হাত তালি দিচ্ছেন। একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? যেই ইসলামী ব্যাংকের এত গন্ধ, যেখানে টাকা রাখা হারাম ঘোষণা করা হয়েছে, যে ব্যাংকে জাফর স্যারের জাগরণ মঞ্চ থেকে অবাঞ্চিত ঘোষণা করে এটি বন্ধ করার দাবী জানানো হচ্ছে সেই ইসলামী ব্যাংকের এমডির কর্মকান্ডে হাত তালি। সত্যি কি বিচিত্র এ দেশ! কি বিচিত্র এসব মানুষের কর্মকান্ড!
একেই কি বলে দু'মুখী নীতি?
আর কতকাল এসব বুদ্ধিজীবি এ জাতিকে ধোকা দিয়ে যাবে?
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এত প্রচার প্রপাগান্ডার পরও দেশের মোট ১,৮৭,০০০ স্কুল ব্যাংকিং একাউন্টের মধ্যে শুধু ইসলামী ব্যাংকের একাউন্ট হচ্ছে ৮৫,০০০। অর্থাৎ পুরো দেশের ৪৫% একাউন্টেই ইসলামী ব্যাংকের।
বেচারার জাফর ইকবাল স্যার! এখন আসলেই তার হাত তালি দেওয়া ছাড়া আর কোন উপায় নাই।
এভাবেই জাফর স্যাররা যুগে যুগে ধরা খেয়ে আসছে। শুধু শিক্ষা নেয় না এটাই আফসোস।
Click this link
বিষয়: বিবিধ
২৪৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন