হেফাজতের হরতালে দলীয় ক্যাডার নামিয়ে সরকার আরেকটি ভুল করল।

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০৯ এপ্রিল, ২০১৩, ১১:৫৭:৪৮ সকাল



জীবনে প্রথম বারের মত হেফাজত হরতাল ডেকেছে। এর আগে হেফাজতের কোন হরতাল হয়েছে কি না আমার জানা নেই। হরতালে দলীয় ক্যাডার নামিয়ে বিরুধীদলের নেতা কর্মীকে পেঠানো সরকার দলের পুরোনো অভ্যাস। শিবির মনে করে বিশ্বজিতকে কোপানোর দৃশ্য এখনও কেউ ভুলেনি।

পুলিশ আর লীগ ভাই ভাইয়ের মত কাঁধে কাঁধ মিলিয়ে বিরুধীদলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে প্রতিটি হরতালে। এর পক্ষে সরকারের নানা মন্ত্রী নানা ভাবে উস্কানি দিয়ে গেছে সব সময়।

কিন্তু হেফাজতের হরতালটাকে এর ব্যতিক্রম রাখলে সেটা সরকারের জন্যই ভাল হতো। সরকার দলীয় ক্যাডার নামিয়ে হুজুরদের পেঠানো এ দৃশ্য কেউ ভালো ভাবে নিবে না। এই হুজুরদের পেছনে এখনো এদেশের লোকজন নামাজ পড়ে। এই হুজুরদের দিয়ে জানাজা নামায, মিলাদ, দোয় ইত্যাদি এখনো এদেশে পড়ানো হয়। আওয়ামীলীগের লোকজন হুজুরদের লাঠি পেঠা করছে এটা দলের জন্য কোন ভাল সংবাদ নয়।

তাই হুজুরদের গায়ে হাত দিয়ে সরকার আরও একটা মারাত্নক ভুল করল যার খেসারত সরকারকে হাঁড়ে হাঁড়ে দিতে হবে।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File