বাসন্তী রং শাড়ী পরে ললনারা হেঁটে যায় আর মুসলমানের ছেলেরা মিট মিট তাকায়!!!
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০৭ এপ্রিল, ২০১৩, ০৪:৩৮:৪৪ বিকাল
পহেলা বৈশাখ আসলে শুরু হয় রাস্তার হাঁটার একটা উৎসব। এদিন সকাল থেকে বিকাল এমন কি এখন গভীর রাত অবধি নানা অনুষ্টান চলে। এর মধ্যে বেশির ভাগই অবাধ মেলামেশার একটা পর্ব পালন। নানা ধরনের নকশা একে রাস্তার প্রদর্শনই এ দিনের বৈশিষ্ঠ্য হয়ে দাঁড়িয়েছে।
ইসলামী সংস্কৃতির সাথে এই উৎসব কতটুকু মানানসই। বাসন্তী রং শাড়ী পরে ললনারা হেটে যাবে আর মুসলমানের ছেলেরা মিট মিট তাদের দিকে তাকাবে। যারা ইসলামের কথা বলে, ইসলামকে প্রতিষ্টিত দেখতে চায় তাদের জন্য এ উৎসব কতটুকু গ্রহণযোগ্য?
শালিনতা বজায় রেখে যে কোন উৎসব করা যায়। ইসলামের মূল শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে হতে হবে সে উৎসব। কিন্তু পহেলা বৈশাখ পালনের নামে বিজাতীয় ধর্ম থেকে আসা এসব উৎসব মুসলমানরা কিভাবে নেবে? ইসলাম কি এ ধরনের উৎসবগুলোর অনুমতি দেয়?
ইসলামকে যারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তাদের এসব উৎসব নিয়ে চিন্তা করার সময় কি এখনও আসেনি? আপনি দেখতে পাবেন এসব উৎসবের উপস্থিতির সিংহভাগ মুসলমানের ছেলেমেয়েরা।
পহেলা বৈশাখের যে র্যাউলি বের হবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এবং বিভিন্ন দেবদেবীর মুখোশ নিয়ে তাতে ব্যপক সংখ্যক মুসলমানের উপস্থিতি আপনি হয়ত দেখবেন। এটা কি মুসলমানদের নৈতিক পরাজয় নয়? ইসলামের শিক্ষাকে বৃদ্ধঙ্গুলি দেখিয়েই এই উৎসব হবে।
আসুন এসব নিয়ে আমরা আরও একটু চিন্তা করি।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন