হেফাজত ঝড়ে সবকিছু ওলট পালট হয়ে গেছে।

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০৬ এপ্রিল, ২০১৩, ০৯:৩৯:৪৯ রাত



সরকার এবং সরকারের অনুগত বাধ্যগত দল মিলেও হেফাজতকে আটকাতে পারেনি। সবধরনের অসহযোগিতা সত্বেও মানুষের জাগ্রত ঈমানি চেতার রূপ দেখেছে এদেশের জনগন।

হেফাজত ঝড়ে সবকিছু ওলট পালট হয়ে গেছে। শাপলা চত্বরে এত লোক এর আগে ঢাকাবাসি আর কোন দিন দেখেনি।

মনের মধ্যে জেগে থাকে ঈমানের সুপ্ত আগুন কিভাবে জ্বলে উঠতে পারে তা দুচোখ ভরে দেখল এ দেশবাসি।

মারাত্নক প্রতিকূলতার মধ্যে থেকেও কিভাবে অহিংস জাগরণ করা যায় তার প্রমাণ হেফাজতের এ লংমার্চ।

আগামি দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সরকারকে হেফাজত যে বার্তা দিয়ে গেল তা সরকার কিভাবে নেয় তা এখন দেখার বিষয়। এই লংমার্চ যে শেষ না। এ আন্দোলন কতটুকু তীব্র হতে পারে তা সরকারের ভালো ভাবে উপলব্ধি করতে হবে।

সরকারকে তার অবস্থানটা পরিস্কার করতে হবে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি ইসলামের সাথে থাকবে নাকি হাতে গোনা কিছু নাস্তিকের পৃষ্ঠপোষকতা করে যাবে।

এদেশে ইসলামের উপর আঘাত করে সহজে পার পেয়ে যাবে তা যে হবে না এটা পরিস্কার বুঝা যাচ্ছে। যে সব নাস্তিক ইসলামের উপর ক্রমান্বয়ে আঘাত করে যাচ্ছে তাদের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা ইসলাম প্রিয় মানুষের মনে ক্রোধের আগুন তৈরী করছে। আর এ আগুনে শুধু সরকার পুড়বে না এ আগুনে পুরনো সব নীতিকে ছাড়খার করে দিয়ে নতুন কোন দিগন্ত হয়ত উন্মোচন করবে এ জাতির সামনে। নিয়ে যাবে নতুন কোন গন্তব্যে।

আর সে গন্তব্য হবে ইসলামী জাগরণের।

বিষয়: রাজনীতি

১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File