সীমান্তে গুলি না চালানোর অঙ্গীকার বিএসএফ’র

লিখেছেন লিখেছেন নিযুমরকস ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫২:৫৬ সন্ধ্যা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর বিদ্যাবাগিশ সীমান্তে বিএসএফ’র গুলিতে কলেজ ছাত্র নিহতের ঘটনায় রোববার বিকেলে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে কলেজ ছাত্র মোকছেদুল হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে আগামীতে সীমান্তে আর গুলি না চালানোর অঙ্গীকার করেছে বিএসএফ।

বিজিবি কাশীপুর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, ফুলবাড়ী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৯ এর ৫নং সাব পিলারের পাশে রোববার বিকেল ৩টায় বাংলাদেশের অভ্যন্তরে হবিবর রহমান মাস্টারের বাড়ির উঠোনে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক বসে। এই পতাকা বৈঠকটি ৫০ মিনিট স্থায়ী হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউল হক খালেদ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১২৪ বিএসএফ ব্যাটালিয়ন এর কমান্ডেট বিজয় রাজ।

বৈঠকে বিজিবি অভিযোগ তুলে দাবির পরিপ্রেক্ষিতে বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেট বিজয় রাজ সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, বিষয়টি ভারত সরকার তদন্ত করছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া পতাকা বৈঠকে বিএসএফ অঙ্গীকার করেন আগামীতে সীমান্তে যেন গুলি না হয় সে জন্য বিএসএফ সর্বোচ্চ সতর্ক থাকবে।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউল হক খালেদ জানান, বিজিবি সীমান্তে সব ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সতর্ক রয়েছে এবং সীমান্তবাসীদের মধ্যে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে

নিউজ লিংক

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=5c27ab72260b91fd8029e40b0dbccac8&nttl=17022013174916

বিষয়: বিবিধ

৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File