# সাবধান ,অশনি সংকেত #

লিখেছেন লিখেছেন মাধবকুন্ড ০৭ মার্চ, ২০১৩, ০৬:৫৫:১৪ সন্ধ্যা

[ আজ ঐতিহাসিক ৭ই মার্চ

,১৯৭১সালের এই দিনে শেখ মুজিব ঘোষনা দিয়েছিলেন

শ্ত্রুর মোকাবেলায় যার যা কিছু আছে

তাই নিয়ে জাঁপিয়ে পড়

পাড়ায় মহল্লায় দূর্গ গড়ে তুল ,

তার ডাকে খুদ বাঙালি জাত মহান সাধীনতা যুদ্দে জাঁপিয়ে পড়েছিল

বাংলার জনগন সেদিন শত্রুর মুকাবেলা করেছিল,

জাতির জনকের কথা রেখেছিল ......

আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চ ২০১৩ সাল

সাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনা ।

গতকাল মহান জাতীয় সংসদে বাবার মত একটি ঘোষনা

দিয়েছেন বলেছেন পাড়ায় মহল্লায় কোমিটি গঠন করে

সাধীনতা বিরুধিদের মোকাবেলা করার জন্য

একই সাথে শাহবাগের প্রজন্ম চত্তর থেকে ও

২য় সাধীনতার জনক মহা ক্ষমতাবান নেতা ডাক্তার ইমরান এইচ সরকারের

ও ঘোষনা জামাত-শিবিরের মোকাবেলায় পাড়ায় পাড়ায়

এবং রাজপথে অবস্তানের ।সাথে মিডিয়ার জুড়াল প্রচারনা ।

কিন্তু সব কিছু কেন যেন উলট পালট হয়ে গেল

পড়ায় মহল্লায় প্রতিরুধ নেই,

নেই গত কয়েক বছরের মত গুরুত্ব পূর্ণ স্তানে মাইকে বাজানো

বঙ্গবন্দুর সেই ভাষনের অডিও।

আজ হরতাল ঢেকেছে জামাত বিএনপি ,তারা রাজপতে পিকেটং ও করেছে

পক্ষান্তরে বাংলার জনগন বলেন আর নতুন প্রজন্ম বলেন তাদের রাজপতে

অবস্তান বলেন আর মোকাবেলা বলেন ,তা কিন্তু বড়ই হতাশাজনক।

যদিও পুলিশ জনগনের জান মাল হেফাযতের খাতিরে গ্রেফতার করেছে

চারজন মহিলা এম পি কে। আরো মর্মান্তিক হতাশাজনক সংবাদ হল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা বাজারে বিএনপি-জামায়াত

কর্মীদের সঙ্গে আওয়ামী লীগকর্মীদের সংঘর্ষে আব্দুর রহমান নামে

এক যুবলীগ নেতা নিহত ও ১০ জন আহত হয়েছে।

আজ ২০১৩ সালে এই সময়ে নতুন প্রজন্মের

এই উত্তাল জাগরনের লগ্নে এটা কিমেনে নেয়া যায়?

এটা কি কোন অশনি সংকেত নয়?

আপনি যদি এটাকে অশনি সংকেত মনে না করেন তাহলে আপনি

রাজাকার? আর যদি মনে করেন তাহলে সাধীনতার পক্কের নতুন প্রজন্ম

ভাবে দেখুন আপনি কি ???

বিষয়: রাজনীতি

৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File