প্রবাসীর ঈদ স্বপ্ন

লিখেছেন লিখেছেন প্যরাপিন ১০ জুলাই, ২০১৬, ০৫:২৯:৫৩ বিকাল

ইচ্ছে ছিল ঈদ কাটাবো বাংলাদেশে গিয়ে,

আল্লাহর দেয়া বংশ প্রদীপ হাসান-হোসেন বুকে নিয়ে ।

জামাত শেষে ঘরে ফিরে, সালাম করবো মা’কে,

ঈদ শুভেচ্ছা জানাবো পরে , মায়ের ছেলে-বউকে ।

ফিরনি খাব, সেমাই খাবো সবাই, এক টেবিলে বসে,

ঈদের খুশি শেয়ার করবো, সবাই মিলে মিশে।

ছোটবোনটির বিয়ে হল, ২/৩ টা মাস আগে,

প্রবাস নামকে জেলে থাকায়, আনন্দটা পাইনি ভাগে।

পান থেকে চুন খসলেই যার কান্না-কাটি শুধু,

চিঁচ কাঁদুনে পিচ্চি নাকি, এখন মোল্লা বাড়ীর বধূ।

এই আশীর্বাদ সব সময়, সে থাকে দুধে ভাতে,

ঈদের দিনের বিকাল বেলা দেখে আসতাম তাকে।

শেষ বিকেলে বন্ধু মেলা, বাজারের এক পাশে

অনেক দিনের মিলন মেলা, এখন কে কে আছে দেশে।

বিরতিহীন বিশাল আড্ডা, অনেক খোঁচা খুঁচি,

মনে হয় যে, বড় হয়নি, স্টুডেন্ট লাইফে-ই আছি।

এইতো সে দিন মা বলল, আয়না ঈদে খোকা ,

তুই ছাড়া যে ঈদটা কাটে , শুধুই ফাঁকা ফাঁকা।

“দেশে-ঈদ” স্বপ্ন শুধু, স্বপ্নই থাকে, সবার সুখের তরে,

মা’কে বলি , "মন"কে ও বলি , সব হবে সামনের বছরে ।

প্রবাসে ঈদ ঘুমেই কাটে, আর ফোনে কথা বলে,

প্রবাসীদের ঈদ-আনন্দ, ঝাপ্সা-চোখ জলে।

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374352
১১ জুলাই ২০১৬ সকাল ০৯:৫৪
হতভাগা লিখেছেন : মাশা আল্লাহ সুন্দর ছড়া লিখেছেন । প্রবাসীদের- দেশের জন্য , দেশে ছেড়ে আসা পরিবার পরিজনদের জন্য অবয়ক্ত হাহাকার চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File