অনলাইনে হোয়াইট হাউজে (আমেরিকা) সরাসরি সাক্ষর দিন।
লিখেছেন লিখেছেন এলিট ০৮ মার্চ, ২০১৩, ০৭:১৯:৪৭ সন্ধ্যা
বাংলাদেশের সমস্যা সমাধানে কখনোই বিদেশী শক্তির হস্তক্ষেপ কাম্য নয়। কিন্তু তার পরেও যদি কেউ মনে করেন আমেরিকা আমাদের বর্তমান সমস্যা নিরপেক্ষতার সঙ্গে সমাধান করবে এবং এতে দেশের লাভ হবে, তবে অনলাইনে সরাসরি "হোয়াইট হাউজে" আপনার মুল্যবান ভোট দিয়ে তা নিশ্চিত করতে পারেন।
এ পর্যন্ত ৫৭,০০০ লোক এই পিটিশনে সমর্থন করেছেন। সমর্থন এর শেষ তারিখ ১৮ই মার্চ-২০১৩।
এটি হোয়াইট হাউজ এর ওয়েব সাইটে এক গনসাক্ষর কর্মসুচী
বিষয়টা আসলে কি?
গত ১৬ই ফেব্রুয়ারী, হোয়াইট হাউজের ওয়েব সাইটে একটি পিটিশন চালু করা হয়েছে। (আমি আইনজ্ঞ নই।) সহজ ভাষায়, প্রেসিডেন্ট ওবামার কাছে একটি আবেদন করা হয়েছে যে বাংলাদেশে যুদ্ধাপরাদীর বিচারের নামে বিভিন্ন অরাজকতা চলছে। (বিস্তারিত- হোয়াইট হাউজের ওয়েব সাইটে)। এই আবেদন ওবামার কাছে তখনই গ্রহন যোগ্য হবে যখন এক লক্ষ লোক এই আবেদনের সমর্থনে সাক্ষর (ভোট) দিবে।
এর পরে কি হবে?
না, তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করবে না। যদি এক লক্ষ লোকের সাক্ষর পাওয়া যায় তবে "যুদ্ধাপরাধী বিচার" বিষয়টি নিরপেক্ষ হচ্ছে কিনা তা আমেরিকা সরাসরি তদন্ত করবে। নিরপেক্ষতা নিশ্চিত করবে, অরাজকতা বন্ধের চেস্টা করবে।
কিভাবে সাক্ষর (ভোট) করবেন?
১। এই লিঙ্কটি খুলুন
http://petitions.whitehouse.gov/petition/express-concern-against-international-war-crime-tribunal-and-mob-justice-bangladesh/6gg04svt
২। "Create an account" বাটনে ক্লিক করুন
৩। আপনার নাম ও আপনার ইমেইল লিখুন
৪। আবার "Create an account" বাটনে ক্লিক করুন
৫। আপনার ইমেইলে হোয়াইট হাউজ থেকে একটি অটোমেটিক ইমেইল যাবে (পাসওয়ার্ড সহ)
৬। সেই ইমেইলে দেওয়া লিঙ্ক ক্লিক করুন, আপনাকে আবার একই পেজ এ নিয়ে যাবে
৭। এবার "Sign this petition" ক্লিক করুন, আপনার ভোট দেওয়া শেষ।
ওই পেজটি আপনি ফেসবুকেও শেয়ার করতে পারেন।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন