প্রিয় - বানী (প্রতিযোগিতা)

লিখেছেন লিখেছেন এলিট ১৬ জুন, ২০১৫, ০৯:৪৮:২৮ সকাল



প্রতিযোগীতায় প্রিয় বই, ব্যাক্তিত্ব, খাবার ও দেশ, এই বিষয় চারটি উতসাহিত করলেও এটা বলা আছে "আপনার যা কিছু প্রিয় তা নিয়ে লিখতে পারেন"। আমি তাই লিখছি। সারা বিশ্বে বানীর অভাব নেই। জ্ঞানী ও বিখ্যাত লোকেরা তো বটেই, ইদানিং তো সবাই বানী দেয়। আমার পছন্দের কিছু বানীর সংকলন। এর কয়েকটি কথা একটু দুর্বোধ্য। যদি কেউ না বোঝেন অনুগ্রহ করে আমাকে জিজ্ঞেস করবেন। ভালো লাগবে আশা করি।

১। জীবন আসলে সহজ, আমারাই জোর করে এটাকে জটিল বানাই। - কনফুসিয়াস

২। জীবন নামে নিজেকে খুজে পাওয়া নয়, জীবন মানে নিজেকে তৈরি করা - জর্জ বার্নাড শ

৩। অন্য কারোর মতন হতে চাওয়া মানে হল নিজেকে অপচয় করা। - কুর্ট কোবাইন

৪। দুঃচিন্তা হল, আপনি নিজেকে যেমন হওয়া উচিত বলে মনে করেন। উদ্বেগমুক্ত হল, আপনি আসলে যেমন। - চীনা প্রবাদ

৫। ওটা স্বপ্ন নয় যা মানুষ ঘুমিয়ে দেখে। স্বপ্ন আসলে সেইটা যা মানুষকে ঘুমাতে দেয় না - আব্দুল কালাম আযাদ

৬। যে পারে, সে করে। যে করতে পারেনা সে অন্যকে শেখায় - জর্জ বার্নাড শ

৭। তুমি যদি কবি না হতে পার তাহলে কবিতা হও - ডেভিড ক্যারাডিন

৮। যখন আমাকে কেউ জিজ্ঞেস করে এখানে কতজন কাজ করে, আমি জবাব দেই "তিনভাগের এক ভাগ" - লিসা কেনেডী

৯। সত্য কথা বাইরে বের হবার আগেই মিথ্যা কথাটি অর্ধেক দুনিয়া ঘুরে ফেলে - উইন্সটন চার্চিল

১০। সর্বদা মনে রাখবে, "সর্বদা" ও "কখনো না" এই দুটি কথা কখনো ব্যাবহার করবে না - ওয়েন্ডেল জনসন

১১। আমি মাঝে মাঝে আমার সমস্যাকে ডুবিয়ে মারতে চাই, কিন্তু মুশকিল হল আমার স্ত্রী সাতার কাটতে যেতে রাজী হয় না। - জিমি কার্টার

১২। আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নই। কারন পরীক্ষার খাতার কয়েকটি পৃস্টা আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারে না - টমাস আলভা এডিসন

১৩। তুমি যদি তোমার সমস্যা সমাধান করতে পার তাহলে উদ্বেগের কি দরকার, আর সমাধান করতে না পারলে উদ্বেগ করে লাভ কি? - শান্তিদেব

১৪। আমরা হয়ত তরুনদের জন্য ভবিষ্যৎ তৈরি করতে পারি না, কিন্তু তরুনদেরকে ভবিশ্যতের জন্য প্রস্তুত করতে পারি - ফ্রাঙ্কলিন রুজভেল্ট

১৫। শুধুমাত্র কারো ক্ষতি করতে চাইলে শক্তির প্রয়োজন নইলে ভালোবাসাই যথেস্ট - চার্লি চ্যাপলিন

১৬। গনিত পারেন না বলে কস্ট নেবেন না। আমি নিশ্চিত করে বলছি আমার সমস্যা আপনার চেয়ে বেশী - আল্বার্ট আইনেস্টাইন

১৭। চোরের যেটা দোষ, সেটাই পুঁজিপতি লোকের গুন - জর্জ বার্নার্ড শ

১৮ । আপনি যদি কোন কিছু সহজে বোঝাতে না পারেন, এর অর্থ হচ্ছে, আপনি নিজেই বিষয়টা ভালোভাবে বোঝেন না - আল্বার্ট আইনেস্টাইন

১৯। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধংশ হবে না। যারা খারাপ কাজ দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধংশ হবে - আল্বার্ট আইনেস্টাইন

২০। শত্রু কি ভয় পায়, সেটা তুমি বুঝবে সে তোমাকে কিভাবে ভয় দেখায়, তা দেখে - এরিক হোফার

২১। বৈজ্ঞানিক ক্ষমতা এখন আত্মিক ক্ষমতাকে ছাড়িয়ে গেছে। এখন আমাদের আছে নিয়োন্ত্রিত মিসাইল আর অনিয়োন্ত্রিত মানুষ - মার্টিন লুথার কিং

২২। জ্ঞান হল সঠিক উত্তর জানা, আর বুদ্ধিমত্তা হল সঠিক প্রশ্নটি করা - অজানা

২৩। মজার বিষয় হল, অভ্যাস হচ্ছে সেই জিনিস, যা সম্পর্কে মানুষ সচেতন নয় - আগাথা ক্রিস্ট

২৪। জীবন চলার পথ হচ্ছে দুটো... হয় মেনে নাও তোমার আশে পাশে যা হচ্ছে তা... অথবা রিখে দাড়াওসেতাকে পরিবর্তন করার জন্য - হুমায়ুন আহমেদ

২৫। আপনি যদি চেস্টা করতে থাকেন তাহলে সফল হবার সম্ভাবনা থাকে, কিন্তু যদি চেস্টা করাটাই ছেড়ে দেন তাহলে বিফল হবেন, এটা নিশ্চিত - ওয়াইন গ্রিটজি

আমার ফেসবুক ---------- এখানে



বিষয়: Contest_priyo

২৭১২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326106
১৬ জুন ২০১৫ সকাল ১১:২১
অবাক মুসাফীর লিখেছেন : এফনি এহন ক্‌যান বাই? ফ্রতিযোগিতার তো ডেট এক্সপায়ার্ড হুই গেছে...
১৬ জুন ২০১৫ সকাল ১১:২৭
268347
এলিট লিখেছেন : ডেট এক্সপায়ার হইসে তাতে কি, আমি তো এখনও এক্সপায়ার হই নাই। তাছাড়া হেতেরা না দশটা পুরস্কার দিব। দশটা লেখাও তো এখনো জমা পড়ে নাই।
১৬ জুন ২০১৫ দুপুর ০১:৫১
268414
অবাক মুসাফীর লিখেছেন : কি কন হয় নাই?? ২০-২২ হুই গেছে... আমি নিজেই তো চাইরখান দিছি... Rolling on the Floor Rolling on the Floor
326175
১৬ জুন ২০১৫ বিকাল ০৫:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রিয় বানি গুলা নোট রাখলাম। জায়গা মত জাতিয় আব্বার নামে চালিয়ে দিলে কিছু নগদ লাভ হতে পারে।
326391
১৭ জুন ২০১৫ দুপুর ০২:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। বাণী খুবই ভাল লেগেছে। আরো চাই...
326507
১৮ জুন ২০১৫ রাত ১২:১৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! বানীগুলো পড়ে ভালো লাগলো! প্রিয় তে রাখলাম! শুকরিয়া!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File