প্রশ্ন করুন - www.jobab.tk

লিখেছেন লিখেছেন এলিট ২৫ মে, ২০১৫, ০৬:১২:৫৯ সকাল



নাস্তিকদের সাথে আমার পরিচয় বেশ পুরাতন। অন্য কয়েকটি ব্লগে দেখেছি মাত্র ১০-১২ জন নাস্তিক একজোট হয়ে ইসলামের নামে বাজে কথা বলে, শত শত মুসলমানকে কোণঠাশা করে ফেলে। ওরা এমন কিছু প্রশ্ন করে যেগুলোর উত্তর দেওয়া কঠিন। প্রশ্নগুলো আসলে জবাব পাওয়ার জন্য নয়, বিভ্রান্ত করার জন্য। আমি নিজেও এমন অনেক প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এছাড়া মুসলমানদের মাথাতেও অনেক প্রশ্ন ঘুরপাক খায়। অনেক কিছু খটকা লাগে। সহজে সেই প্রশ্নের কোন উত্তর খুজে পায় না। আমি নিজের সীমিত জ্ঞানে এই দুই ধরনের প্রশ্ন উত্তর দিয়ে আসছি কয়েক বছর ধরে।

একদিন লক্ষ্য করলাম, এই ধরনের প্রশ্ন খুব বেশী নেই। নাস্তিকদের প্রশ্ন তো মাত্র ২০-২৫ টা। আর মুসলমানদের প্রশ্ন হবে শ'খানেক। আজকাল তরুন প্রজন্মের আধুনিক ছেলে-মেয়েরা যদি আরো নতুন প্রশ্ন করতে পারে তাহলে ভালো। সব মিলিয়ে ৫০০টির বেশী প্রশ্ন কোন ভাবেই আসবে না। এই ৫০০ টি প্রশ্নের উত্তর আমরা যদি কোন ওয়েব সাইটে রাখতে পারি, তাহলে সেটি হবে আমাদের জন্য একটি সম্পদ। যে কেউ আজগুবী প্রশ্ন করলেই তাঁকে উত্তরের লিঙ্ক ধরিয়ে দেওয়া যাবে। এই উত্তরগুলো কোনদিনই নাস্তিকদেরকে সঠিক পথে আনবে না, সেটা জানি। এই উত্তর আসলে আমাদের মুসলমানদের দরকার। নাস্তিকদের প্রশ্নের উত্তর না দিতে পেরে আমরা হীনমন্যাতায় ভুগী, ঈমান দুর্বল হয়ে যায়। উত্তর পেলে আমাদের মনে শান্তি ফিরে আসবে। সেই চিন্তা থেকেই এই ওয়েব সাইট দাঁড় করেছি - www.jobab.tk

এই ওয়েব সাইট সম্পুর্ন বিনামুল্যে বানিয়েছি। কোন খরচ হয়নি, শুধু খানিকটা পরিশ্রম হয়েছে। এর ডোমেইন, হোস্টিং, স্ক্রিপ্ট ইত্যাদি সবই ফ্রী। কোন ব্যাবসায়ীক চিন্তা নেই এতে। একটাই উদ্দেশ্য, প্রশ্নত্তোর রাখা। ওয়েব সাইটটি ব্যাবহার করা খুবই সহজ । নতুন একাউন্ট খুলে, সাথে সাথেই যে কেউ প্রশ্ন করতে পারবেন। এর পরে ই-মেইল কনফার্ম করে, যে কেউ উত্তর দিতে পারবেন। আপনার মনে যত প্রশ্ন আছে , সবই ওখানে লিখুন। পরবর্তিতে কেউ তার উত্তর দিলে সেই উত্তরটি সয়ঙ্ক্রিয়ভাবে আপনার ইমেইলে চলে যাবে। এভাবে ভবিষ্যতে উত্তর আসতে থাকবে। আপনি এখন প্রশ্ন করুন। প্রশ্নের সংখা বাড়ান।

বছর খানেক আগেই আসলে এই আইডিয়া মাথায় এসেছিল। এই ব্লগে আইডিয়ার কথাটা লিখেছিলামও। অনেকেই পাশে দাড়াতে চেয়েছিল। কেউ কেউ টাকাও দিতে চেয়েছিল। ওসব কিছুই লাগবে না। এখন শুধু প্রশ্ন করুন। এর পরে ধীরে ধীরে প্রশ্ন ও উত্তরের সংখা বাড়লে তখন এই সাইটের এডমিন, মডারেটর ইত্যাদির দরকার হবে। তখন যদি কেউ সময় দিতে পারেন সেটা হবে আমাদের পরম পাওয়া। এখন শুধু প্রশ্ন করুন।

আসুন ঐক্যবদ্ধ নাস্তিকদের চেয়ে আরো বেশী ঐক্যবদ্ধ হই। প্রশ্ন করুন - www.jobab.tk

দ্রস্টব্যঃ ওই ওয়েব সাইটের প্রশ্ন ও উত্তরগুলি কোন ইসলামিক নিয়ম, মসায়েলা বা ফতোয়া জানার জন্য নয়।

উদাহরন - "অজুর ফরজ কয়টি?" - এমন প্রশ্ন ওই ওয়েব সাইটে থাকবে না। "নামাজের আগে কেন অজু করতে হয়?" - এমন প্রশ্ন থাকতে পারে।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322336
২৫ মে ২০১৫ সকাল ০৮:৩৫
তিমির মুস্তাফা লিখেছেন : আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকা একটি উত্তম সুন্নাহ! আরও অনেক সুন্নাহর মত, চর্চার অভাবে, মুসলিমরা তা ভুলে যাওয়ার পথে!
আমরা বেশীর ভাগ মানুষ শুধু কথাই বলি। কাজ করে খুব অল্প মানুষ! আপনি সেই অল্পদের একজন। এমন দারুণ একটা কাজ করেছেন যে, আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা। শুধু একটা কথা বলব, লা জবাব!
অমুসলিম বা ইসলামের শত্রুদের আক্রমণ ঠেকানর জন্যই শুধু নয়, মুসলিমদের স্বার্থেই তা জরুরী, আপনি ঠিকই বলেছেন।
যে কোন প্রয়োজনে – এমন মহতী উদ্যোগে সহযোগিতা করতে পারলে কৃতার্থ হব। আল্লাহ আপনাকে উপযুক্ত প্রতিদান দিন। আমীন।
২৫ মে ২০১৫ সকাল ১১:০৭
263457
নীলাঞ্জনা লিখেছেন : আপনাদের বিসমিল্যায় গলদ। কোন নিরেট বুদ্ধির মানুষও সূরা ফাতিহা পাঠ করলে অতি সহজে ধরে ফেলবে যে উহা কোন মতেই আল্লার নিজ বানী হতে পারে না। কোন চাটুকর তথাকথিত আল্লার নামে এ সূরটির প্রচলন করেছে মাত্র।
322343
২৫ মে ২০১৫ সকাল ১০:৩৪
অবাক মুসাফীর লিখেছেন : ভালো উদ্দ্‌যোগ... যাযাকুমুল্লহ
322346
২৫ মে ২০১৫ সকাল ১০:৫৮
নীলাঞ্জনা লিখেছেন : সূরা ফাতিহা পাঠ করলে প্রথমেই যে জিনিসটি পরিস্কার হয়ে যায় যে উহা কোন মতেই আল্লার নিজ বানি হতে পারে না। কোন চাটুকর আল্লার নামে এ সূরটি চালিয়ে দিয়েছেন মাত্র।
322347
২৫ মে ২০১৫ সকাল ১১:০৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ ভালো উদ্যোগ। মুসলিমদেরকে ইন্টেলেকচুয়ালী ক্যাপাবল করার জন্যে এটা ভালো
322352
২৫ মে ২০১৫ সকাল ১১:১৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উদ্দোগ কে স্বাগত জানাই। জাযাকাল্লাহ খাইর
322354
২৫ মে ২০১৫ সকাল ১১:১৭
বৃত্তের বাইরে লিখেছেন : আমাদের দেশে নাস্তিকদের সম্পর্কে মানুষের ভুল ধারণা আছে । নাস্তিক এবং ইসলামবিদ্বেষী এদের এক করে ফেলে। বাংলাদেশে মূলত নাস্তিক বলতে কেউ নেই, সব ইসলাম বিদ্বেষী বাংলাদেশের ইসলাম বিদ্বেষীদের কথা বার্তা যে রকম নিম্নমানের তাদের সাথে মোকাবেলা করাটা সময় অপচয় ছাড়া কিছু না। তবু যেহেতু ইসলামপন্থীদের অনেকের পড়াশুনা করা, চর্চার অভাব রয়েছে তাদের জন্য আপনার এই উদ্যোগটি প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে Good Luck
322381
২৫ মে ২০১৫ দুপুর ০১:০০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তিমির মুস্তাফা ভাই’র সাথে একমত ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
322442
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে নাস্তিক্যবাদের পক্ষে খুববেশি যুক্তি নাই যাও আছে তা নেগেটিভ অর্থান নাস্তিক্য সমর্থন করে নয় বরং আস্তিকতার বিরোধিতা করে।
323202
২৯ মে ২০১৫ রাত ০৩:৪৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে অনেক অতি উত্তম প্রতিদানে ভূষিত করুন! আমিন।

চমৎকার উদ্যোগটির কথা ব্লগেই জেনেছিলাম এখন আরো চলমান জেনে আনন্দিত হলাম! ইসলামের পথে আপনার এই মেধা, ত্যাগ এবং প্রচেষ্টা আল্লাহ কবুল করে নিন! আমিন!
১০
323204
২৯ মে ২০১৫ রাত ০৪:০৩
সাদিয়া মুকিম লিখেছেন : প্রশ্ন করার পর প্রশ্নটি সঠিকভাবে গ্রহন করা হয়েছে কিভাবে বোঝা যায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File