নাশকতা ও সন্ত্রাস বিরোধী মঞ্চ

লিখেছেন লিখেছেন এলিট ২৪ জানুয়ারি, ২০১৫, ০৪:২৬:৪৩ রাত



যুক্তিগ্রাহ্য কারনে অনেকদিন ধরে নিখোজ শাহবাগের গনজাগরন মঞ্চ। প্রথমে বেশ হিট হলেও পরবর্তীতে বার বার ফ্লপ হয়েছে এই শাহবাগের মঞ্চ। প্রাথমিকভাবে লাখো লোকের উপস্থিতি দাবী করা হলেও এক পর্যায়ে শত লোক যোগাড় করাই কঠিন হয়ে পড়েছিল। তার উপরে আরো যোগ হয়েছিল ওই মঞ্চের নেতাদের মধ্যে ভাঙ্গন। এভাবেই শাহবাগ মঞ্চ একে প্রকারে বিলুপ্ত হয়ে গিয়েছে বলেই ধারনা করা হয়।

সমাজকে সবচেয়ে উপর থেকে দেখে যে শ্রেনীটি তার মধ্যে পড়ে রাজনীতিবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজিবীরা। হুমায়ুন আহমেদ তার একটি নাটকে দেখিয়েছিলেন

"জনগন কি চায় সেটা সে নিজেই জানে না। যে সেটা জানে সে নেতা, বিরাট নেতা। জনগন কি চায়? জনগন চায় আনন্দ ফুর্তী ও বিনোদন।"
এই উক্তিটির একেবারে জলজ্যান্ত উদাহরন ছিল শাহবাগের মঞ্চ। দুর্ভাগ্য, হুমায়ুন আহমেদ নিজে সেটা দেখে যেতে পারেননি।

দেশের বর্তমান পরিস্থিতিতে শাহবাগের মতন নতুন এক মঞ্চ চালু হতে পারে। নাম দেওয়া হতে পারে "নাশকতা ও সন্ত্রাস বিরোধ মঞ্চ"। যাদের নামে ব্যাক্তিগতভাবে সন্ত্রাসের অভিযোগ রয়েছে, তেমন ভদ্রলোকেরাই হতে পারেন সেই মঞ্চের আহবায়ক ও মুখপাত্র ও অন্যান্য নেতা। প্রশাশনের কাছ থেকে সেই মঞ্চ পেতে পারে সম্পুর্ন নিরাপত্তা। আজ্ঞাবহ টিভি চ্যানেলগুলো তো আছেই সেই মঞ্চের প্রচার ও প্রসারের জন্য। সেই সাথে যদি আগের মতন পানি, খাবার ও নাচগান যোগ হয় তাহলে তো কথাই নেই। দীর্ঘক্ষন অবিরাম শ্লোগান দিতে পারা আপুরা ওখানে থাকবেন। সেই সাথে থাকবেন বুদ্ধিজীবি শিক্ষকেরা যারা সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তি ও আবেগ মিশ্রিত জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে আলোকিত করবেন। জ্ঞানের আলোর পাশাপাশি মোমবাতির আলোর আইডিয়াটাও আবার কাজে লাগানো যেতে পারে। ডিজিটালের প্রভাবে এই আন্দোলনে যোগ হতে পারে এস এম এস পাঠানোর ব্যাবস্থা। বিভিন্ন নেতারা তো সেই মঞ্চে অবশ্যই ভাষন দিবেন। জালাময়ী ভাষায় তারা তুলে ধরবেন অবরোধের নামে প্রচলিত দেশের বর্তমান নাশকতা ও সন্ত্রাস। এই মঞ্চের মুল কথা হবে - নাশকতা ও সন্ত্রাস বন্ধ কর, মানুষকে শান্তিতে থাকতে দাও।

দেশে হটাত কেন এই নাশকতা ও সন্ত্রাস হচ্ছে, এর জন্য কারা দায়ী, কি করলে এটা বন্ধ হবে সেটা সবাই জানে। এটা বন্ধ করার মতন আন্তরিকতা নেতাদের নেই। এই চিন্তা নেতাদের থাকতে নেই। নেতা হতে গেলে মানুষের জন্য বিনোদনের ব্যাবস্থা করতে জানতে হয়। বিভিন্ন পরিস্থিতিতে যে যত বেশী বিনোদনের আয়োজন করতে পারে - সে তত বড় নেতা।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301479
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:২৩
শেখের পোলা লিখেছেন : যুক্তি মন্দ নয়৷ সরকারী সাহায্য, মিডিয় সাহায্য না চাইতেই পাওয়া যাবে৷
301480
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:২৭
কাহাফ লিখেছেন : নির্মম সত্য কথা 'জন গণ কি চায় তা তারা নিজেরাই জানে না'!
বেকুব জনতা কে মিথ্যে আর বিভ্রান্তিতে রেখেই 'নেতা'নামধারী স্বার্থপর ব্যক্তিরা স্বীয় উদ্দেশ্য অর্জন করে নেয় অবলীলায়!
উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ!!!
301492
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১২
মোতাহারুল ইসলাম লিখেছেন : এদের দ্বারা এমন হওয়া টা অসম্ভব নয়।
301496
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:২২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : হেফাজতী'দের মত কুদাকুতির আসর বসালে কেমন হয়?
301500
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৪০
রক্তলাল লিখেছেন : ভাড়দের পিঠের ছাল উঠার সময় হয়ে গেছে।

হত্যা করে আন্দলন দমানো গেলে সাঈদীর রায়ের পরেই সব আন্দলন বন্ধ হয়ে যেত। হয়নি। বরং নির্বাচনের আরো উতলা হয়ে উঠেছিল।

এখন নির্বাচনের সময়ের চেয়েও বেশী। এভাবেই চলতে থাকবে আর ইয়াহিয়ার প্রেতাত্মা হাসিনার পতন হবে। আর ইনু সহ সকল বানরের খেলার বানরসম ভাড়দের ছাল উঠবে।
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ১১:১২
243890

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : তার আগে কামরুজ্জানাম, মুজাহিদ, নিজামী কে ৭২ বেশ্যার কাছে চালান দেয়া হবে।
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪৬
243894
রক্তলাল লিখেছেন : মুজিব আর তার পরিবারের সাথে দেখা করতে। মুজিব পরিবারের বাকি সদস্যরাও ওদের সাথে যোগ দেবার জন্য তৈরী।
301501
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফ্রি বিরানি আর গাঁজায় ও আর কাজ দিচ্ছে না!
301527
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:০১
মোতাহারুল ইসলাম লিখেছেন : সন্ত্রাসীদের দ্বারা সন্ত্রাস বিরোধী মঞ্চ নামে হবে আওয়ামী রক্ষা মঞ্চ। মারহাবা !
301545
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১১
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File