আওয়ামী লীগের পদক্ষেপ - বিএনপি এর ভুমিকা
লিখেছেন লিখেছেন এলিট ০২ মার্চ, ২০১৩, ০১:৪৮:৩৭ রাত
বিএনপি চেয়ার পার্সনের একটি প্রসিদ্ধ বানী রয়েছে। "রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই" । এ কথাটি আমাদের দেশে দ্রুব সত্য। দেশের এই পরিস্থিতিতে বিএনপি জামায়াতকে সাপোর্ট করছে। এটি আসলে উল্টো, তারা ক্ষমতায় যাবার জন্য জামায়াতের সাপোর্ট নিচ্ছে। তাদের এ ছাড়া আর কোন উপায়ও নেই।
বিএনপি কিংবা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জামায়াত তাদের লেজ ধরে ১৫% অংশিদার হয়। জামায়াত দেশের ৩য় দল। তারা দুটি প্রধান দলের সাপোর্টে সবসময় থেকেছে। কিন্তু এবার আওয়ামী লীগ জামায়াতকে ফ্রন্ট লাইনে নিয়ে এসেছে। খেলা চলছে জামায়াত আর আওয়ামী লীগের মধ্যে। বিএনপি যদি চুপ থাকে তবে তাদেরকে বাদ দিয়েই সব খেলা শেষ হবে। তখন তাদের অস্তিত্ব নিয়েই টানাটানি পড়ে যাবে। তারা যদি আওয়ামী লীগকে সাপোর্ট করে তবে তো তাদের সতন্ত্র কোন ব্যানার থাকে না। সবই আওয়ামী লীগ হয়ে যায়। জামায়াত ফ্রন্ট লাইনে চলে আসাতে বিএনপি প্রায় ৩য় অবস্থানে চলে আসছে। তাদের সামনে এখন একটাই পথ খোলা। জামায়াত এর সঙ্গে যোগ দিলে হয়ত আওয়ামী লীগের পতনের পরে ক্ষমতায় আসতে পারবে। কিন্তু তখন জামায়াত হবে ৫০% অংশিদার, কারন তারা ফ্রন্ট লাইনে।
আওয়ামী লীগ কাজে মধ্যে একটিই করেছে, তারা জামায়াতকে নির্মুল করতে গিয়ে তাদেরকে শক্তিশালী বানিয়ে ফেলছে।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন