জান্নাতে পুরুষের জন্য হুর, নারীর জন্য কি?
লিখেছেন লিখেছেন এলিট ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:১৪:৪৫ সকাল
সহব্লগার মুক্ত কন্ঠ কে ধন্যবাদ। এই মজার প্রশ্নটি উপস্থাপন করার জন্য। জান্নাতে পুরুষেরা ৭০ জন হুর পাবে। কিন্তু নারীর জন্য কি আছে? বেশীর ভাগ ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় তা হল, নারীরা তার (দুনিয়ার) স্বামীকে পাবে। পুরুষের জন্য ৭০ জন হুর আর নারীর জন্য দুনিয়ার স্বামী। নারীদের ভাগে তো কম দেওয়া হয়ে গেল। এর চেয়ে বড় প্রশ্ন হল, ৭০ জন হুরের কাছে নিজের স্বামী যাচ্ছে, এটা একজন নারী কিভাবে মেনে নিবে? দুনিয়াতে নারীরা তো বেশীরভাগ ক্ষেত্রেই বঞ্চিত। জান্নাতেও কি তারা বঞ্চিত হবে?
বিষয়টি বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে, কোন চরিত্রের লোকেরা জান্নাতে যাবে। যখন আদম-হাওয়াকে দুনিয়াতে পাঠানো হয়েছিল তখন দুনিয়াটা স্বর্গের মতনই ছিল। কোলাহল, পরিবেশ দুষন, রোগ বালাই, হিংসা, চুরি, ডাকাতি, মারামারী, খুন, ধর্ষন এসব কিছুই ছিল না। ধীরে ধীরে মানুষ দুনিয়াকে আজকের মতন বানিয়ে ফেলেছে। দুনিয়া তো ক্ষনস্থায়ী, জান্নাত অনন্তকালের জন্য। দুনিয়ার সব মানুষকে যদি একসাথে জান্নাতে ঢোকানো হয় তাহলে ওখানের পরিবেশ নস্ট করে ফেলতে বেশীদিন লাগবে না। একজন আরেকজনের জমি দখল করবে, একজন আরেকজনের হুরকে ধর্ষন করবে, ইত্যাদি। কে কি করবে এটা দেখানোর জন্যই আমাদের দুনিয়ার জীবন। দুনিয়াতে যাদের আকাম করে অভ্যাস আছে তারা জান্নাতে গেলেও আকামই করবে। এজন্যই বাছাই করা , সৎ চরিত্রের, আকাম-কুকাম মুক্ত লোকই জান্নাতে প্রবেশ করবে। যদিও জান্নাতে প্রবেশের প্রথম শর্ত হল ঈমান। আর ঈমানদার লোক অসত চরিত্রের হয় না। জান্নাতের নারী পুরুষ উভয়েই হবে উত্তম চরিত্রের অধিকার।
জান্নাতে আমাদের সুখের জন্য কি কি নেয়ামত রাখা আছে সেটা আমাদের চিন্তারও বাইরে। দু একটা বর্ননা বা উদাহরন পাওয়া যায়। কিন্তু আসলে ব্যাপারগুলো সবই আমাদের চিন্তার বাইরে। জান্নাত বাসীদের মধ্যে ঈমান ও সতকর্মের বিচারে মর্যাদা ও সুবিধার তারতম্য থাকবে। কেউ বেশী মর্যাদা ও ভোগবিলাস পাবে, কেউ কম। এ নিয়ে উচ্চ মর্যাদার লোকের মনে কোন অহংকার থাকবে না। নীম্ন মর্যাদার লোকের মধ্যে কোন দুঃখ থাকবে না। কারন অহঙ্কারমুক্ত লোকেরাই জান্নাতবাসী। আল্লাহ যে অবস্থাতে রেখেছেন , সেই অবস্থায় খুশি থাকা লোকই জান্নাতবাসী। নিজের অনেক আছে, তার পরেও অন্যের সঙ্গে তুলনা করে হিংসা করা লোক জান্নাতে খুজে পাওয়া যাবে না। যেখানে অচেনা লোকের সঙ্গেই মানুষ হিংসা করবে না যেখানে আপনজনের মধ্যে কে বেশী পেল আর কে কম পেল, এই হিসাব কেউ করবে না।
কম বেশী হিসাব করার দরকারও নেই। জান্নাতে যে নেয়ামত আছে , তা আমাদের চিন্তার বাইরে। জান্নাতের সবচেয়ে নীম্ন মর্যাদার লোককে, দশটি দুনিয়ার সমান যায়গা দান করা হবে। কয়েক হাজার দাস থকবে সেবা করার জন্য। তার জন্য বরাদ্ধ থাকবে ৭০ টি হুর। এমন একজন হুর এর গায়ের ওড়নাটি দুনিয়াতে আনা হলে, দুনিয়ার সব সম্পদের বিনিময়েও সেটা কেনা যেত না। সেই সেবাদাসীরই (হুর) যদি এই অবস্থা হয় তাহলে ওই লোকটির নিজের জামা কত মুল্যবান হবে, ওই লোকটির নিজে কত সম্পদশালী হবে – সেট বোঝা সত্যই আমাদের ধারনার বাইরে। দুনিয়ার সমস্ত রাজা মহারাজার সম্পদ একসাথে মেলালেও সেটা ওই লোকটির সম্পদের কোটি ভাগের একভাগই হবে না। আর এই লোকটি হল, জান্নাতের সবচেয়ে নীম্ন মর্যাদার, সবচেয়ে কম সুবিধা পাওয়া লোক !!
এতক্ষন বললাম, জান্নাতে কোন চরিত্রের লোক থাকবে এবং তারা কত সম্পদশালী ও মর্যাদাপুর্ন হবে। এবার বলছি হুর প্রসঙ্গে। আগেই বলেছি, হুর হল সেবাদাসী। হুর কোন মানুষ নয়। জান্নাতবাসী পুরুষের মনোরঞ্জন করার জন্য, নারীর আকারে তাকে তৈরি করা হয়েছে। শুধু যৌন তৃপ্তি নয়, বিভিন্ন মনোরঞ্জন। যেমন গল্প করা, নাচ-গান করা ইত্যাদি। হুরকে আমরা দুনিয়ার (Sex doll) সেক্স ডলের সঙ্গে তুলনা করতে পারি। পুর্নাঙ্গ নারীর আকারে এক ধরনের পুতুল পাওয়া যায় যাতে কৃত্তিম নারী অঙ্গ বানানো আছে। এটা একটা যৌন খেলনা। এর সঙ্গে যৌনকর্ম করে দুধের স্বাধ ঘোলে মেটানো যায়। এই পুতুলগুলি দামের তারতম্য অনুযায়ী বিভিন্ন মানের হয়ে থাকে। কমদামী পুতুল, প্লাস্টিকের হয়। এগুলো বেলুনের মতন বাতাস দিয়ে ফোলানো থাকে। বাতাস বের করে, ভাজ করে রাখা যায়। সম্প্রতি চীনে উচ্চমুল্যের সেক্স ডল উদ্ভাবন করেছে। এগুলো সিলিকন দিয়ে বানানো, হটাত দেখলে বোঝাই যাবে না যে এটা একটা পুতুল। ঠোট নাড়িয়ে দু একটা কথাও বলতে পারে। এটা এতটাই নিখুত করেছে যে এটা ব্যাবহার করাটা হয়ত – গরুর দুধের স্বাধ, পাঊডার দুধে মেটানোর মতন। দুনিয়াতে মানুষের তৈরি করা সেক্স ডল যদি এত নিখুত হয় তাহলে জান্নাতে তো অবশ্যই আরো উন্নত থাকবে। হুর এমনই এক সেবাদাসী। মনোরঞ্জন করাটাই তার কাজ। সেক্স ডলকে কোন নারী হিংসা করে না। জান্নাতে হুরকেও কোন নারী হিংসা করবে না। অমন হুর ৭০ জন কেন, জান্নাতের সব হুর মিলেও একটা জান্নাতের নারীর মর্যাদার সামনে কিছুই না।
এবার দেখা যাক, দুনিয়াতে নারী ও পুরুষের কেমন চাহিদা থাকে। আগেকার দিনে রাজাতন্ত্র চালু ছিল। রাজা ছিল সবচেয়ে শক্তিমান। রাজার কথাই ছিল আইন। কাউকে বিনা কারনে মেরে ফেললেও কারো কাছে কৈফিয়ত দিতে হত না। এমন রাজাদের ইতিহাস সবাই জানি। তাদের থাকত ডজনখানিক বউ, কয়েকশত রক্ষিতা, বাইজী ইত্যাদি। এর পরেও কোন সুন্দরী মেয়ে দেখলে তাকে তুলে এনে ধর্ষন করত। ইতিহাস ঘেটে দেখুন, অনেক সময় এমন হয়েছে যে কোন রাজ্যের রাজ্য ক্ষমতায় একজন নারী থাকে। রানী থাকে রাজার ভুমিকায়। পুরুষের চেয়ে নারী শাষকেরা যুদ্ধ, অত্যাচার, শোষন ইত্যাদি কোনটাই কম করেনি। কিন্তু এমন কি কোন উদাহরন আছে যে ক্ষমতাশীল রানীর এক ডজন স্বামী ছিল, বা তার হারেমে শ-খানেক পুরুষ যৌনকর্মী ছিল । এমন কি কোন উদাহরন আছে যে ওই রানী পথে একটা জোয়ান ছেলে পেয়ে তাকে জোর করে ধরে নিয়ে গেলেন ধর্ষন করার জন্য। না, এমন উদাহরন নেই। কারন এমন করাটা ঐ রানীর জন্য অপমানজনক। ইচ্ছে থাকলেও
তিনি সেটা করতে পারেন না। একজন জান্নাতী নারীর মর্যাদা হবে দুনিয়ার সকল রানীর উপরে। কোন পর পুরুষের সংস্পর্শে যাওয়াটা তার জন্য চরম অপমানজনক। তাছাড়া, এক পুরুষে মন ভরে না, এমন নারী তো জান্নাতে পাওয়া যাবে না।
সবশেষে, আল্লাহ জান্নাতে আমাদের সকল ইচ্ছা পুরন করার প্রতিশ্রুতি দিয়েছেন। যা চাইব, সেটা দিয়েই আল্লাহ আমাদের খুশি করে দিবেন। একজন প্রশ্ন করেছে, আমি তো পান খেতে পছন্দ করি। আমি জান্নাতে পান চাইলে, পাব তো? হ্যা, তিনি পান চাইলে অবশ্যই পাবেন। কিন্তু আসলে তিনি তা কখনোই চাইবেন না। কারন জান্নাতে এত কিছু দেখে ওই ছাই-পাশ খাওয়ার ইচ্ছেই করবে না। নিজের ছেলেবেলার কথাই ভাবুন। এক সময় লাটিম, মার্বেল, ডাঙ্গুলী, ঘুড়ি ওড়ানো ইত্যাদি কেমন প্রিয় কাজ ছিল। আর এখন ওগুলো করতে ইচ্ছেই হয় না। দুনিয়াতে ইচ্ছে হয় এমন অনেক কাজ জান্নাতে ইচ্ছেই করবে না।
জান্নাতে উন্নত চরিত্রের পুরুষ ও নারী থাকবে। এক পুরুষে মন ভরে না এমন নারীর স্থান জান্নাত নয়। জান্নাতের নারীরা এমন মর্যাদা সম্পন্ন হবে যে অন্য পুরুষের সংস্পর্শে আসাটা তার জন্য অপমান জনক। জান্নাতের নারীরা তার স্বামীর সাথে থাকবে। অবিবাহিত হলে তাকে বিয়ে দেওয়া হবে। এর পরেও যদি কোন নারী একাধিক পুরুষ চায় , তাকে অবশ্যই সেটা দেওয়া হবে। কিন্তু, জান্নাতী কোন নারীর, এমন ইচ্ছেই হবে না।
http://www.eliteweb.tk
-
বিষয়: বিবিধ
৪৭৭৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে....।
অনেক অনেক ধন্যবাদ।
আশাকরি এরপর এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন জাগবে না মনে।
ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
একথা কোরআনে কোথায় বলা আছে??
আপনি যা জিজ্ঞাসা করেছেন তা কোরআনের আয়াত নয় তা রসুল (সা) এর মুখনিসৃঃত মধুর বানী তে পাওয়া যায়।
“শহীদের জন্য থাকবে ছয়টি বিশেষ বৈশিষ্ট্য, তাকে প্রথমবারেই ক্ষমা করে দেওয়া হবে, জান্নাতে তার অবস্থান তাকে দেখানো হবে, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে, মহা ভীতিপ্রদ সে অবস্থায় তাকে নিরাপত্তা দেওয়া হবে, তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে, যার একটি ইয়াকুত পাথর দুনিয়া ও তাতে যা আছে তা থেকে উত্তম, এবং তাকে বাহাত্তর জন ডাগর নয়না হূর স্ত্রীর সাথে বিয়ে দেওয়া হবে, আর তার নিকটস্থ সত্তর জন্য ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে।”
[তিরমিযী, (হাদীস নং ১৬৬৩); ইবন মাজাহ, (হাদীস নং ২৭৯৯); আলবানী সহীহ আত-তিরমিযীতে তা সহীহ বলেছেন।]
এবং হাদীসে ৭০ না ৭২ জনের কথা বলা আছে।
৭০ জন থাকবে কথাটা ভুল হবে ৭২ জন, আবার সেই ৭২ জন হবে শুধুমাত্র শহীদ দের জন্য (হাদীসে দেখুন) সাধারন দের জন্য নয়। সবচেয়ে নিম্নমানের সাধারণ একজন জান্নাতের অধিকারী ব্যক্তির জন্য থাকবে ২জন। বেশিও থাকতে পারে (আল্লাহু আলাম)
আপনি এভাবে না বলে যেসব নাস্তিকরা এটা নিয়ে প্রশ্ন করে আপনি উল্টো তাদের কে কোরআনের কোথায় আছে সেটা প্রশ্ন করে তাদেকে বিপদে ফেলতে পারতেন।
কিছু মনে করবেননা, আপনাদের মত কিছু মানুষের জন্য ইসলাম বিদ্ধেষিরা নতুন নতুন প্রশ্ন উত্থাপন করতে সুযোগ পায়।
উল্টাপাল্টা কথা না বলে ইসলামকে শেষ্টত্ব প্রমানের চেষ্টা করুন।
যাক এর পরে আরো শক্তকরে ধরবেন নাস্তিকদেরকে ইনশাআল্লাহ।
ধন্যবাদ উপদেশের জণ্য।
জান্নাতে নারীদের অবস্থা কী হবে, জান্নাতে তাদের জন্য কী অপেক্ষা করছে- এ ব্যাপারে প্রায়শই আমাকে নানা প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ভাবলাম সঠিক প্রমাণ ও আলেমদের অভিমতের আলোকে এমন কয়েকটি পয়েন্ট একত্রিত করে দেই যা থেকে তারা এ বিষয়ে সুস্পষ্ট ধারণায় উপনীত হতে পারবেন। চলুন আল্লাহর ওপর ভরসা করে শুরু করা যাক:
জান্নাতে নারীরা কেমন থাকবে?
এলিট ভাইয়া এই পুতুল বাংলাদেশে কোন দোকানে পাওয়া যায়
মন্তব্য করতে লগইন করুন