কোলকাতা বনাম ঢাকা - দেশপ্রেমিকের কান্ড

লিখেছেন লিখেছেন এলিট ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২০:০০ দুপুর

একবার কোলকাতায় (ভারত) এক মুদির দোকানে কিছু কিনতে গিয়ে দেখি সেদিন মুল্য কিছুটা কম। দোকানীকে প্রশ্ন করলে সে জানাল, এলাকায় ছোট খাটো এক বন্যা হয়েছে। তাই দোকানীরা কিছুদিন কম লাভে জিনিস পত্র বিক্রি করছে। কথাটা শূনে আমার মনে হল সে আমাকে বোকা বানাচ্ছে। আমি কথাটা বিস্বাশ করতে পারি নি। আমি তখন এলাকাটায় ঘুরে ফিরে কিছু খোজ খবর করি। জানতে পারি যে কথাটা সত্য। এলাকার সব দোকানীরা তাদের সাধ্যমত দাম কমিয়েছে। বন্যাটা হয়েছে পাশের এলাকায়। এটা এত ছোট বন্যা ছিল যে আমার নজরেই পড়ে নি। আর তাতেই জনগন কত সচেতন হয়ে উঠেছে।

আমাদের সোনার বাংলায় বন্যার সময় দাম কয়েকগূন বেড়ে যায়। ব্যাবসায়ীরা এত সুন্দর সুযোগ হাতছাড়া করবেন কেন? কিন্তু কোলকাতার দাদারা, যাদেরকে আমরা ছোট মনের মানুষ বলে চিনি, তারা মানুষের কষ্ট কমানোর জন্য কম লাভে ব্যাবসা করে। একেই দেশ প্রেম বলে।

দেশপ্রেম হল দেশের মানুষের প্রতি ভালোবাসা।

আমরা দেশপ্রেম বলতে বুঝি, মুক্তিযুদ্ধ,স্বাধীনতা,রাজাকার এসব নিয়ে মাতামাতি করা। আমরা এত অভাগা জাতী যে, দেশপ্রেম থাকা তো দুরের কথা, দেশপ্রেম কাকে বলে তাই আমরা জানি না।

বিষয়: বিবিধ

১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File