ব্যাপক হতাহতের আশঙ্কা, সেনা তলব সাভারে ৯তলা ভবন ধসে নিহত ১৫
লিখেছেন লিখেছেন আদ্রা ২৪ এপ্রিল, ২০১৩, ১০:৪১:৫৯ সকাল
ঢাকার সাভার বাজার জামতলা বাস স্ট্যান্ডের কাছে নয় তলা ভবন রানা প্লাজা ধসে কমপক্ষে ১৫জন নিহত হওয়ার খবর পোওয়া গেছে।এসময় ভবনটি ধসে আরও দুটি ভবনের উপর পড়ে। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভবনটি ধসে আশপাশের ৪-৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভবনটিতে পাঁচটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক রয়েছে। উদ্ধারকাজে জরুরিভিত্তিতে সেনা বাহিনীকে তলব করা হয়েছে। জামতলা এলাকায় হাজারো মানুষ ভিড় করেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধার করা হয়েছে শতাধিক ব্যাক্তিকে।
জামতলায় অবস্থিত রানা প্লাজা নামের ওই ভবনে গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি। তিনি আরও জানান, বহু মানুষ ভবনের ভেতরে আটকা পড়েছেন।
ভবনের নিচের দুই তলা মার্কেট হলেও বাকি তলাগুলোতে পোশাক কারখানা রয়েছে বলে স্থানীয়রা জানান।
সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার সকালে নয়তলা ভবনটির পেছনের অংশ হঠাৎ ধসে পড়তে শুরু করে। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, মঙ্গলবার ফাটল দেখা দেয়ার পরপরই ওই ভবনে থাকা চারটি গার্মেন্ট কারখানা ও ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছিল। তবে বুধবার সকালে শ্রমিকরা আবারও কারখানায় গিয়েছিলেন বলে তারা জানতে পেরেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। আহত অবস্থায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেছে।
উৎসঃ Banglamail
Share on facebook Share on email Share on print
ঢাকার সাভার বাজার জামতলা বাস স্ট্যান্ডের কাছে নয় তলা ভবন রানা প্লাজা ধসে কমপক্ষে ১৫জন নিহত হওয়ার খবর পোওয়া গেছে।এসময় ভবনটি ধসে আরও দুটি ভবনের উপর পড়ে। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভবনটি ধসে আশপাশের ৪-৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভবনটিতে পাঁচটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক রয়েছে। উদ্ধারকাজে জরুরিভিত্তিতে সেনা বাহিনীকে তলব করা হয়েছে। জামতলা এলাকায় হাজারো মানুষ ভিড় করেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধার করা হয়েছে শতাধিক ব্যাক্তিকে।
জামতলায় অবস্থিত রানা প্লাজা নামের ওই ভবনে গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি। তিনি আরও জানান, বহু মানুষ ভবনের ভেতরে আটকা পড়েছেন।
ভবনের নিচের দুই তলা মার্কেট হলেও বাকি তলাগুলোতে পোশাক কারখানা রয়েছে বলে স্থানীয়রা জানান।
সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার সকালে নয়তলা ভবনটির পেছনের অংশ হঠাৎ ধসে পড়তে শুরু করে। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, মঙ্গলবার ফাটল দেখা দেয়ার পরপরই ওই ভবনে থাকা চারটি গার্মেন্ট কারখানা ও ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছিল। তবে বুধবার সকালে শ্রমিকরা আবারও কারখানায় গিয়েছিলেন বলে তারা জানতে পেরেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। আহত অবস্থায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেছে।
উৎসঃ Banglamail
Share on facebook Share on email Share on print
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন