পরিস্থিতি উদ্বেগজনক ঃ সরকারের সামনে তিনটি পথ খোলা

লিখেছেন লিখেছেন আবরার ১০ মার্চ, ২০১৩, ০৩:১৬:২৮ দুপুর



বিভ্রান্তির রাজনীতির চোরাবালিতে সরকার নিজে আটকে গেছেন । দেশ ও দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন । গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে ২ ভাগে বিভক্ত করে ফেলেছেন । সরকার তার বিরোধী পক্ষকে '' মুক্তিযুদ্ধের চেতনা '' বিরোধী হিসাবে চিহ্নিত করেছেন । আর সরকার বিরোধী পক্ষ সরকার এবং তার বাম পক্ষকে '' ইসলাম বিদ্বেষী -ধর্মবিরোধি '' হিসাবে চিহ্নিত করেছে । এই বিভক্তির রাজনীতির গ্যারাকলে বন্দি গোটা দেশ । সকল পর্যায়ের মানুষ চরমভাবে আতঙ্কিত এবং হতাশায় নিমিজ্জিত ।

দেখুন দেশের খ্যাতিমান এবং গুরুত্বপুর্ণ কয়েকটি পত্রিকার রিপোর্ট ,প্রতিবেদন , সম্পাদকীয় কলাম ।

*** দৈনিক ইত্তেফাক **

পরিস্থিতি দুর্ভাগ্যজনক

http://www.nowbd.com/ittefaq/2013/03/06/9349.htm

****দৈনিক মানবজমিন *****

হঠাত করে দৃশ্যপট বদলে গেল

http://www.mzamin.com/details.php?nid=NDQ2MTQ=&ty=MA==&s=MzY=&c=MQ==

বাংলাদেশে বাস্তবেই মানবাধিকার লংঘিত হচ্ছে ঃ রুশনারা

http://www.nowbd.com/manabzamin/2013/03/06/8699.htm

ঘুম ভেংগেছে মিডিয়ার

http://www.mzamin.com/details.php?nid=NDUyMDM=&ty=MA==&s=MzY=&c=MQ==

শাহাবাগে প্রনবের সমর্থন

http://www.mzamin.com/details.php?nid=NDUxOTY=&ty=MA==&s=MzY=&c=MQ==

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট

http://www.nowbd.com/manabzamin/2013/03/03/8444.htm

পুলিশের নির্বিচারে গুলি

http://www.mzamin.com/details.php?nid=NDU0NDM=&ty=MA==&s=MTg=&c=MQ==

নির্বিচারে হত্যা গভীর ষড়যন্ত্র

http://www.mzamin.com/details.php?nid=NDQ3NDY=&ty=MA==&s=MzY=&c=MQ==

বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার সমস্যা

http://www.mzamin.com/details.php?nid=NDU4NTE=&ty=MA==&s=MTg=&c=MQ==

সরকারের অন্ধ সহযোগী যুগান্তর , প্রথম আলো , সমকাল , ভোরের কাগজ , জনকণ্ঠ , আমাদের সময় , বাংলাদেশ প্রতিদিন ,কালের কণ্ঠ দেখুন -------------

***** প্রথম আলো *****

মহাসংকটে মহাজোট

http://www.prothom-alo.com/detail/date/2013-03-09/news/335019

গণহত্যা বন্ধ না হলে পরিনাম ভয়াবহ হবে

http://www.prothom-alo.com/detail/date/2013-03-02/news/333152

এর শেষ কোথায় ?

http://www.prothom-alo.com/detail/date/2013-03-09/news/334999

পরিস্থিতি থমথমে-----

http://www.prothom-alo.com/detail/date/2013-03-02/news/333148

****** ইনকিলাব ******

বাইতুল মোকাররামে রণসজ্জায় র‍্যাব পুলিশ

http://www.dailyinqilab.com/details_news.php?id=94609&&%20page_id=%205

এই নির্বিচার গুলি এবং খুন চলতে পারে না

http://www.dailyinqilab.com/details_news.php?id=94567&&%20page_id=%2010

এই মুহুর্তে জাতীয় ঐক্য এবং সংহতির কোন বিকল্প নেই

http://www.dailyinqilab.com/details_news.php?id=94569&&%20page_id=%2010

***** যুগান্তর *****

আন্তহীন সঘাত সংঘর্ষ

http://www.nowbd.com/jugantor/2013/03/08/13472.htm

***** বাংলাদেশ প্রতিদিন *****

শাহাবাগ আন্দোলন এবং কিছু প্রশ্ন

http://www.nowbd.com/bdpratidin/2013/03/09/10602.htm

বিশ্বজোড়ে উদ্বেগ উতকণ্ঠা

http://www.nowbd.com/bdpratidin/2013/03/10/10741.htm

****** দৈনিক সমকাল *****

সংলাপেই সমাধান

http://www.nowbd.com/samakal/2013/03/09/16530.htm

**** ভোরের কাগজ *****

নিরাপত্তার অভাব ---

http://www.nowbd.com/bhorerkagoj/2013/03/09/12310.htm

এই বার দেখুন '' আমার দেশের মাত্র একটি রিপোর্ট ---৭ দিনে মৃত্যুর হিসাব

http://www.amardeshonline.com/pages/details/2013/03/09/191190#.UTsuAje86tt

বিভক্ত জাতি সঙ্কটে দেশ

http://www.amardeshonline.com/pages/details/2013/03/10/191301#.UTt47De86ts

এত সব তাজা ভয়ানক পরিস্থিতি আড়াল করে রাষ্ট্র কি বলেছে এবং কি করেছে তা দেশের মানুষ জানতে চায় । যেখানে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ক হতে প্রেস কনফারেন্স করা দরকার ছিল সেখানে মিথ্যুক মন্ত্রী বলেন কি ?

দায়িত্বজ্ঞানহীন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে ডাহা মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানাতে চান । তার অনুগত মিডিয়া বলে কি আর তিনি বলেন কি ? বিবেকবোধ মানবিক সত্বা যদি তার থাকত তাইলে তিনি বহু আগেই পদত্যাগ করতেন । তার বক্তব্যের পর দেশের ৪০ জেলা প্রশাসক নিরাপত্তা চেয়ে সরকারকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন । কেউ কেউ সেনাবাহীনি মোতায়েনের অনুরোধ করেছেন ।

জ্বলন্ত আগ্নেয়গিরির অগ্ন্যূৎপাত হতে নিজেরা বাচুন এবং দেশকে বাঁচান । দেশের বিজ্ঞ কলামিষ্ট , রাজনীতিবীদ, বিশ্লেষক , ভাষ্যকার , মিডিয়া এই মহুর্তে সরকারকে ৩ টি পথের একটি পথে হাটার কথা বলছেন ।

১] একমাত্র সর্বোত্তম পন্থা---- ফলপ্রসু সংলাপ । পারস্পরিক আস্থার জায়গা মেরামত ছাড়া সংকট নিরসন সম্ভব নয় । সংসদে প্রতিনিধিত্বশীল দল বা বড় ২ দলের ভিতর সুস্পষ্ট এজেন্ডার আলোকে আলোচনা হতে হবে । বিশেষ করে ৩ টি বিষয় একমত হতে হবে ।

ক] তত্তাবোধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ।

খ] যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া স্বচ্ছ, ,আন্তর্জাতিক মান রক্ষাকরে গ্রহনযোগ্য বিচারের ব্যবস্থা করা ।

গ] লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে দেয়া পুলিশের মামলা প্রত্যাহার জরুরী ।

আলোচনার পরিবেশ তৈরি করে উদ্যোগ গ্রহনের দায়িত্ব সরকারের । সরকারের আন্তরিকতা থাকলে তা সম্ভব । প্রধানমন্ত্রীর পাড়া মহল্লায় বিরোধী পক্ষ প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ পরিস্থিকে আরো ভয়ানক করেছে । শুনা যাচ্ছে বিরোধী পক্ষ পালটা প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিচ্ছে । সকল ডিসি , এসপি , ওসি , অতিউতসাহী পুলিশ কর্মকর্তাদের তালিকা , তাদের ছবি , তাদের গ্রামের ঠিকানা , তাদের রাজনৈতিক গ্রাউন্ড এবং ছাত্রলীগ - যুবলীগের সন্ত্রাসীদের তালিকা তৈরী করার কথা শুনা যাচ্ছে । আওয়ামী এলাকায় যখন জামায়াত- বিএনপি নির্মুল শুরু হবে তখন তারাও পালটা ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে । তাতে গৃহযুদ্ধের আশংকা বাস্তবতায় রুপ নিবে । দেশ হবে আর এক জ্বলন্ত সিরিয়া । সরকার কি দেশটাকে সেদিকেই ঠেলে দিতে চান ? এই জাতীয় পদক্ষেপ মোটেই কাম্য নয় । কারো জন্যে কল্যানকর নয় ।

২]জরুরী অবস্থা ঘোষনা করে দেশপ্রেমিক সেনাবাহীনির হাতে দায়িত্ব অর্পন ।

আলোচনার ভিত্তিতে পথ খুজার মধ্যে কোন অসম্মান নেই । আছে বিজয় । আছে শান্তি । আর আলোচনায় আত্মসম্মান বোধের হানি মনে করলে এই ২য় পথে যেতে পারেন যদি সেনাবাহীনি দ্বিমত পোষন না করে । তাতে দেশের জান-মালের সাময়িক নিরাপত্তা নিশ্চিত হতে পারে । পরিস্থিতি শান্ত হতে পারে । তবে রাজনৈতিক দলের মত সেনাবাহীনি নিয়ে রাজনৈতিক গেম খেলা হতে বিরত থাকা জরুরী ।

৩] গৃহযুদ্ধের অনাকাংখিত ৩য় রাস্তা । সরকার এই রাস্তায় অনেক দুর এগিয়ে এসেছে । ইতিমধ্যে এই রাস্তার ১ম দাফের ঝাঁজ সম্ভবত টের পেয়েছেন । দেশটা এখন ১৯৭১ সালের পর্যায় নেই । বাঙ্গালী - পাকিস্তানী বিভেদ তৈরীর সুযোগ নেই । আমরা সবাই বাংলাদেশী । একই ভাষায় কথা বলি । একই ঘরে আওয়ামী লীগ , বিএনপি , জামায়াত একই টেবিলে ভাত খাই । স্ত্রী জামায়াত আর স্বামী আওয়ামী লীগ । ২ পক্ষের ফাইট কোথায় গিয়ে গড়াবে কল্পনা করে দেখেছেন ? বড়ই ভয়াবহ এই পথ । আরো কঠোর আরো গুলি --- নির্বিচারে হত্যা ---গণহত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকা এবং পুনরায় ক্ষমতায় যেভাবেই হোক যেতেই হবে । এই একগুয়ামী ফ্যাসীবাদী চিন্তা দেশকে ধ্বংসের দিকে নিক্ষেপ করবে ।

সরকার ভাবছেন রাজাকার পুত্র ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিন দিয়ে মাজার -বাজার শরীফ ভান্ডারী মার্কা একটা '' ইসলামী ফ্রন্ট '' করে আগামী নির্বাচন নাটকের আয়োজন করে সফল হবেন । সাথে এরশাদ কাকু তো আছেনই । এরশাদ সাহেব এখন যা বলছেন তা ১০০ ভাগ ভন্ডামী হিসাবে গণ্য হচ্ছে । তার ভাল কথাও কেউ আমলে নিচ্ছে না । কেউ তার প্রতি আস্থা রাখতে পারছে না । যে নির্বাচনে ১৮ দল থাকবে না তা আগ্রহন যোগ্য । বড় কোন দলকে বাদ দিয়ে নির্বাচন করলে তা প্রহসন হিসাবে চিহ্নিত হবে । চরম নৈরাজ্যময় পরিস্থিতি ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে । তা আরো মারত্মক আকার ধারন করবে ।

সরকারের আন্তরিকতার উপর সব কিছু নির্ভর করছে । সরকার কোন পথে যাবেন তার উপর দেশের কল্যান-অকল্যান নির্ধারিত । আমরা আশা করব সরকার ইতিহাস হতে শিক্ষা নিবেন । দেয়ালের লিখা পড়বেন । মানুষের ঠোঁটের ভাষা বুঝার চেষ্টা করবেন । দেশের গুনীজনের দুরদর্শী পোড় খাওয়া প্রবীন রাজনীতিবীদদের পরামর্শ শুনবেন ।

বিষয়: বিবিধ

১৬৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File