প্রথম আলোর জরিপ এবং জামায়াতের বাস্তব আবস্থান
লিখেছেন লিখেছেন আবরার ১২ অক্টোবর, ২০১৩, ০২:৪৩:২২ দুপুর
প্রথম আলো জরিপ করে বলেছে ,
১] দেশের ৭০ ভাগ মানুষ জামায়াত নিষিদ্ধ হোক চায় না ।
২] দেশের ৫৯ ভাগ মানুষ যুদ্ধাপরাধ বিচার যথযথ ভাবে হচ্ছে না বলে মনে করে ।
৩] জামায়াতের জনপ্রিয়তা 3 . 2 থেকে কমে 2 . 9 এ নেমে এসেছে ।
একটু গভীর ভাবে চেয়ে দেখুন । জরিপ পুরাপুরি সাংঘর্ষিক । একটি দলের কর্মকান্ড খারাপ হলে দেশের অধিক সংখ্যক মানুষ তা নিষিদ্ধ করার দাবী করবে । অথচ ৭০ ভাগ মানুষ তা চায়না । সে দলটির জনপ্রিয়তা কমে কিভাবে ? জামায়াত সহ সকল দেশীয় -আন্তর্জাতিক সংস্থাগুলো প্রথম হতে যুদ্ধাপরাধ বিচার সঠিকভাবে হচ্ছে না বলে দাবী করে আসছে । প্রথম আলোর জরিপে দেখা যাচ্ছে দেশের অধিক সংখ্যক মানুষও একই কথা বলেছে ।
***** জামায়াতের জনপ্রিয়তা কি আসলে কমেছে ?*****
দেখুন -----
*** ২০০১ সালের সংসদ নির্বাচনে জামায়াত ভোট পেয়েছিল , ২৩ লাখ ৮৫ হাজার ৩৬১ ভোট ।
*** ২০০৮ সালের নির্বাচনে জামায়াত ভোট পায় , ৩২ লাখ ৮৮ হাজার ৭৮২ ভোট । নির্বাচন করে ৩৮ আসনে । প্রতি আসনে গড়ে ভোট পেয়েছে , ৮৬ হাজার ৫৪৬ ভোট ।
***** জামায়াত মাত্র ৩৮ আসনে নির্বাচন করেছে । সারা দেশের বাকী আসনে গড়ে কি ১০ হাজার ভোট জামায়াতের নেই ? এই পরিমান ভোট যোগ করলে ৩২ লাখ + ২৬ লাখ [ ২৬০ আসন ] = ৫৮ লাখ ভোট ।
**** ২০০১ সাল হতে ২০০৮ সালে বৃদ্ধি পেলো ৯ লক্ষাধিক ভোটার । আর ২০০৮ হতে ২০১৩ সালে জামায়াতের ভোটার পালিয়ে ইন্ডিয়া গেল না আওয়ামী লীগে ঢুকল না বিএনপিতে প্রবেশ করল তা কিন্তু প্রথম আলো বলেনি । বিগত নির্বাচনে ২১ টি দলের মোট ৯৩২ জন প্রার্থী জামানত হারান । তার ভিতর বি চৌধুরী , ৪ আওয়ামী প্রাথী , জাতীয় পার্টির ১২ জন এবং জামায়াতের ছিল ১ জন প্রার্থী । তিনি ভোট পেয়েছিলেন ৩২ হাজার ৫২৭ টি ।
বিগত ৫ বছরে জামায়াতের জনশক্তি কমেছে শুধু , বৃদ্ধ হয়নি ? তারা বিয়ে-শাদী করেনি , তাদের বাচ্ছা-কাচ্ছা হয়না , যাদের বয়স ১৮ এর নীচে ছিল তাদের বয়স বাড়েনি , সকল এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে , জামায়াতের কাছে যত আওয়ামী কণ্যা বধু হিসাবে ছিল তারা চলে গেছে , পুলিশের গুলিতে মরেছে
---এইভাবে জামায়াত শুধু কমেছে !!
জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে না কমেছে তা বুঝার জন্যে মাত্র ১২ ঘন্টার নোটীশে মাত্র ২ ঘন্টার জন্যে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে ছেড়ে দিন , ঢাকায় কোন ময়দান জনতার ঢল ধারন করতে পারবে না ।
নির্দলীয় সরকার গঠন করে সেনাবাহিনীর দায়িত্বে একটি ফেয়ার নির্বাচন দিন , জামায়াত পুর্বের চেয়ে আরো ২০ লাখ ভোট বেশী পাবে ইনশাআল্লাহ ।
মুলত জামায়াত ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নে মুল বাঁধা । জামায়াতই আওয়ামী-বামদের আসল সংকট । তাই এত আক্রমন । দৃশ্যপট হতে জামায়াতের যোগ্য- বলিষ্ঠ শীর্ষ নেতৃত্ব খতম করে ইসলামের বিজয় ঠেকাবার চক্রান্ত । মাকড়সার জাল ফেলে বাঘ-সিংহ শিকার করতে চায় যত বেকুবের দল । তাদের অপচেষ্ট -শেষ কামড় ২৫ অক্টবর । তারা দেখেও বুঝেনি এই কাফেলা থামার জন্যে পয়দা হয়নি । এই সত্যের কাফেলা স্তব্ধ হবে না । এর গতি প্রচন্ডভাবে জুলুমের পাহাড় মারিয়ে যাবে ইনশাআল্লাহ ।
বিষয়: বিবিধ
১৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন