জামায়াত-শিবিরের কবর বাংলার মাটিতেই হবে কিন্তু সোনার চান পিতলা ঘুঘু গুলো যাবে কোথায় ?

লিখেছেন লিখেছেন আবরার ০২ অক্টোবর, ২০১৩, ০৭:০৪:১৯ সন্ধ্যা



শাহাবাগ , ঘাদানি , আওয়ামী ট্রাইব্যুনাল , আইনমন্ত্রনালয়ের '' সোনার চান পিতলা ঘুঘু '' গুলো কোথায় যাবেন ? পাশের পরশী দাদাবাড়ী থাকবেন ? গ্রান্টি কার্ড যোগার করেছেন ? কার মৃত্যু কখন জানেন ? আজরাইল কোন দরজা দিয়ে ঢুকবে তার খবর রাখেন ? আজরাইল ঠেকাতে পারবেন ? খুশিতে বগাল দাবাচ্ছেন । মিষ্টি খাচ্ছেন । সালাহ উদ্দিন কাদের চৌধুরীকে হত্যার হুকুম জারী করেছেন । হত্যার পর ৭০ বছর জেল তার লাশ কোথায় রেখে দিবেন ? কবরে না হিমাগারে ? আইন মন্ত্রালয় বিচারের আগেই হত্যার হুকুম রেডি করে দিল । আর কতিপয় আওয়ামী পাঠক তোতা পাখির মত পাঠ করে শুনাল । আগুন নিয়ে খেলা করা ভাল না । এই খেলা বড় ভয়ানক । যখন দাউ দাউ করে জ্বলে উঠবে তখন সামলাতে পারবেন না । ডান্ডাতন্ত্র -পুলিশতন্ত্র -মাস্তানতন্ত্রকে এই আগুন ধাওয়া করবে । ঠেকাতে পারবেন না ।

বার বার জামায়াত -শিবিরকে বাংলার মাটিতে কবর দেয়ার হুমকি ধমকি দেন । তাদের জম্ম বাংলার মাটিতেই । তাদের কবর এখানেই হবে । দিল্লীত-কেলকাটায় তাদের জায়গা-জমি কবরস্থান নেই । সেখানে তাদের জীবনের গ্যারান্টিও নেই । আস্রয়দাতা দাদাবাবু নেই । তাদের জীবন-মরন বাংলার মাটিতেই হবে । কিন্তু সোনার চান পিতলা ঘুঘুদের খবর কি ? ঐপারে আপনাদের মাটির ব্যবস্থা আছে তো ?

বিষয়: বিবিধ

১৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File