নির্বাচন হবে না ! কঠিন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আছে কি ?

লিখেছেন লিখেছেন আবরার ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:০২:৪২ বিকাল



পত্র -পত্রিকার ভাষ্য , টক শো , সরকারের মারমোখী অবস্থান বলে দিচ্ছে নির্বাচন সহসা হচ্ছে না । প্রধানমন্ত্রীর কোন আগ্রহ নেই । যে নির্বাচনে পরাজয় নিশ্চিত সে নির্বাচন শেখ হাসিনা করবেন না । তাই দরকার হৈ হাঙ্গামা , নোইরাজ্যকর পরিস্থিতি । গার্মেণ্টস সেকটর দিয়ে তাই শুরু করা হল । পলিটেকনিক আন্দোলন , মুন্নীসাহা নাটক ,২০-২৪ অক্টবরে কাদের মোল্লাহকে হত্যা , চলতি সপ্তায় সালাউদ্দিন চৌধুরীর রায় । এগুলো পরিকল্পিত '' র '' এর এজেন্ডা । দেশকে চরম অরাজকতার ভিতর ঠেলে দেয়া হচ্ছে । জরুরী অবস্থা জারীর পটভুমি তৈরী করা হচ্ছে । জরুরী অবস্থা জারি করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা ব্যর্থ হলে সম্ভবত সেনাবাহিনীর হাতে দায়িত্ব দিয়ে '' নিরাপদ একজিট '' এবং '' নির্বাচন নাটক '' করে পুর্বের মত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন শেখ হাসিনা । সে প্রস্তুতি চলেছে বলেই প্রবল ধারনা বিজ্ঞজনের ।

এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় বিএনপি-জামায়াত কতটুকু প্রস্তুত ? সময়াপযোগী সিদ্ধান্ত এবং দৃঢ় পদক্ষেপ নিতে বিরোধী পক্ষ ভুল বা দেরী করলে চরম মাসুল দিতে হবে । গোটা দেশ রাজপথের আন্দোলনের অপেক্ষায় প্রস্তুত -উম্মুখ হয়ে আছে । খুলনার ঐতিহাসিক জনসভা তাই প্রমান করেছে ।

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File