'' প্রার্থী পছন্দ না হলেও নৌকায় ভোট দিন '' '' নৌকায় ভোট দিলে মানুষ কিছু পায় " !!! মানুষ এখন ১০ টাকা সের চাল খায় !!!!
লিখেছেন লিখেছেন আবরার ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৫৯:১৭ রাত
প্রধানমন্ত্রী স্বপ্ন দেখায় ,
ছেড়া পাল ভাঙ্গা নৌকায় ,
একা শেখ হাসিনা ঘোমটা মাথায় ,
হায়রে নৌকা কোন ঘাটে ভিড়ায় ,
দিক নিশানা কুল কিনারা ঠিক না পায় ।
নৌকায় ভোট দিলে মানুষ কিছু পায় ,
প্রার্থী নাপছন্দ তবুও বান্দা ভোট চায় ,
লজ্জায় এবার শয়তান পালায় ,
মানুষ এখন ১০ টাকায় চাল খায় !
হাত পাতলেই ইয়াবা পায় ,
বিনা মুল্যে কৃষক সার পায় ,
দেশের মান-সম্মান কাঁটা তারে ঝুলে যায় ,
দাদাদের ড্রোন এবার সীমান্ত পাহারায় ।
নৌকায় ভোট দিলে মানুষ কিছু পায় ,
পাটের বাজার ভারতের দখলে যায় ,
সাংস্কৃতিক আগ্রাসনে দেশ ডুবে যায় ,
বিনা পয়সায় শাহাবাগে নাচ দেখা যায় ।
পথে ঘাটে ডোবা নালায় মানুষ লাশ পায় ,
লাশে লাশে মিছিল করে ঘরে ঘরে চাকুরী খায় ,
চারিদিকে হাহাকার দুয়াকার দেখা যায় ,
নিরাশায় ভোগে পাবলিক '' তথ্য'' যন্ত্রনায় ।
ব্যাংকগুলো হরিলুট হয়ে যায় ,
সরকার শুধু দেনার পাহাড় বানায় ,
ক্ষমতার মসনদ রক্ষায় ,
গুম-খুন করে মানুষ কমায় ।
নৌকায় ভোট দিলে কিছু পায় ,
শাপলা চত্ত্বরে লাশ হয়ে বাড়ী যায় ,
নায়িকা-গায়িকাও সংসদে দেখতে পায় ,
নেতাদের নোংরা ভাষার গালি খায় ।
পর্দানশীল নারীগন অকারনে জেলে যায় ,
সন্ত্রাসীরা -খুনিরা রাষ্ট্রপতির ক্ষমা পায় ,
সত্য প্রকাশে রিমান্ডে ভাল মানুষ মার খায় ,
আল্লাহ-রসুলকে গালি দিয়ে মুক্তি পায় ।
নৌকায় ভোট দিলে কিছু পায় ,
রং হেডেড উপাধির নেতা পায় ,
মানী-গুনী চুবানী খায় ,
বেকুবগুলি সম্মানী পায় ।
নোকায় ভোট দিলে
কিছু পায় কিছু খায় কিছু ফালায় বাকীটুকু পদ্মায় ডুবায় ,
মাঝ দরিয়ায় পাল ছিড়া বৈঠাহীন নৌকায় ঘুমায় ,
ঝড় তুফানে ডুবছে তরী , এখন কি উপায় , হায় ! হায় ! এখন কি উপায় !
আম-ছালা সব যায় ,
নিজ ক্যাডারদের কিল-গুতায় ,
নৌকায় ভোট দিলে পাবলিক কি পায় ?
দিন বদলের সনদ পায় ।
মাটি -খুঁটি ঘটি-বাটি চেটে পুটে সব খায় ,
নেত্রী ভাইরে ক্ষমতার দাফট দেখায় ,
মালেকুল মউত যখন দরজায় দাঁড়ায় ,
দেখবে জগত থামায় কোন বাবায় ।
বিষয়: বিবিধ
২১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন