নেতাদের সাথে জামায়াতকেও ফাঁসি দিতে চায়
লিখেছেন লিখেছেন আবরার ১৩ আগস্ট, ২০১৩, ০৩:১৫:৫১ দুপুর
আওয়ামী সরকারের মাথা পুরাপুরি আউলা-ঝাউলা হয়ে গেছে । দিশাহারা বলতে পারেন । ঘরে আগুন লাগলে মানুষের যে দশা হয় । নিয়ম ভাঙ্গার ঝড় বইছে । বিচার বহির্ভুত হত্যা-গুম এবং বিচার বহির্ভুত রিমান্ড নির্যাতন মর্জিমোতাবেক চলেছে । কেউ প্রতিবাদ -প্রকাশ করতে পারবেন না । '' সদা সর্বদা মিথ্যা বলিবে , কদাচ সত্য বলিবে না '' ------পুর্বেকার নীতিবাক্যটি প্রোগ্রেস হতে হতে এখন এই পর্যায় দাড়িয়েছে । সরকারের অপকর্ম গোপন রাখবেন । শুধু সফলতা গুলো বিলবোর্ড হতে সরাসরি প্রচার করবেন । বিরোধীদের অপপ্রচারে কান দিবেন না । তারা সরকারের সফলতা দেখে না । সরকার এমনটাই চায় ।
তাদের চোখের সামনে এখন ঝোনাকি পোকাও নেই । আছে ঝিঁঝিঁ পোকা আর মরিচ পোড়া ঝাঁঝ । ইনু নামক হনুমানের লেজে কে যেন অগ্নি কুন্ডুলী পাকিয়ে দিলো । এখন সে অস্থির । বানর-হনুমান পর্যন্ত লজ্জা পাবে তার লম্প -জম্প দেখলে । তার মিথ্যা বলার স্ট্যাইল গোয়েবলেসকেও হার মানিয়েছে ।দেশটাকে তারা বাপের তাল্লুক-মগের মুল্লুক মনে করেছে । যা ইচ্ছা তাই চলেছে । চোর -ডাকাত -খুনি -দুর্নীতিবাজ-টেন্ডারবাজ-সন্ত্রাসী প্রকাশ্যে নাকের ডগায় ঘুরে বেড়ায় তাদের লোম ছিড়তে পারেন না । অথচ একজন ভদ্র লোক আইনবিদ মানবাধিকার নেতাকে কমান্ডো স্ট্যাইলে তুলে নিয়ে ৫দিন ব্যাপী নির্যাতন হুকুম পাইল গুন্ডা পুলিশ । অবশ্য হাইকোর্ট একদিন পর তা বাতিল করেছে । সে অপরাধী হলে তার বিরুদ্ধে মামলা দিন । কোর্ট আইনের ধারা মোতাবেক ব্যবস্থা নিতে নির্দেশ দিবে । না ।সরকার গায়ের ঝোড়ে সব থামিয়ে দিতে চায় ।মানবাধিকারকেই রিমান্ডে নেয় । নাগরিক অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে সরকার নিজেই নাগরিক অধিকার হরন করেছে । এ কেমন সরকার ? কেমন দেশ ?
তাদের মিশন জামায়াত নেতাদের হত্যা করেই থামছে না । একদম '' জামায়াত '' কেই ফাঁসি দিতে হবে । জামায়াতের ফাঁসি চেয়ে অপীল বিভাগে আবেদন করেছে আওয়ামি সরকার । নাস্তিক প্রেমিক শোলাকিয়া ঈমাম দিয়ে জামায়াতের '' জানাযা '' দিয়ে আজিম পুরে দাফন দিতে ব্যস্ত হয়ে পরেছে । তথাকথিত আওয়ামী বিচারকগন সেই এজেন্ডা বাস্তবায়নের যেন শপথ নিয়েছেন ।
একখান কথা শুনুন ------এর আগে যারাই জামায়াতের দাফান-কাফানের ব্যবস্থা করেছিলেন তারা কিন্তু জামায়াত কবরে যাওয়ার আগে নিজেরা কবরে চলে গেছেন । জামায়াত কাফানের কাপড় সহ রাজপথে আছে এবং ইনশাআল্লাহ আগের চেয়ে আরো বেশী ঈমানী শক্তি নিয়েই থাকবে । খামাকা জামায়াতের পিছনে জ্ঞান-বুদ্ধি -শক্তি খরচ করবেন না । মাটির হাড়ি পিটালে ভেঙ্গে যায় , সিল্ভার তৈরী পাতিল পিটালে থেথলিয়ে যায় , লৌহঅনির্মিত পাত্র পিটালে ভ্যাবা-চেবা হয় কিন্তু সীসা ঢালা প্রাচীরে আঘাত করে দেখেছেন ? হাতুড়ি ভাঙ্গবে কিন্তু '' সীসা ঢালা প্রচীর ভাঙ্গবে না । জামায়াত হল একটি সীসা ঢালা প্রাচীর যা শত শত শহীদের রক্তমাখা ঈমানে সিক্ত হাজারো ত্যাগের মহিমায় গড়া এক সংগ্রামী কাফেলা । যার শুরু আছে কিন্তু শেষ নেই । যোগ্য উত্তারিধিকারী তৈরী হয়ে আছে । এখানে রাজতন্ত্র-পরিবারতন্ত্র নেই । সিলেকটেড নেতা - কমিটি নেই । যোগ্যতার ভিত্তিতে সর্বাধিক গ্রহন যোগ্য ব্যক্তি ভোটে নির্বাচিত হন । তাই কোন পর্যায়ের নেতৃত্বের প্রতি জনশক্তির অনাস্থা নেই ।
আল্লাহর দল -আল্লাহর পথের শেষ কোথায় ? এই দলের লাষ্ট মঞ্জিল কোথায় তা সকলে অবগত । সব বদলায় কিন্তু আল্লাহর কথা -নীতি বদলায় না ।''মন ভেঙ্গো না , চিন্তা করিও না , তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও '' । আল-ইমরান-১৩৯ ।
বিষয়: বিবিধ
১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন