একটি কালো কাপড়ে ''বিএনপির '' চোখ বেঁধে দিন
লিখেছেন লিখেছেন আবরার ১০ আগস্ট, ২০১৩, ০৮:৫১:০৮ রাত
৫ সিটিতে বিজয়ী হয়ে বিএনপি খুশিতে গদ গদ । ইসলাম পন্থীরা তো নৌকায় ভোট দিবে না । এই ভোট রিজার্ভ । বিনা শ্রমে প্রাপ্তি । তাদের পিছে অর্থ খরচ করতে হয় না । ভিক্ষা লাগবে না , কুত্তা থামাও - আওয়ামী লীগ ঠেকাও --এমন চিন্তার বিপুল ভোট থাকছে । এক জালেম হতে বাচতে প্রয়োজনে আর এক জালেম চাই -এমন ভোটারও মিলেছে । পদ্মা নদীতেই নৌকার সলিল সমাধি হয়েছে । তাই তিনিরা টেনশন মুক্ত । ক্ষমতাটা এখন সময়ের ব্যাপার । এই মাত্র ৩/৪ মাস বাকী । হাসিনা ম্যাডাম চলে যাবেন । খালেদা ম্যাডাম চলে আসবেন । বিষয়টি কি ছেলের হাতের মোয়া ? জ্বি না । নৌকা ডুবেছে কিন্তু লগি-বৈঠা তাদের হাতে রয়ে গেছে ।
বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ ঠিকই চিনেছেন । তাই বলেছেন '' সাপকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না '' । ম্যাডাম তার দলের বাঘ-সিংহ , ডঃ , ব্যারিষ্টার , থিংকারদের চিনাতে পারেন নি আওয়ামী লীগ '' কেইসা চিজ হায় '' । জনসমর্থন আওয়ামী লীগের দরকার নেই । খালি ভারতের সমর্থন থাকলেই চলবে । গৃহপালিত পশুতো আছেই । জামায়াতকে যদি '' ঝুলন্ত মুলা '' খাওয়ানো যায় তাইলে তো কোন কথাই নেই । বিএনপির থোতা মুখ একদম ভোতা । জয়ের তথ্য খাড়া । রাজনীতির মাঠে বিএনপিকে '' একা '' করার প্যাকেজ ডীল শেখ হাসিনার ব্যাগে -মাথায় জট বেধেছে । বিএনপি নেতারা তা না বুঝার কথা নয় ।
জামায়াতের পক্ষ হতে শুধুমাত্র গ্রীন সিগন্যাল যে- আমরা আছি দলের অধীনে নির্বাচনে আথবা তত্ত্বাবোধায়ক দিন আমরা আলাদা নির্বাচন করব '' । এমন আশ্বাস পাওয়ার সাথে সাথে সব উলট পালট হয়ে যাবে । জামায়াতের '' সাত খুন '' মাফ !!!!তখন রাজনীতির পাগলা ঘোড়ার গতি থামানো খুবই কঠিন হয়ে যাবে ।
জামায়াত বিএনপির বিশ্বস্ত বন্ধু । রাজনৈতিক ময়দানে সাহসী বড় সাথী । আজ তাদের এক হাতে জ্বলন্ত অঙ্গার আর একহাতে জোটবদ্ধ আন্দোলনের পতাকা ।রাজপথে -আদালতে সমানে সমান জুলুম চলেছে । তারপরও তারা থেমে নেই । তাদের নেতা - কর্মীরা রাজপথে আসার আগে অজু করে শেষ নামাজ পড়ে আর ঘর হতে শেষ বিদায় নিয়ে আসে । তাদের মা-বাবা-স্ত্রী-সন্তান সেজদায় পরে কাদেন । বিএনপির নেতারা কি জামায়াতের এই কঠিন অগ্নি পরীক্ষা অনুধাবন করতে পারেন ? যেই ব্যক্তিটি সংসারের একমাত্র যোগান দাতা সে এখন মাসের পর মাস জেলে । তার পরিবারের কি অবস্থা ?
বিএনপির যখনই একটু গা গরম হয় । আন্দোলনের দামামা বেজে উঠে । তখনই আওয়ামী লীগ বিএনপির মাথায় বরফ ঢালা শুরু করে । একটি নতুন নাটক বা '' সমঝোতা মুলা ' ঝুলায় । কুটনৈতিক পাড়ায় দৌড়-ঝাপ শুরু হয়ে যায় । আওয়ামী দাবা খেলায় বিজয়ী হবে এমন গ্র্যান্ড মাস্টার বিএনপিতে নেই । দাবার গুটির চালে বিএনপি হেরে যায় । আন্দোলন থেমে যায় । ঈদের পরে দেশ কাঁপাবেন , সরকার টালাবেন কত কি করবেন । এত কিছু না করে দয়া করে '' চোখে কালো কাপড় '' বেঁধে বদ্ধ ঘরে তালা মেরে বলুন '' আমারে পুলিশে নজর বন্দী করে চোখ বেঁধে ফেলে রেখেছে '' । একখান ফটো মিডিয়ায় দিতে পারেন । এইভাবে মিডিয়ার মুল বিষয় হবে '' চোখ বেঁধে গৃহ বন্দী '' হেড নিউজ চলবে আগস্ট-সেপ্টেম্বর । অক্টোবরে মুক্তি পেয়ে লাগাতর হরতাল দিয়ে সরকারের পতন ঘটিয়ে দিবেন । বাহ ! বাহ ! কি চমৎকার ! বাইস্কোপ সবাই মিলে উপভোগ করুন ।
মনে রাখুন , সামনে যা অনিবার্য্য তাই হতে বাধ্য । বর্তমান সংকট সমাধানের পথ এখন শুধু রাজপথ । অতীত ইতিহাস তাই বলে ।
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন