কোটা বিরুধী আন্দোলন ঠেকাতে '' তেতুল নাটক '' ।

লিখেছেন লিখেছেন আবরার ১৪ জুলাই, ২০১৩, ০৬:৩৯:৩৭ সন্ধ্যা

শাপলা চত্তরের গণহত্যা এবং রানা প্লাজা ট্রাজেডি ধামা চাপা দিয়ে মানুষের ক্ষোভ প্রশমিত করার জন্যে '' রেশমা নাটক '' হয়েছিল । একটি ঘটনা ধামা চাপা দিতে একটি আকর্ষনীয় নাটক বানাতে পাকা ওস্তাদ আওয়ামী নাট্য শিল্প । সারা দেশ যখন মেধাবী ছাত্র-চাকুরী প্রার্থীদের আন্দোলনে উত্তাল । সকল ভার্সিটিতে ধর্মঘট পালিত হচ্ছে । মেধা মুল্যায়ন বৈষম্য অবসান ঘটাবার দাবীতে সোচ্চার গোটা দেশ । রাষ্ট্রের গুরুত্বপুর্ণ অঙ্গ কোটার কারনে অযোগ্যদের দখলে চলে গেলে দেশের কত বড় ক্ষতি হবে তা ভাবতে কষ্ট হয় । জেদ-প্রতিশোধের নেশায় যেন শাসক গোষ্টী পাগল হয়ে গেছে । যে মিডিয়া গণহত্যা দেখে না , রিমান্ড নির্যাতন খুজে পায় না , দলন নিপীড়ন চোখে দেখে না , ইসলাম পন্থীদের কোন ভাল কর্ম তাদের ক্যামারা বন্দী হয় না সেই তথা কথিত কতিপয় জারয মিডিয়া ইসলাম , আলেম-ওলামাদের হেও প্রতিপন্ন করার জন্যে উঠে পরে লেগেছে । আল্লাহমা মুফতি শফী হুজুরের '' তেতুল থেরাপি '' তাদের অন্দর মহলে আগুন জ্বালিয়েছে ।

আসলে মুল আগুন ৫ সিটিতে বেইজ্জতির পরাজয়ের আগুনই তাদেরকে জ্বালিয়ে পুড়ে ছেড়াবেড়া করে দিচ্ছে । কর্মীরা হতাশ । দলের ভিতরে চাপা পুঞ্জীভুত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে । কাদা ছড়াছড়ি শুরু হয়েছে । জামায়াতের সাথে সমজোতা চেষ্টা ব্যর্থ হয়েছে । এরশাদ চাচার ডিগবাজী । আমলাতন্ত্রের কুফল । সব মিলে দিকভ্রান্ত শাসক দল । এই অবস্থা হতে সাময়িক প্রশান্তি প্রাপ্তির জন্যেই '' তেতুল নাটক'' এর আয়োজন । স্বচেতন মহল বিষয়টা খুব ভাল করেই বুঝতে সক্ষম হয়েছেন । এর নাম আওয়ামী লীগ । হায় আওয়ামী লীগ ! হায় নাটক !

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File