হে বোন উদয়নের কল্পনা !

লিখেছেন লিখেছেন আবরার ২৭ মে, ২০১৩, ০৭:৪৮:১৯ সন্ধ্যা



হে বোন শিক্ষিকা উদয়নের কল্পনা ,

ফুল হাতা জামা নিয়ে তোমার কেন যন্ত্রনা ?

শালিন পোষাক নারীর সম্মান তা কেন মানবে না ,

ঈমানদারের ভুষন কি তাও তুমি বুঝনা ?

ঐ পোষাক শুধু পর্দা নয় , নারীর বডি গার্ড ,

সেখানে হাত দিয়েছো , বনে গেলে বড় লর্ড ।

হে কল্পনা ! তোমার এই উদ্বত্যপনা প্রকাশ্য বেহায়াপনা ,

জুতাপিটা খাবার যজ্ঞপনা এক ঘৃনিত হায়ানা ।

এটা গুটিকতেক ভদ্র মেয়ের নয় শুধু অবমাননা ,

মুসলিম উম্মার অস্তিত্বে ঈমানে আঘাত হানা ।

হে বোন কল্পনা !

তোমার কি বোন নেই , মেয়ে নেই , শর্ট ড্রেসে তাদের মাঠে ঘাটে কেন ছাড়ছো না ?

দুষ্ট বাবা-মাও নিজ সন্তানের বেহায়াপনা চান না ,

সুন্দর পরিপাটি পোষাকে আবৃত কন্যাই কামনা ,

মন্ত্রীর বৌউ হলেই সব আশা পুরন হয় না ।

দাপট চোপট মারমুখী উগ্রতাপনা ,

শিক্ষিকার গুন হয়না ,

মনের যন্ত্রনা ,

শেষ হবে না ,

হায় বোন কল্পনা !

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File