হরতাল ডাকে ১৮ দল আর সফল করে আওয়ামী লীগ
লিখেছেন লিখেছেন আবরার ২৭ মে, ২০১৩, ০৩:২১:০০ দুপুর
প্রতিবাদের উত্তম হাতিয়ার হরতাল । ডাকা হয় জনস্বার্থে । জনগনের জান -মালের নিরাপত্তা দিতে রাস্তায় নামে র্যাব-পুলিশ । সাথে থাকে আওয়ামি ক্যাডার । যারা হরতাল ডাকল তাদের মাঠে থাকার কথা । পিকেটিং হবে । মিছিল হবে । কিন্তু না । তা দরকারই নেই । একদিন আগে গাড়ি ভাংচুর -আগুন -ককটেল ।বাচ । হরতাল চলবে । তারা এবার ঘরে বসে টিভি চান । দেখবেন রাজপথে পুলিশ-র্যাব । আওয়ামী ক্যাডার । সব জায়গায় আওয়ামি মিছিল । হরতাল মানি না । চারিদিকে আতঙ্ক । ভয়ে কেউ দোকান পাট খোলে না । গাড়ি চলা বন্ধ । রাস্তা ঘাট ফাকা । যারা ডাকলেন তারা জনগনকে অভিনন্দন জানাবেন । আর যারা হরতাল প্রতিরোধের নামে মুলত হরতাল সফল করে দিলেন তারা বলবেন '' হরতাল ব্যর্থ হয়েছে । জনগনপ্রত্যাখান করেছে ।
জনগন একদম বোকা । কিছুই বোঝে না । শুধু তামাশা দেখে । নীরব দর্শক । চরম ক্ষতির শিকার । তবে হাঁ তাদের হাতে শক্তিশালী একটি আস্র আছে । তার নাম '' ব্যালট পেপার '' । যদি ঠিকমত হাতে পায় আর প্রয়োগ করতে পারে । তা হলে খবর আছে । তখন তারা কারো কথা শুনবে না । জনগনকে কষ্ট দিয়ে , ধোকা দিয়ে যারা লাভবান হচ্ছেন । তারা আর কত খেলবেন ? বল আছে । মাঠ আছে । খেলোয়ার আছে । রিফারী আছে । বারপোষ্ট নেই । বল কোনদিকে মারবেন ? মারেন । তামাশার খেলা খেলেন । সময় হলে বুঝতে পারবেন । এই খেলার পরিনতি কেমন ।
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন