ঘরে থাকলে সংসদে যান , আসন রক্ষা হবে । আর রাজপথে থাকতে চাইলে সদস্যপদ ত্যাগ করুন ।

লিখেছেন লিখেছেন আবরার ২১ মে, ২০১৩, ০৬:৩১:১১ সন্ধ্যা



সরকার যত গরম । বিএনপি তার চেয়েও বেশী নরম । রাউন্ড টেবিল কনফারেন্স এখনও নিষিদ্ধ হয়নি । র‍্যাব উকিঝুকি দিলে তাও বন্ধ হয়ে যাবে । সংলাপ মুলা ঝুলিয়ে বিরোধী আন্দোলন ছেরদ-বেরদ করা হল । সংলাপ সফল হলে বিএনপি ক্ষমতায় চলে যাবে । আওয়ামী লীগ বসে বসে আংগুল চুসবে ? রাজপথ তারা ছেড়ে দিবে ? বিএনপিকে ঘরে ঢুকিয়ে পচাবে । রাস্তায় রাস্তায় '' পুলিশ বন্ধন '' চলবে । র‍্যাব -পুলিশ সমাবেশ হবে । বিজিবি প্রধান ভাষন দেবেন । মখা আলমগীর মিষ্টি মিষ্টি হাসবেন । গণভবনে বসে প্রধানমন্ত্রী ব্যাঙ্গ করবেন । বংগভবনে বসে প্রেসিডেন্ট সকল দৃশ্য উপভোগ করবেন ।

বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া কি করবেন ? উনার মস্তবড় নেতাদের ঝগড়া বিবাদ মিটাবেন । ধমক দিবেন । আন্দোলনের সহজ আস্র হরতাল ডাকবেন । উনার সুখী ভদ্র নেতারা ঘরে বসে হুঙ্কার দিবেন । রাস্তায় র‍্যাব-পুলিশ হরতাল সফল করবে । আওয়ামি ক্যাডারের বেহিসাবী বুলেট । শেখ হাসিনার কটাক্ষ বাণী ।মতিয়া খালার মুখ ভ্যাংচি । ইনু সাহেবের হুমকি ধমকি । সবকিছু সামাল দিবেন নেত্রী একা । তার জবাব দেয়ার নেতা কি বিএনপিতে নেই ? সেই জবাব কি বেগম জিয়াকেই দিতে হবে ? সব কথা বেগম জিয়াকেই বলতে হবে ? জিয়া পরিবার ধবংস হয়ে যাবে ? শেখ পরিবার আর জিয়া পরিবার হতে ছিটকে পড়াদের মুল্য কত ? আদর্শের ভিত্তি যাদের '' বঙ্গ বন্ধু '' আর '' শহীদ জিয়া '' তাদের জন্যে ভিন্ন পথ নেই । এখানে জীবন এখানে মরন ! না জাতীয়তাবাদী , না গণতন্ত্রের অনুসারী , না কম্যুনিষ্ট , না ইসলামিস্ট । তবে নিশ্চিত সুবিদাবাদী । বাইন মাছ ।

জনস্বার্থের চেয়ে ব্যক্তি -দলের স্বার্থ্য রক্ষা প্রধান মিশন হলে ঘরে থাকুন । জনতার জীবন নিয়ে খেলা বন্ধ করুন । যথেষ্ট্য হয়েছে । এবার থামুন । সংসদে যান । সদস্য পদ খুব মুল্যবান সনদ । তা রক্ষা করুন । সেখানে গরম গরম বক্তৃতা দিন । তত্ত্বাবোধায়ক বিল আনুন । আওয়ামীদের কাছে -- না ভোট জিতেছে -না ভোট জিতেছে গিলে খেতে পারবেন । পরাজয়ের গ্লানি নিয়ে ওয়াক আউট করতে পারবেন । সাংবাদিক সম্মেলন আয়োজন করবেন । মানসিক যন্ত্রনা তাড়াতে পারবেন ।

ঘরমুখী রাজনীতিবীদদের নিকট এর চেয়ে বেশী কিছু আশা করা যায় না । রাষ্ট্র - রাজপথ আওয়ামী লীগ ইজার নিয়েছ । ৯৯ বছর অপেক্ষা করুন । সিরিয়ালে শেখ রেহানা , জয় , পুতুল , নাতি-পুতি আসতে থাকবে । অঘোষিত বাকশাল স্ট্যাইলের রাজতন্ত্র চলতে থাকবে । ভাল না লাগলে ভিন দেশে যেতে পারেন ।

শেখ হাসিনা যা বলেন তার প্রতি ধবনি হয় গ্রামের বকলম আওয়ামী কর্মির মুখে মুখে । আর খালেদা জিয়া যা বলেন তা গুলশান -পল্টন হয়ে বড় জোড় প্রেসক্লাব পর্যন্ত যায় । তার পর হাওয়ায় মিলে যায় । বিএনপির মাইক গুলো তার ছিড়া । মিডিয়া ল্যাংড়া । ভলিয়ম দুর্বল । রাডার গুলো অকেজো । দুরবীনের গ্লাস পাওয়ারলেস । তাই তারা পল্টন মুখী হতে পারছেন না । রাজপথে থাকছেন না । পুরাপুরি ঘরমুখী ।

মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়া ! আপনি রাজপথ গরম করতে চান ? জনগণ নিয়ে রাস্তায় দাড়াতে চান ? দয়া করে আগে আপনার নেতাদের ইলেক্ট্রিক হিট দিন । জোড়ে একটা ধবাক্কা দিয়ে তিন তালার উপর থেকে সিড়ির উপর ফেলে দিন । গড়াতে গড়াতে নীচে পড়ে যে কজন টিকে যায় তাদের নিয়ে প্লান করুন । সিদ্ধান্ত নিন । দয়া করে রাস্তায় চলে আসুন । দেখবেন লক্ষ লক্ষ জনতা আপনার নির্দেশে জীবন দিতে প্রস্তুত হয়ে আছে । ঐ অকার্যকর ব্যর্থ সংসদ কোন শুভ ফল দিবে না । জাতীয় পার্টির বিরাট অংশ আপনার সাথে থাকতে চায় । তাদের সাথে নিয়ে এক যোগে সংসদ হতে পদ ত্যাগের পটভুমি তৈরী হয়ে আছে । সরকারের সীমাহীন দুর্নীতি , গণহত্যা , সাভার ট্রাজেডি , মিছিল মিটিং মানব বন্ধন বন্ধ করার মত অগনতান্ত্রিক -সংবিধান লংঘনের অপরাধের উপযুক্ত কারন দৃশ্যমান হয়ে আছে । এক দফা আন্দোলনের বিগ ইসু আপনার হাতে । সরকার নিজেকে রক্ষা করার শেষ সম্বল '' অঘোষিত জরুরী অবস্থা '' জারী করেছে । পুলিশ-র‍্যাব - বিজিবি ফেল । বাকী আছে '' আর্মী '' । বায়ুতে অক্সিজেন বেশী পরিমান কমলে সেখানে -ঘুর্ণিঝড় - সুনামী -হারিকেন -মহাসেনের আগমন ঘটবেই । তা কেউ ঠাকাতে পারে না ।

বিষয়: বিবিধ

১৪৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File