ভ্রষ্ট রাজনীতির অভিশপ্ত ইতিহাস

লিখেছেন লিখেছেন আবরার ০২ মে, ২০১৩, ০৬:৫৩:০২ সন্ধ্যা



অভিশপ্ত সাভার ট্রাজেডি এক ভয়ঙ্কর ইতিহাস ,

রক্তচোষা ডাকাত দল করেছে গরীবের সর্বনাশ ।

রাজনীতির বেশ ভুশায় ভদ্রতার ছদ্মনামে ভুয়া খাদেম হয়ে ,

লুটেপুটে খাচ্ছে ভোগবিলাসে দৈত্যদানবের চেহারা নিয়ে ।

রাজনীতির কন্ট্রোল রুমে রিমোট হাতে নষ্টের দল ,

ক্ষমতার দাপটে বড় বড় চেয়ার গুলো করেছে দখল ।

মেধাবী সৎ সাহসী অভিজ্ঞ দুরদর্শীদের করেছে উৎখাত ,

চারিদিকে শুধু দলবাজ চাপাবাজ আনারীদের উৎপাত ।

ভ্রষ্ট রাজনীতির নষ্ট গর্ভে জম্ম নিয়েছে তানভীর -রানার দল ,

পাপের প্রাসাদ বানায় তারা চারিদিকে যত ধবংস যজ্ঞের কল ।

তাদের নির্মম ধবংস্তুপের নীচে আজ মানবতা পদদলিত ,

মজলুম মানুষ গুলো নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত ।

কে ফিরিয়ে দিবে ৫ ভাই বোনের দায়িত্ব নেয়া লাভনী খানমের হাত ,

হাসপাতালের বেডে শুয়ে ভাবছে কে দিবে মোর ভাই বোনের ডালভাত ।

কে বইবে আজ আমার ভার ! মজলুমের কান্নায় প্রকম্পিত আল্লাহর দরবার ,

বুক ফাটা আর্তনাদ ! দৃষ্টি নির্বাক ! কে চালাবে আজ তাদের সংসার !

হে মানবতা !

তুমি কি শুনতে পাও বোন শাহানার বেচে থাকার আর্ত চিৎকার ?

আমার দেশপ্রমিক উদ্ধার সৈনিক বেদনায় কেদেছে বার বার ।

কি অপরাধ শাহানার , কি অপরাধ তার দেরবছরের ছোট শিশুর ?



মা হারা নিষ্পাপ শিশুর ফরিয়াদে ধবংস হোক এই দানব পশুর ।

সারি সারি লাশের মিছিল স্বজন হারাদের আর্তনাদ ,

দলিত মথিত করেছে মানবতা ঐহায়ানাদের মৃত্যুফাঁদ ।

প্রকপম্পিত হয়নি স্পর্শ করেনি দুষ্ট নেতাদের প্রসাদ ,

গোটা দেশ জুড়ে করেছে তারা যাক্কুম বৃক্ষের আবাদ ।

দলবাজ বিবৃতিবাজ বুদ্ধিবাজ সুশীলবাজ মানবতাবাজ ,

বুলডেজারে গুড়িয়ে দাও পিষিয়ে দাও এসকল মতলববাজ ।

পদ্মা সেতুর চেয়েও তুচ্ছ শ্রমিকের জীবন ,

সেতুর জন্যে ভিক্ষা মাংতে আত্ম সম্মানের হয়না মরন ।

গরীবের জীবন রক্ষায় সাহায্য নিলে ভুলন্ঠিত হবে সম্মান ,

হায় ফুটাংকি ! ফুটো কলসিতে পানি রাখার ব্যর্থ প্রয়াসী পালোয়ান ।

যাদের হাত ধরে বিলিয়ন বিলিয়ন ডলার আসে রিজার্ভ ফান্ডে ,

ধুলিস্মাত হল আজ সেই গরীবের জীবন ঐ শয়তান গুলোর কর্মকান্ডে ।

গ্রাম বাংলা ছেড়ে জীবিকার সন্ধানে আসলো ছুটে ইট পাথরের শহরে ,

আদ মরাদের কঠোর শ্রমে জীবনের বিনিময়ে রাষ্ট্রীয় অর্থের চাকা ঘুরে ।

তবুও তাদের জীবনের মুল্য নেই ,

তাদের পাশে কেন রাষ্ট্র নেই ?

রাষ্ট্র কেন কফিন চায় ?

শত শত মানুষ কেন নিখোঁজ লাশের প্রতীক্ষায় ?

আদালত কেন অক্সিজেন দিতে নির্দেশনামা পাঠায় ?

নিখোঁজের খাতায় কেন এত বিভ্রান্তি গরমিল দেখা যায় ?

ঘাতকের নামে কেন হত্যামামলার পরিবর্তে মাদক - বিল্ডিং কোড মামলা ?

ঘাতক বাচাবার ফন্দী হলে পোহাতে হবে মারত্মক ঝাঝালো তুফানের ঝামেলা ।

চেয়ে দেখ এক ভিন্নতর দৃশ্যের অবতরন !

সাধারণ অগনন জনগণ হয়েছে আপন ।

অসহায় মানুষের পাশে ঝাপিয়ে পরেছে মানুষের তরে ,

জীবন বাজী রেখে ছুটে এসেছে মজলুম মানুষের কাতারে ।

গৌরব আর ত্যাগের মুকুট তাদের মাথায় শোভা পায় ,

মাটির মানুষ তারা মানবিকতায় ভরা ত্যাগের মহিমায় ।

হিংষা বিদ্বেষ সংঘাত প্রতিশোধের নেশা নেই ,আছে মমতা ,

আছে ভালবাসা আছে আন্তরিকতা সহমর্মিতা এক বিরল দৃষ্টান্ত একতা ।

এই দৃশ্য করেছে আমাদের মুগ্ধ ,

বলেছে বন্ধ কর নিজেদের ভয়ানক যুদ্ধ ।

এই জাতি আজ বড় ক্লান্ত শ্রান্ত ক্ষুব্ধ ,

রাজপথের যুদ্ধ দেখে তারা আজ নিঃস্তব্ধ ।

যে রাজনীতি পারেনা জনতার অধিকার ফিরিয়ে দিতে ,

মানুষের মুখে হাসি ফুটাতে ঘাম শুকাবার আগে মজুরী মিটাতে ,

সেই সুবিদাবাদী নষ্ট ভ্রষ্ট চাপাবাজদের সুখের প্রাসাদ ফিসে দাও মাটিতে ,

গগণ বিদারী আওয়াজ তোল '' জালেমের ধবংস হোক শস্য শ্যামল এই ঘাঁটিতে ।

যত সব ভন্ডের দল করেছে সব লন্ড ভন্ড ,

ক্ষমতার মোহ দ্বন্দ্ব কলহে হচ্ছে নৃশংস হত্যাকান্ড ।

চরিত্রহীন ক্ষমতাবানদের ছায়ায় রানারা পাপের প্রাসাদ বানায় ,

খলনায়ক ধরা খায় ক্ষমতাধর আসল নায়ক পর্দার আড়ালে থেকে যায় ।

বার বার একই ঘটনা দেখা যায় , কিছু সময় হায় হায় তোলপার চলে ভাংচুর ,

চলে তদন্ত ফদন্ত এই দোষ সেই দোষ থাকে ভরা আইনের ফাঁক ফুকুর ।

বীর দর্পে বের হয়ে যায় ঘাতক যত দুষ্টের দল ,

আগের চেয়েও ভয়ংকর হয়ে যায় এই ডাকাত দল ।

রক্ষক হয়েছে ভক্ষক পাহারাদার হয়েছে লুন্ঠনকারী ,

রাতারাতি বাড়ী গাড়ী করেছে পুকুর চুরী চলে সীমাহীন বাহাদুরী ।

প্রানঘাতী হামলা ঠেকাতে নেই সরকারী নজরদারী,

ক্রেতারা সব উদাসীন দায়হীন মালিকরা সব লোভী স্বেচ্ছাচারী ।

বিজিএমইএ -বিকে এমইএ মোনাফাখোর ঘাতক রক্ষাকারী ,

শ্রমিকের রক্ত চুষে বানায় তারা বাড়ী গাড়ী খরিদ করে নারী ।

আগুনে দগ্ধ শ্রমিকের লাশের উপর দাঁড়িয়ে দিচ্ছে শ্লোগান ,

কম দামে কিনুন জীবন উপভোগ করে হয়ে যান ভাগ্যবান ।

হিংস্রতার ভয়ানক ছোবল আঘাত হানে বার বার ,

প্রতিপক্ষের গাঢ়ে দোষ চাপিয়ে ব্যর্থতার গ্লানি লুকিয়ে দায় ভার মুক্ত সরকার ।

বিরোধীদের প্রতিবাদ হুংকার ঝংকার লম্প ঝম্পে শ্রমিক পায়না তার অধিকার ,

আন্ন বস্র বাসস্থান চিকিৎসা ছুটি গ্র্যাচুটি বোনাস নেই কোন প্রতিকার ।

জাতির ক্রান্তিকালে চরম দুর্দিনে কাঁদে মানবতা ,

মমতাহীন একতাহীন নেতাদের চরম বিফলতা দেখল জনতা ।

এমন কঠিন সন্ধিক্ষনে নেতারা নেই এক টেবিলে এক সাড়িতে এক বিন্দুতে ,

কি চান তারা ? শুধু গদি ? শুধু ক্ষমতা ? ক্ষেপলে জনতা ভাসতে হবে প্রবল স্রোতে ।

রক্ষিত হবেনা তাদের বালির বাঁধ , চুরমার হয়ে যাবে তাদের কাঁচের ঘর ,

মুহুর্তে ধসে যাবে রানা প্লাজার মত তাদের বানানো তিলিক ঝিলিক ভরা স্বাদের খেলা ঘর ।

মাকড়সার জাল দেখতে বড় সুন্দর আবাস ,

এক সেকেন্ড নেই টিকে থাকার বিশ্বাস ।

মহান আল্লাহর প্রতি আস্থা ফেলে শয়তানের হাতে জাতির ভার ,

যা হবার তাই হবে বেহুদা করোনা হাহাকার ।

গর্জে উঠ হে ঈমানদার ,

সময় নেই ঘুমাবার ।

ঘুরে দাঁড়াও সিপাহ সালার ,

হাতে নাও বখতিয়ারের তলোয়ার ।

তোমরাই জাতির পাহারাদার ,

সৈনিক অরক্ষীত স্বাধীনতার ।

বিষয়: বিবিধ

১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File