চেতনা বিলাস
লিখেছেন লিখেছেন আবরার ১৭ এপ্রিল, ২০১৩, ০৩:৪২:৩২ দুপুর
মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা ,
পক্ষের চেতনা বিপক্ষের চেতনা ,
ধর্মনিরপেক্ষ চেতনা নাস্তিক চেতনা ,
প্রজম্ম '৭১ চেতনা প্রগতিবাদী চেতনা ,
২য় মুক্তিযুদ্ধের শাহাবাগী চেতনা ,
প্রধানমন্ত্রীর মদিনা সনদ চেতনা ।
এত চেতনা তবু কেন শান্তি আসে না ?
চেতনার হাওয়ায় ভাসছে সংলাপ বাহানা ,
কোন ফর্মুলা নেত্রী মানে না ।
সংসদ ভাঙ্গবে না এমপি-মন্ত্রীগিরি যাবে না ,
সংবিধান উপেক্ষা করা হবে না ,
নির্বাচনে সেনাবাহীনি থাকবে না ,
এমন সুন্দর নির্বাচন কেন পাবলিক মানবে না ?
এমন বেহায়া গণতন্ত্র পাবলিক চিনে না ,
এত চেতনা পাবলিক বুঝে না মানে না ধার ধারে না ,
জান মালের গ্যারান্টি তাদের পাওনা ।
বুঝে নিতে চায় ষোল আনা ,
কথায় চিড়া ভিজবে না ।
চেতনার বিলাসে তারা সাঁতার কাটে না ,
ক্ষুদার জ্বালা তাতে মিটে না ।
পাবলিকের ভাষা যারা বুঝে না ,
তাদের পালাবার জায়গা থাকে না ।
ইতিহাস কত নিষ্ঠুর তা কি নেতারা জানে না ?
ভিসুভিয়াসের লাভা কত নির্মম তা কি তারা দেখে না ?
কোন চেতনা ক্ষমতা নিরাপদ করবে না ,
বিদায়ের পথ রুদ্ধ করে বিপদ ডেকে আনবেন না ।
ভিন্ন মতের কণ্ঠ রোধে শুভ ফল আসে না ,
বাড়িয়ে দিবে আশান্তির নিষ্ঠুর বেদনা ।
জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার কোন বাঁধাই মানবে না ,
কোন জালেম রক্ষা পাবে না সুবিধাভোগী পাশে থাকবে না ।
যে পুত্র বাপের জন্যে জীবন দেয় না ,
সে পুত্র বোনের জন্যে জীবন দিবে না ।
চামচা গুলো যাবে কোথায় নেই তার ঠিকানা ,
নেতার জীবন নিয়ে তারা ভাবে না ।
ভিন দেশে বিত্তবান চামচা বানায় ঠিকানা ,
বিত্তহীন যাবে কোথায় ? স্বদেশ তার আস্তানা ।
স্বদেশ তার আসল ঠিকানা ,
এখানে জীবন এখানে মরন তা কি তার নেই জানা ?
বিষয়: বিবিধ
১৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন