ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা মাত্র ৩০/৪০ জন !

লিখেছেন লিখেছেন আবরার ০৪ এপ্রিল, ২০১৩, ১২:০৭:৫৮ দুপুর



৩/৪/২০১৩ , বুধ বার । ঢাবি অপরাজেয় বাংলার পাদদেশে দেখুন '' বিশাল প্রতিবাদ সভা '' । উপস্থিতি হাতে গনা ৩০/৪০ জন শিক্ষক-শিক্ষার্থী । গ্রেপ্তার হওয়া নাস্তিক ব্লগারদের মুক্তির জন্যে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলেন তারা । একটি স্বনামধন্য পত্রিকা '' দৈনিক ইত্তেফাক '' লিখেছে ----ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ গ্রেপ্তার হওয়া ব্লগারদের মুক্তি ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা । তাদের দেয়া নিউজ ছবি দেখুন-----



http://www.nowbd.com/ittefaq/2013/04/04/12115.htm

প্রশ্ন হল ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা কি মাত্র ৩০/৪০ জন ? ছবিতে বক্তা শিক্ষক দেখা গেলেও শিক্ষার্থী দেখা যাচ্ছে না । বাম পন্থী গুটি কতেক [৩০/৪০] শিক্ষক-শিক্ষার্থীর সমাবেশকে চালিয়ে দেয়া হল '' ঢাবির শিক্ষক-শিক্ষার্থী '' হিসাবে । নিউজটি হাইলাইট করা হল ১ম পাতায় । অথচ নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে রাজপত্থে হাজার হাজার মানুষের মিছিলের খবর শেষ পাতায় '' মিসকিনের'' কাতারে আছে । এর নাম হলুদ সাংবাদিকতা । আমরা এটাকে সাংঘাতিকতা বললে কি ভুল হবে ? নাস্তিকদের হাইলাইট করতে হবে আর আলেম ওলামা হলে ডার্কসাইড নিউজ পকেটে থাকবে । হায় মিডিয়া !

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File