ঢাকার ফ্যান্টাসি কিংডমে জলকেলির নামে যা হচ্ছে
লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ১৬ মার্চ, ২০১৪, ০৫:৪৬:১৯ বিকাল
দেশের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম। উঠতি বিনোদন প্রিয়দের আরেকটু বিনোদিত করতে সেখানে গড়ে উঠেছে ওয়াটার কিংডম। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে চলে জলকেলির নামে বেহাল্লাপনা। আর এর জন্য খরচ করতে হয় মোটা অংকের টাকা।
সরেজমিন ওয়াটার কিংডম ঘুরে দেখা গেছে, উঠতি যুবক-যুবতিরা খোলামেলা পোশাক পড়ে আনন্দে আন্দোলিত হয়ে উঠছে। বিশেষ করে বন্ধু-বান্ধব বা প্রেমিক-প্রেমিকারা সেখানে ভদ্রতার সীমাও ছাড়িয়ে যাচ্ছেন। প্রকাশ্রেই চলছে অশালীন কার্যক্রম। জানা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিনোদনের নামে চলে এসব অশ্লীলতা। আর একে প্রশ্রয় দিচ্ছেন কর্তৃপক্ষও। তারা এর জন্য খরচা হিসেবে নিচ্ছেন মোটা অংকের টাকা।
ওয়াটার কিংডমে আসা ব্যবসায়ী জানান, এখানে প্রকাশ্যে যা চলছে তাতে পরিবার পরিজন নিয়ে আসা দায়। যুবক-যুবতীরা এখানে যা করছে তা একজন অভিভাবক হিসেবে মেনে নেওয়া যায় না।আর যারা পরিবার-পরিজন নিয়ে সেখানে যাচ্ছেস তারা হচ্ছেন বিব্রত।
উৎসঃ
হ্যালোটুডে ডেস্ক :
http://www.hello-today.com/74961#at_pco=smlwn-1.0&at_tot=1&at_ab=per-12&at_pos=0
বিষয়: বিবিধ
১৬৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন