কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন সবাইকে ব্লগারদের পক্ষ থেকে শুভেচ্ছাসহ
লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ০৮ মার্চ, ২০১৪, ০৬:১২:৪২ সন্ধ্যা
কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন
ব্লগারদের জনপ্রিয় সংগঠন ‘কমিউনিটি ব্লগারস ফোরাম-সি বি এফ’ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ৭ই মার্চ রাজধানীতে এক উৎসবমুখর পরিবেশে বেশ কিছু জনপ্রিয় ব্লগারের উপস্থিতিতে এ কমিটি ঘোষনা করা হয় এবং পরবর্তী কর্মসূচী ঠিক করা হয়। উক্ত কমিটির মেয়াদ তিন মাস।
সিবিএফ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটিঃ
আহবায়কঃ ব্লগার চাটিগাঁ থেকে বাহার
সিনিয়র যুগ্ম আহবায়কঃ
ব্লগার মাই নেম ইজ খান,
ব্লগার এমএম ওবায়দুর রহমান,
ব্লগার হাসনাইন ইকবাল।
যুগ্ম আহবায়কঃ
ব্লগার বাক প্রবাস,
ব্লগার আজব মানুষ,
ব্লগার নেহায়েৎ,
ব্লগার আবু জারীর,
ব্লগার সাইফ মাহদী,
ব্লগার রসিক হাজারী,
ব্লগার আবু আশফাক,
ব্লগার লোকমান বিন ইউসুফ।
সদস্য সচিবঃ
ব্লগার ডিজিটাল প্রেসিডেন্ট।
যুগ্ম সদস্য সচিবঃ
ব্লগার আয়না শাহ (রেজাউল করিম), ,
ব্লগার আফসানা জেরীন খান অ্যানী,
ব্লগার মেরাজ,
ব্লগার আহমেদ তানভীর,
ব্লগার ইমন ফয়সাল,
ব্লগার সিটিজি৪বিডি,
ব্লগার চেয়ারম্যান,
ব্লগার শিয়াল পন্ডিত,
ব্লগার নূর নবী।
সদস্যঃ
ব্লগার শরফুদ্দীন আহমদ লিংকন,
ব্লগার ইমরুল কায়েস পরাগ,
ব্লগার ইকু ইকবাল,
ব্লগার আহমদ মূসা,
ব্লগার বাংলার দামাল সন্তান,
ব্লগার অজানা পথিক,
ব্লগার তুহিন হাসান,
ব্লগার মুজতাহিদ বাপ্পী,
ব্লগার রিদওয়ান কবির সবুজ,
ব্লগার ফেলানীর ছোট ভাই,
ব্লগার হাসানুল বান্না,
ব্লগার আধা শিক্ষিত মানুষ,
ব্লগার ওসমান গনি,
ব্লগার প্রবাসী আবদুল্লাহ শাহীন।
কমিটি ঘোষণা শেষে ব্লগাররা সিবিএফ কে নিয়ে তাঁদের স্বপ্নের কথা তুলে ধরেন। পরিবেশ দূষণ রোধ, বিভিন্ন সামাজিক অসংগতি বিষয়ে জনসচেতনা সৃষ্টির জন্য সিবিএফ এর কাজ করা প্রয়োজন বলে সকলে এমকমত প্রকাশ করেন। ২৮ শে মার্চ শুক্রবার ‘ধুমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন’ শ্লোগানে ধুমপানবিরোধী ক্যাম্পেইন চালানো হবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়। প্রোগ্রামটি সফল করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
http://www.durbarnews24.com/national/details/6790.html
সবাইকে ব্লগারদের পক্ষ থেকে শুভেচ্ছাসহ
বিষয়: বিবিধ
১৬৭৬ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ।
সিবিএফ এর নব নির্বাচিত আহ্বায়ক চাটিগাঁ থেকে বাহার ,সদস্য সচিব ডিজিটাল প্রেসিডেন্টসহ সকল সদস্যদের অভিনন্দন। আশা করি সিবিএফ তার লক্ষে পৌছাতে পারবে। মহান আল্লাহ সিবিএফ এর সহায় হবেন ইনশা আল্লাহ।।
[কমিটিতে কেউ ধূমপায়ী থেকে থাকলে এক্ষুনি ওটা ছেড়ে দিন এবং ফুলের সৌরভ নিন ]
সদস্য, কেন্দ্রীয় কমিটি।
পূর্নাংগ কমিটি করার সময় কোন স্বেচ্ছা সেবী সংগঠনের নামে নিবন্ধিত হলে ভাল হবে।
বিশেষ করে বাহার ভাইয়ের নেতৃত্বে সিবিএফ এগিয়ে যাবে তার লক্ষ্য পানে-প্রত্যাশা করি।
নেতা কেতারা এগিয়ে চলো
মিষ্টির পেকেট জলদি খুলো।
যদি খেতে না পায় মিষ্টি
হবে তাইলে গ্যাঞ্জাম সৃষ্টি।
মন্তব্য করতে লগইন করুন