কতটুকু ঘুম প্রয়োজন?

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ০৭ জানুয়ারি, ২০১৪, ১১:৩৮:০২ সকাল



শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাহারা খাতুনের ঘুম নিয়ে তোলপাড় !



কতটুকু ঘুম প্রয়োজন?

একেকজনের শরীরের চাহিদার ওপর এটা নির্ভর করে। কেউ কেউ আছেন যাদের দিনে রাতে পাঁচ ঘন্টা ঘুমই যথেষ্ঠ বলে মনে করেন। আবার কারো কারো ১৫/১৬ ঘন্টা না ঘুমালে শরীরে এবং মনে অসুস্থতার সৃষ্টি হয়। তবে ভালো নিশ্ছিদ্র ঘুম হলে আট ঘন্টাই যথেষ্ঠ এবং এতোটুকুই যে কারও শরীরের জন্য ভালো।

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159897
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৮
আবরণ লিখেছেন : শারিরীক ও মানসিক ভাবে সূস্থ্য থাকার জন্য ঘুম খুবই প্রয়োজন। সাহারা খাতুন স্বাস্থ্য এবং ফিগার সচেতন। স্বাস্থ্য ও ফিগার ঠিক রাখার জন্য উনি সময় পেলেই একটু ঘুমিয়ে নেন। সেটা নিজ বেড রুমেই হোক কিংবা কোন পার্টি মিটিংএ হোক। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File