শহীদ কাদের মোল্লার মেয়েদের মুখে বাবার স্মৃতিচারন

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ১৬ ডিসেম্বর, ২০১৩, ১১:১৩:৫৮ সকাল



শহীদ কাদের মোল্লার মেয়েদের মুখে বাবার স্মৃতিচারন

পেয়ারী আপার মেয়েদেরকে দেখে বার বার চোখে পানি আসছিল কারন আমি বাবা দেখি নাই। বাবার আদর কেমন হয় তা আমি তাদের মুখে মোল্লা ভাই এর অতি আদরের বিভিন্ন সময়ের স্মৃতিচারন শুনে বার বার আমার কাছে মামনিদেরকে বাংলাদেশের সব চেয়ে গর্বিত সন্তান বলে মনে হয়েছে। জেল খানায় বাবার সাথে কাটানো সময় বা শাহাদাতের দ্বার প্রান্তে যাওয়া তাদের বাবাকে কত কষ্টে এই জালিম সরকার রেখেছেন এই কথা স্মরণ করতে গিয়ে অনেক কষ্টকে গলাচিপে ধরে রাখার মাঝেও শারমিনের চোখের পানির ফোটা গুলি আমার কাছে মনে হয়েছে জালিম সরকারের পতনের জন্য এটোম বোমা হিসাবে কাজ করবে ইনশাল্লাহ। সে বলল তার আব্বু সব সময় বৃহস্পতিবার দিবাগত রাতের মৃত্য পছন্দ করতেন । তার মতে তার আব্বুর কোন ইচ্ছা আল্লাহ অপুরন রাখেন নাই। বড় মেয়ে পারভীন তার বাবাকে জিজ্ঞাসা করে “আব্বু, ১৬ইডিসেম্বর তোমার জন্য কি রান্না করে আনব?বাবা আদরের মেয়েকে বুকের ব্যথা বুকে লুকায়ে হাসিমুখে জিজ্ঞাসা করল, সেই দিনও রান্না করে আনবে?”

সুত্রঃ সত্যলিখন এর ব্লগ থেকে---

বিষয়: বিবিধ

১৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File