আচ্ছা ভাইয়া! শিবিরের ছেলেরা রগ কাটে কেন?

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ২৪ অক্টোবর, ২০১৩, ০৭:৫০:০৬ সন্ধ্যা



এক শালা একদিন তাদের বাড়ীতে আমাকে প্রশ্ন করেছিল ‍"আচ্ছা ভাইয়া! শিবিরের ছেলেরা রগ কাটে কেন?" কঠিন প্রশ্ন। তাকে ক্যামনে বুঝায় যে শিবির কি জিনিষ। তাদের বাড়ীর আশে-পাশের এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাটি। তাই শিবির সম্পর্কে তার এই ধারনা। আমি তাকে বলেছি, শিবিরের কর্মীরা নামায পড়ে, কোরআন পড়ে, হাদীস পড়ে, ইসলামী সংগীত শুনে, ইসলামী বই পড়ে, তারা ভালভাবে পড়াশুনা করে। তারা পরীক্ষায় ভাল রেজাল্ট করে। তারা ভাল ভাল চাকরী করে। তারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে আন্দোলন করে। তারা টেন্ডারবাজী করে না, ইভটিজিং করে না, কারো বাড়ী দখল করে না ইত্যাদি ইত্যাদি। উপরোক্ত কাজগুলো করে বলে দিন দিন তাদের সংখ্যা বাড়ছে। তাদের সাফল্য দেখে ছাত্র লীগ হিংসায় জ্বলে পুড়ে মরে। তাই তারা শিবিরের কর্মীদের উপর নির্যাতন চালায়। অনেক সময় গুলি করে শিবিরের নেতা-কর্মীদেরকে মেরে ফেলে। ছাত্র লীগের অত্যাচার থেকে শিবিরের ছেলেরা আত্মরক্ষার জন্য চেষ্টা করে। ছাত্রলীগ যদি বিনা কারনে শিবিরের কর্মীদেরকে মারে তাহলে কি ওরা বসে বসে মার খাবে? আরেকটা কথা, রগকাটার বিষয়টা মিডিয়ার সৃষ্টি। আমাদের দেশের মিডিয়া এখনো নাস্তিকদের দখলে। ওরা যা খুশী তাই লিখে জনগনকে বুঝানোর চেষ্টা করে যে শিবিরের ছেলেরা খুব খারাপ........তুমি একজন শিবিরের কর্মীর দৈনিক কর্মকান্ড দেখেই বুঝতে পারবে যে তারা কেন এত জনপ্রিয় হয়ে উঠছে। আমার এই কথাগুলো এই শালাবাবু মন দিয়ে শুনতে থাকে---

বিষয়: বিবিধ

২১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File