১ পর্বের অতিথি রেশমী আপু (লাঠির সাংবাদিক কাঠের লাঠির ইন্টারভিউ)

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ১৬ মে, ২০১৩, ১২:৩৩:১৬ দুপুর



১ম পর্বের অতিথি রেশমি আপু, কারন খুজবেন না প্লীজ। আরে ভাই ফেমাস তো উফফ আচ্ছা বাদ দেন।

রেডিঃ

সুপ্রিয় দর্শক আজকে আমার সাথে আছেন ১৭ দিন চাঁপা থাকা রেশমা আপু।

আপনাদের সামনে আজ সে আমার কিছু প্রশ্নের উত্তর দিবেন।

তো শুরু করা যাক,

কাঠের লাঠি- রেশমি আপু রেডি?

রেশমি- হ্যাঁ

কাঠের লাঠি- আপু আপনি যে এই ১৭ দিন ছিলেন রানা প্লাজায় চাঁপা পোরে তো আপনার কি মনে হয়েছে? ঐ সময়?

রেশমি- তেমন কিছু না।

কাঠের লাঠি- ১৭ দিন কি খেয়ে ছিলেন?

রেশমি- কেন ! চাঁপা খেয়ে।

কাঠের লাঠি- চাঁপা খেয়ে কেমনে? চাপায় কি অনেক ভিটামিন

রেশমি- তা তো আছেই, দেখেন না আমাকে, ১৭ দিন পরেও কেমন উজ্জ্বল বর্ণ।

কাঠের লাঠি- তো আপনার নখ কোথায়

রেশমি- এতো খেয়াল করার সময় কৈ?

কাঠের লাঠি- না মানে, নখ গেলো কৈ?

রেশমি- কেটে ফেলছি

কাঠের লাঠি- কি ভাবে?

রেশমি- না, মানে ভাঙ্গা দেয়ালে ঘোষছি।

কাঠের লাঠি- ও, আচ্ছা। তো আপনার জামা কাপর এতো পরিষ্কার কেমনে ছিল।

রেশমি- ছিলনাতো আমি বের হওয়ার আগে ফটোশপ ব্যাবহার করে লাইটটা একটু বারাইয়া নিছি।

কাঠের লাঠি- আচ্ছা, আপনি ১৭ দিনে প্রাকৃতিক, (ও সরি বিষয়টা অন্ন রকম হয়ে যাবে)

রেশমি- কি ? কি ? আবার বলেন।

কাঠের লাঠি- না কিছুনা (আপনি বুঝবেনা), যাইহোক, আপনার জন্য শেখা হাছিনা কি দিয়েছে

রেশমি- আশ্বাস।

কাঠের লাঠি- কিসের আশ্বাস ?

রেশমি- বেঁচে থাকার।

কাঠের লাঠি- ও, আর আমাদের ম খা।

রেশমি- বলছে, আর ভাঙ্গা দালান আছে ও জায়গায় চাকরি নিতে পার, তুমিতো ১৭ দিন থাকতেই পার।

কাঠের লাঠি- আপনার ব্যাপারে অনেক নিউজ সাইট লিখেছে নাটক, আপনি কি মনে করেন?

রেশমি- সময় আছে, জানতে পারবেন।

কাঠের লাঠি- অনেকে বলেছে, ১৭ দিন আপনি শুকন খাবার খেয়ে ছিলেন, ও জায়গায় শুকন খাবার কোত্থেকে আসলো? ওখানে তো কস্মেটিক্স ও খেলনার দোকান ছিল।

রেশমি- এটা যারা বলেছে, হয়তোবা তাদের দোকান ওখানে ছিল আমি তো খাইছি.........

কাঠের লাঠি- আচ্ছা আপনার জন্য শেষ প্রশ্ন, আপনি এর পরে মানি সুস্থ হয়ে কি করবেন?

রেশমি- রেডি থাকবো।

কাঠের লাঠি- কিসের জন্য?

রেশমি- এমন ১৬/১৭ দিনের অফারের জন্য।

::::::>>> দর্শক এতক্ষন পড়লেন আমাদের রেশমি (রেশমা) আপুর ইন্টারভিউ। সকলে ভাল থাকবেন আজ এ পর্যন্ত। আল্লাহ্‌ হাফেজ...

ফেইসবুক থেকে---

বিষয়: বিবিধ

৩৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File