আমার ইরানী জীবন, চলছে যেমন (পর্ব-২)
লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ১৪ মার্চ, ২০১৩, ০৫:১৭:১২ বিকাল
মাত্র ক্যাম্পোসে ফিরে এলাম। যা আশংকা করেছিলাম তাই, সেই কাংখিত ব্যক্তি আসেননি এসেছিলেন একজন মন্ত্রী। সম্মেলনটা ছিল আন্তর্জাতিক পেট্রোলিয়াম এক্সপার্টদের নিয়ে এবং স্থান ছিল তেহরানের আইআরআইবি আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার, ইতালি-রুমানিয়া-চীন সহ বিভিন্ন দেশের ডেলিগেটরা অংশ নিয়েছিলেন। ইরানের পেট্রোলিয়াম খাতে সাম্প্রতিক অগ্রসরতা আর আন্তর্জাতিক বাজারে ভবিষ্যত কর্মপদ্ধতি নিয়ে সম্মেলনে আলোচনা ও মত দেন বিশেষজ্ঞরা। ইরানের মূল মূল তেলক্ষেত্রগুলো এবং সাম্প্রতিক আবিষ্কৃত খনি নিয়ে ডকুমেন্টারি দেখানো হয়। তেল মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং বিজ্ঞানীরা তথ্য-উপাত্তসহ বক্তব্য রাখেন। আমরা আন্তর্জাতিক ক্যাম্পাস এর ছাত্র হিসেবে ইরানের তেল শিল্প সম্পর্কে জানার জন্য এ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়। স্টুডেন্ট বাসিজ এর প্রতিনিধী আগের রাতেও বলেছিলেন যে প্রেসিডেন্ট আসতে পারে কিন্তু তা আর হয়নি। আমাকে কিছু প্রস্তুতি নিতে বলা হয়েছিল বলার জন্য, প্রস্তুতি কিছু নিয়েছিলামও বলব বলে কিন্তু সে সুযোগ পাওয়া যায়নি। আফটার অল একটা চমৎকার প্রোগ্রাম হয়েছে, দেশের তেলী মাথাগুলো মানে পেট্রোলিয়াম সাইন্টিস্ট এবং স্পেশালিস্টদের মিলন মেলা বসেছিল । বেশ কজনের সাথে ইরানের বর্তমান ও ভবিষ্যত তেল শিল্পের গতি নিয়ে খোলামেলা আলোচনা হল, সবচেয়ে মজা পেয়েছি Dr Jose Vicente Cantavella Cabedo নামের ইটালিয়ান ভদ্রলোক এর সাথে কথা বলে। খুবই মজার মানুষ এখন সম্ভবত ইরান সরকারের পেট্রোলিয়াম শিল্পের বৈদেশিক পরামর্শদাতা হিসেবে আছেন।আর থলিল থলিলী নামের প্রানবন্ত একজন ইরানী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর সাথে ইংরেজীতেই অনেক কথা হলো। ভদ্রলোক আবার বাংলাদেশী খাবারের ব্যাপক প্রশংসা করলেন, তার নাকি কাচ্চি বিরিয়ানী খুব পছন্দ ! অনেক রাশভারী সাদাচুলো বিজ্ঞানী এসেছিলেন। তাদের এক একজনকে দেখেই ইরানের অবস্থা আন্দাজ করা যায়। রাতে বিশাল আকারের পারসিয়ান খাবারের টেবিলে বসতে হল, সত্যি কথা বলতে কি, একদিক থেকে শুরু করলাম কিন্তু প্রায় ২৫ টা আইটেম পার করে দিয়ে দেখলাম যে আর সম্ভব না। ওদিকে আরও রং বেরং এর জিনিস দেখে চোখ বন্ধ করে দিলাম। কি আর করার অকালেই খাবার ছেড়ে উঠে যেতে হলো ! :D যা হোক ইরানে যখন আছি আহমাদিনেজাদ এর সাথে একদিন চা না খেলেই নয় ! :P হবে ইনশাআল্লাহ একদিন....! সম্মেলন থেকে অনেক অভিজ্ঞতা এবং ইরানের আন্তর্জাতিক বলয় তথা কর্মপদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং ধারণা পেলাম। ইরানের তেল কে যে ভালবাসে ইরান তাকে ভালবাসে বা বন্ধু মনে করে, কারণ এই তেল ও তেলজাত রাসায়নিক দ্রব্য বেঁচেই ইরানের অর্থনীতির চাকা ঘুরানো হয়। মজার ব্যাপার হলো ভারত আর ইজরাইল কিন্তু বন্ধু আবার ভারত ইরানেরও খুব কাছের এবং গুরুত্ববপূর্ণ বন্ধৃ এখন ! কারণ ভারত ইরানের তেলের বড় একজন ক্রেতা এখন....! জটিল এই আন্তর্জাতিক পলিটিকস এর গণিত কষে কষে চলতে হচ্ছে ইরানকে আর এই গণিতের নাম হচ্ছে তেল গণিত ! ইরানের এক্সপার্টরা এই কষাকষিতে অসম্ভব দক্ষতা দেখাচ্ছেন এবং উন্নয়নের দৌড়ে ইরান এগিয়ে যাচ্ছে অসম্ভব গতিতে। ইনশাআল্লাহ একদিন ছোট্ট করে একটা লেখা দিব মাথায় যতটুকু কুলায় ।
পর্ব তিন
click here
বিষয়: বিবিধ
১৮৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন