আসুন চিনে নিই এ শতাব্দীর মুসলিম নেতাদের ‪#‎শহীদশাইখআহমেদইয়াসিন‬ পর্ব:২

লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ২১ মার্চ, ২০১৪, ০৬:৩৫:৫৭ সন্ধ্যা

পুরো ফিলিস্তিন জুড়েই তখন চলছে অনাহারী মজলুমের আর্তনাদ। ১৯৫২ তে মেরুদন্ডে আঘাত পাবার আগের দিন পর্যন্তও আহমেদ ইয়াসিন নামের এই কিশোর ছূটে বেড়াতো পরিবারের অন্য মুখগুলোর জন্য অন্নের সন্ধানে। একটা রেস্টুরেন্টেও কাজ জুটিয়ে নিয়েছিল সে। মাঝে মাঝে গাজা-মিশর সীমান্তেও ঘুরে বেড়াত সে। মিশরীয় সৈন্যদের ফেলে যাওয়া খাবার বা পোষাক যদি কিছু পাওয়া যায়। কিন্তু অসুস্থ হয়ে যাবার পর সে জানল হুইল চেয়ার তার পরবর্তী জীবনের সংগী।

কিছুটা সুস্থ হলে স্কুলে যাওয়া শুরু হলো তবে হুইল চেয়ারে করে। ১৯৫৮ তে হাই স্কুল পাশ করে গেল হুইল চেয়ারে বসে সংগ্রামরত এ যুবক। পাশ করার পর একটা ছোট্ট চাকরীও যোগাড় করে ফেলল সে শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও, একটা প্রতিষ্ঠানে শিক্ষকতার কাজ।

মাত্র কদিন যেতে না যেতেই বই-পুস্তক তাকে আবার টানতে লাগল। হাই স্কুল পেরুনো এ যুবকের মনে বিশ্ববিদ্যালয়ের সুন্দর ক্যাম্পাস ভাসছে ।

১৯৫৯ তিনি চলে গেলেন মিশরে। আইন শামস বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শুরু করলেন। অনেক কিছু শিখলেন এখানে। সবচেয়ে বড় যে ব্যাপারটা ঘটলো তার মগজে ইমাম হাসান আল বান্নার থিওরি ঢুকে গেল। পরিচিত হলেন ইখওয়ানুল মুসলিমিনের সাথে। মিশলেন তাদের সাথে, তার হৃদয়জুড়ে যে কষ্টের হাহাকার আর চোখজুড়ে যে আগুন জ্বলছিল তা প্রশমিত হবার পথ পেল। তখন হাজার হাজার পথ হারা যুবক অশান্তির আগুন থেকে বাঁচতে দলে দলে যোগ দিচ্ছিল ১৯২৮ সালে হাসান আর বান্নার প্রতিষ্ঠিত এ সংগঠনে। মিশরের জালেম শাসক দিশেহারা ইখওয়ানের চিন্তায়।

এরই মধ্যে কলেজ ডিপ্লোমার সার্টিফিকেট পেয়ে গেলেন। কিন্তু মিশরে কথন চলছে আরেক ফেরাউনের শাসন। সে ফেরাউনের নাম জামাল আব্দুন নাসের। মিশর কর্তৃপক্ষ বহুদিন ধরেই নজর রাখছিল বেশ কিছু ফিলিস্তিনী ছাত্রের উপরে। ইখওয়ানের উপরে ক্রমাগত ক্র্যাকডাউনের অংশ হিসেবেই গ্রেপ্তার হলেন আহমেদ ইয়াসিন। অভিযোগ আনা হলো তিনি মিশরের সরকার বিরোধী কার্যকালাপে জড়িত। জেল খাটলেন অল্প কদিন। কোর্টে তার উকিলের কঠিন যুক্তির মুখে ছাড়া পেলেন। জীবনের প্রথম জেল জীবনেই অনিয়ম-অনাচার আর অবিচারের প্রতি ঘৃণার সবচেয়ে বড় বীজ বপন করলেন তিনি। এভাবে চলতে দেয়া যায়না। আল্লাহর জমিনে মুসলমানরা কাফের-মুনাফিক উভয়ের হাতে অবিচার-জুলুমের শিকার হবে, এটা চেয়ে চেয়ে দেখার কোন রাস্তা নাই। নামতে হবে প্রতিরোধে । এ জুলুমের শেকড় উপড়ানোর ব্যবস্থা করতে হবে।

হুইল চেয়ারে করে আবার রওনা হলেন প্রিয় জন্মভূমির দিকে । এবার আর ছন্নছাড়া কাজ না, গোছানো কাজে হাত দিতে হবে। মাথারভর্তি বহু চিন্তা, প্ল্যান। কোন কোন সূত্রে জানা যায়, মিশর থেকেই তাকে গাজায় মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিন শাখার স্থানীয় কোন দায়িত্ব দেয়া হয় এবং সে দায়িত্ব কাঁধে নিয়ে তিনি ফিরে আসেন গাজায়।

চলবে... (প্রতি জুমুআবার একটা করে পর্ব লেখার ইচ্ছা ইনশাআল্লাহ)

পর্ব: ১





তথ্যসূত্র: ইখওয়ানওয়েব, কাসসামব্রিগেডসাইট, হামাসসাইট, ইলেক্ট্রনিক ইন্তিফাদা, উইকি,

বিষয়: আন্তর্জাতিক

১৪৫২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195787
২১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালো লাগলো যুগে যুগে ইসলামের প্রচার ও প্রসারের জন্য এরকম নেতার দরকার আছে বৈকি।
২১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
145971
উমাইর চৌধুরী লিখেছেন : হুম এরকম নেতার আরও দরকার। ধন্যবাদ পড়ার জন্য। Happy
195803
২১ মার্চ ২০১৪ রাত ০৮:০২
শিশির ভেজা ভোর লিখেছেন : লোকটার নাম এই প্রথম শুনলাম।
২১ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
145988
উমাইর চৌধুরী লিখেছেন : তিনিই হামাসের প্রতিষ্ঠাতা, ফিলিস্তিনী মুক্তি সংগ্রামের জনক। তাকে তো সবাই চিনে, অন্তত যারা এক আধটু দুনিয়ার ইসলামী আন্দোলনের খবর রাখে। যা হোক, ভালো হলো। এখন চিনে নেন, তার সম্পর্কে জানতে থাকুন। ধন্যবাদ পড়ার জন্য Happy
195806
২১ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ। শারিরিক সমস্যা এই বিপ্লবি নেতাকে দমাতে পারেনি কখনই। চলুক।
২১ মার্চ ২০১৪ রাত ০৮:৪২
145991
উমাইর চৌধুরী লিখেছেন : হুম, তার মতো নেতারই দরকার গোটা মুসলিম বিশ্বের। একজন পংগু নেতা কিভাবে লিড দিয়েছেন, সুবহানআল্লাহ ! অবাক হতে হয় । ধন্যবাদ পড়ার জন্য। Happy
195832
২১ মার্চ ২০১৪ রাত ০৮:৪৪
অনুরণন লিখেছেন : দারুন লেখা। তথ্যসুত্রগুলোর ওয়েবলিঙ্ক যোগ করে দিন, লেখাটা আরও এনরিচড হবে।
২২ মার্চ ২০১৪ রাত ১২:৩৯
146049
উমাইর চৌধুরী লিখেছেন : হুম তাই করতে হবে। পড়ার জন্য এবং পরামর্শের জন্য ধন্যবাদ । Happy
195846
২১ মার্চ ২০১৪ রাত ০৯:২৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভাই আপনের লেখার শিরোনামডা এক্কানা শুদ্ধ করে প্রুফ ঠিক করণ যায় না!!!
২২ মার্চ ২০১৪ রাত ১২:৪০
146050
উমাইর চৌধুরী লিখেছেন : ঠিকই তো আছে মনে হচ্ছে, ভূলটা ধরিয়ে দেন । ঠিক করে ফেলি । Happy
196017
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আসুন চিনে "নিই" এ শতাব্দীর.......
২২ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৭
146249
উমাইর চৌধুরী লিখেছেন : ধন্যবাদ, এডিটেড। এভাবে ভূলটুলগুলো ধরিয়ে দিবেন, আমার আবার বাংলার জ্ঞান কম তো । Happy
196378
২২ মার্চ ২০১৪ রাত ১১:০২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুবই ইনফরমেঠিভ সিরিজ। ধন্যবাদ আপনাকে।
২৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৪
146745
উমাইর চৌধুরী লিখেছেন : ধন্যবাদ পড়ে উৎসাহ দেবার জন্য। আসলে পাঠকের উৎসাহ পেলে লেখকের লিখতে ভাল লাগে Happy মনে হচ্ছে যে সিরিজটা অনেকে পড়েই অনেকে অনেক কিছু জানতে পারছেন। আমারও তথ্য সংগ্রহ করতে যেয়ে জানা হচ্ছে অনেক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File