আদিলুর রহমান ইস্যুতে মাঠে নামলেন জাফর স্যার? Shafquat.Rabbee Friday, 16 August 2013 - 4:17pm

লিখেছেন লিখেছেন মেঘাচছন্ন আকাশ ২২ আগস্ট, ২০১৩, ১১:০১:৫৬ সকাল

বাংলাদেশের চেতনাজীবিরা একটা টিম। এ দলের একটা ক্যাপ্টেন থাকা দরকার। ক্যাপ্টেন হবেন এমন কেউ যে কিনা মারকুটে খেলোয়ার। কনসিস্টেন্সি ভালো, দলের জন্যে নির্ভরযোগ্য। বাকি ব্যাটসম্যানরা যখন উইকেট বাঁচিয়ে খেলতেই ব্যস্ত, ক্যাপ্টেন খেলবেন ডাউন দ্যা ট্র্যাক, চার-ছক্কা। একেবারে ক্যাপ্টেন্স নক। এই হিসেবে চেতনাজীবি দলের যোগ্য ক্যাপ্টেন হলেন জাফর ইকবাল স্যার। স্যারের যোগ্যতার লেটেস্ট উদাহরণ দেই।

অধিকারের আদিলুর রহমান ইস্যুতে যখন বিশ্বের গুরুত্বপূর্ন সবকয়টি মানবাধিকার সংস্থা, এমনকি খোদ বাংলাদেশে স্যারের শাহবাগ আন্দোলনের সহযোদ্ধা সুশীল সমাজের গণ্য-মান্য ব্যক্তিরা হয় চুপ থাকছেন, না হয় সরাসরি প্রতিবাদ করছেন, তখন জাফর স্যার একেবারে গুগলি বলে অফ সাইড দিয়ে ছয় মারার চেষ্ঠা করেছেন। হয়তো ক্যাপ্টেন্সি জাহির করতেই। আমি আম্পায়ার হলে অবশ্য খেলার মাঠে জোকারি করার অপরাধে স্যারকে রিটায়ারড হার্ট করিয়ে দিতাম । তবে সে সুযোগ না থাকায় জাফর স্যারের লেখার অসারতা একটু তথ্য উপাত্ত সহ ধরিয়ে দেয়াই শ্রেয় বলে মনে করছি।

স্যারের সর্বশেষ সাদাসিধে কথা কলামের নামটা হয়েছে অধিনায়ক সুলভ। "অধিকার" নামক সংগঠনের বিরুদ্ধে কলামের নাম দিয়েছেন "মিথ্যে বলার অধিকার"।

নিম্ন বর্ণের চেতনাজীবিরা একটি ভুল গত ক'দিন ধরে নিয়মিত করছেন, যে ভুলটি স্যার এই কলামে করেননি। উনি আদিলুর রহমানকে জামাতি বানানোর কোন চেষ্ঠা করেন নি। স্যারের জ্ঞ্যান নিম্ন বর্ণের প্রগতিশীলদের চাইতে একটু বেশি থাকায় উনি নিশ্চয় জানতেন যে আদিলুর রহমান হলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের জাতীয় সমাজতন্ত্রিক দল জাসদের প্রাক্তন নেতা। সেই হিসেবে উনি একজন কমিউনিস্ট। খুব সম্ভবত উনি জাসদের হয়ে একবার ইলেকশন করে জামানতও হারিয়েছিলেন। এই তথ্যগুলো জানার পরও নিম্ন শ্রেনীর প্রগতিশীলদের মতো আদিলুর রহমানকে জামাতি ডেকে নিজেকে বেকুব বানানোর মতো বোকামী জাফর স্যার এই লেখায় করেননি। কাজটা খুবই অধিনায়কচিত হয়েছে।

লেখাটার টাইমিং ও টাইটেল দেখে নিশ্চিত বোঝা যাচ্ছিল স্যার আদিলুর রহমানকে নিয়ে কথা বলতেই এসেছেন। কিন্তু লেখাটা যে কেউ পড়লেই বুঝতে পারবেন, আদিলুর রহমানকে নিয়ে জাফর স্যার বিতর্ক সৃষ্ঠি করার মতো মাল মশলা বেশি যোগার করতে পারেন নি। একারণে মাহমুদুর রহমান ও জনৈক ছাত্র সাংবাদিকের কথা বলে আর্টিকেলের প্যারাগ্রাফ ভরিয়েছেন। যদিও লেখার শুরুতেই ইঙ্গিত দিয়েছেন দেশের "মানবাধিকার সংস্থা গুলো" নাকি মিথ্যাচার করছে। সাংবাদিকদের পাশাপাশি।

আদিলুর রহমানের অধিকার ১৯৯৪ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে। তবে স্যারের লেখায় এই ১৯ বছরে অধিকারের দেয়া অন্য কোন তথ্য-উপাত্ত নিয়ে কোন আপত্তি নেই। আপত্তি শুধু এক জায়গায়। আদিলুর সাহেব বলেছেন শাপলা চত্তরে ৬১ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। এবং মৃতদের নাম ঠিকানা আদিলুর সাহেব বিচারপতির ছাড়া অন্য কারো হাতে তুলে দিতে রাজি হন নাই। এটুক করার কারনেই আদিলুর রহমান এখন জাফর স্যারের চোখে একজন রাষ্ট্রদ্রোহী। তার ১৯ বছরের অসাধরন গুলোরসব অর্জনই শেষ।

এক্ষেত্রে লেখক হিসেবে আমার একটা বক্তব্য শুরুতেই খুব ক্লিয়ার করে নেয়া দরকার। স্যারের মতো আমি নিশ্চিত নই শাপলা চত্তরে আসলে কতজন মারা গেছেন। শুন্য থেকে শুরু করে ২৫০০ পর্যন্ত নানা সংখ্যা ক্লেইম করা হয়েছে বলে শুনেছি। শুধু আশাকরি গুরুত্বপূর্ন সংস্থা ও মিডিয়াগুলো এর সঠিক সংখ্যা নির্ণয় করবেন। দেখেছি আদিলুর রহমান সহ আরো অনেকগুলো সংস্থা হেফাজতের মৃতের সংখ্যা নিয়ে তাদের প্রতিবেদন দিয়েছেন।

আদিলুরের দেয়া ৬১ নম্বরটি এক্ষেত্রে অনেকগুলো সংস্থার দেয়া একাধিক সংখ্যার মধ্যে একটি মাত্র হিসেব। বলা যেতে পারে অনেকগুলো ডাটা পয়েন্টের মধ্যে মাত্র একটা ডাটা পয়েন্ট। একারণেই খুব অবাক হয়েছি, যখন বুঝতে পারলাম জাফর স্যারের মতো আমেরিকা ফেরত একজন বিজ্ঞানী আদিলুর রহমানকে মৃতের সংখ্যা নিয়ে জটিলতা নিরসনে এগিয়ে আসার জন্যে ধন্যবাদ দেবার পরিবর্তে এমন ভাব করছেন যে আদিলুর রিসার্চ করে এখন ১৫ বছরের জেল খাটলেই স্যার খুশি। রিসার্চের ফলাফল পছন্দ না হওয়ায় এরূপ আচরণ রাজনীতিবিদ কিংবা হালুয়া রুটিখোর দালালদের মানালেও, একজন বিজ্ঞানী কাম শিক্ষকের মানায় না।

নিচে কিছু লিংক দিলাম যাতে স্যার ও স্যারের গুনগ্রাহী ভক্তরা দেখে নিতে পারেন যে বিশ্ব মিডিয়া কিভাবে হেফাজতের ৫-৬ মে রাতের ঘটনায় মৃতের সংখ্যা উল্লেখ করেছে। শুরুতেই দিচ্ছি ভারতের মিডিয়াগুলোর লিংক।

জাফর স্যার ও তার গুনগ্রাহী ভক্তরা আশাকরি পৃথিবীর ওই একটি দেশের নিউজ পেপার নিয়ে প্রশ্ন করার আগে দু'বার ভাববেন।

দৈনিক হিন্দু মে ৬ তারিখ বলেছে "কম পক্ষে ১৫ জন মৃত।" জি নিউজ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বরাত দিয়ে মে ৭ তারিখ জানায় তখন পর্যন্ত ৩৭ জন মৃত। একই সংখ্যা পরের দিন মে ৮ তারিখে টাইমস অফ ইন্ডিয়া উল্লেখ করে।

তেহেলকা মে ৭ তারিখে জানায় ২৮ জন মৃত। এখানে উল্লেখ্য মিডিয়াগুলো সরাসরি মৃতদের মৃত্যুর নির্দিষ্ঠ স্থান উল্লেখ করতে পারেনি, শুধু দিন উল্লেখ করেছে। হয়তো তারা মর্গে গিয়ে কিংবা অন্য কোন উপায়ে দিন শেষে লাশের সংখ্যা গুনে রিপোর্ট করেছে। লিন্কগুলো নিচে দেয়া হলো:

http://www.thehindu.com/news/international/south-asia/bangladesh-violenc...

http://zeenews.india.com/news/south-asia/bangladesh-islamist-activists-c...

http://zeenews.india.com/news/south-asia/radical-islamic-outfit-strikes-...

http://articles.timesofindia.indiatimes.com/2013-05-07/south-asia/390892...

http://www.tehelka.com/bangladesh-violence-28-killed-top-hefazat-leader-...

এবার আসা যাক পশ্চিমা মিডিয়ায়। বিবিসি মে ৬ তারিখে লিখেছে ২৭ জন মৃত। লন্ডনের ডেইলি টেলিগ্রাফ মে ৬ তারিখে বলেছে কম পক্ষে ৩৬ জন মৃত। মে ৬ তারিখে রয়টার্স বলেছে কম পক্ষে ২০ জন মৃত। মে ১৪ তারিখে আল জাজিরা বলেছে ভিডিও দেখে নিশ্চিত হওয়া গেছে প্রায় ৫০ জন মৃত। লন্ডনের গার্ডিয়ান জুলাই ৩০ বলেছে ৫০ জন মৃত। লিংক গুলো নিচে দেয়া হলো:

http://www.bbc.co.uk/news/world-asia-22423815

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/bangladesh/10039795/36-ki...

http://www.reuters.com/article/2013/05/06/us-bangladesh-violence-islamis...

http://www.aljazeera.com/news/asia/2013/05/2013514143842666992.html

এবার আসা যাক সেই "২৫০০" সংখ্যার রেফারেন্স বিষয়ে। মে ৬ তারিখে জামাতের বাংলাদেশ ক্রনিকেল বলেছে ২৫০০ জন মৃত । মে ১৯ তারিখে ভারত থেকে প্রকাশিত রেদিয়েনস বলেছে যে ঢাকায় ৩০০০ হাজার আলেম মারা গেছেন। লিঙ্ক নিচে।

http://www.radianceweekly.com/359/10613/midnight-massacre--of-hefazat-pr...

http://www.bangladeshchronicle.net/index.php/2013/05/deep-darkened-night...

এবার আশা যাক পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ন মানবাধিকার সংস্থ্যা "হিউম্যান রাইটস ওয়াচ" এর নিউ ইয়র্ক থেকে প্রকাশিত প্রতিবেদনে। নিচে বাংলা ও ইংলিশ এ প্রতিবেদনটির লিনক দেয়া হলো। সংস্থ্যাটি নিজস্ব অনুসন্ধানে দাবি করেছে ৫০ জন মৃত।

http://www.hrw.org/sites/default/files/reports/bangladesh0813_ForUpload_...

http://www.hrw.org/sites/default/files/reports/bangladesh0713be_sumandre...

এখানে আরো উল্লেখ করা প্রয়োজন, হেফাজতের মৃতের সংখ্যা নিয়ে আদিলুর রহমানের অধিকার একা অনুসন্ধ্যান করেন নি। সরকারের বলা ১১ মৃতের সংখ্যা সঠিক কিনা তা যাচাই করার জন্যে দৈনিক নিউএজও একটা অনুসন্ধান করেছিল । নিচের লিঙ্কে গেলে দেখতে পাবেন নিউএজের নুরুল কবির ও ডেভিড বার্গম্যান দাবি করেছেন তারা ২৪ জন মৃতের নাম ঠিকানা পেয়েছেন। বলা বাহুল্য এই একই ধরনের পদ্ধতি অনুসরন করেই আদিলুর রহমানের অধিকার বলেছে তারা ৬১ জনের নাম পেয়েছেন।

http://www.newagebd.com/detail.php?date=2013-06-03&nid=51470#.Ug3ZrJLVCz7

উপরের উদাহরণগুলো উল্লেখ করার কারণ কিন্তু এটা প্রমান করা না যে অনেক অনেক মানুষ মারা গিয়েছে মের ৫ তারিখে। আমার কাছে ২ জন মারা গেলেও অনেক, ১১ জন হলেও অনেক, আর ৬১ জন হলে তো

সাংঘাতিক ব্যাপার। সংখ্যা বাড়ানোর কোন প্রয়োজন আমি দেখি না। উপরের লিন্কগুলো দিলাম শুধু মাত্র এটুক প্রমান করার জন্যে যে আদিলুর রহমান অন্য অনেক ক'জন রিসার্চার ও সাংবাদিকের মধ্যে মাত্র একজন ছিলেন যিনি নিজেও চেষ্টা করেছেন হেফাজতের রাত্রে কতজন মারা গেছেন তা খুজতে। এজন্যে প্রশ্ন রাখতে চাই, শুধুমাত্র রিসার্চ এনগেল থেকে চিন্তা করলে উপরের লিঙ্ক গূলোর আলোকে আদিলুর রহমানের দাবী অনুযায়ী ৬১ জনের নাম পাওয়া কি এতটাই অবাস্তব?

আরো মজার ব্যাপার হলো, আদিলুর রহমানের পক্ষে এখন যারা কথা বলছেন তাদের মধ্যে সয়ং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আছে (লিংক নিচে)। আমেরিকায় থাকার অভিজ্ঞতার আলোকে স্যার নিশ্চই জানেন যে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ কোন তদন্ত না করেই একজন মিথ্যুকের পক্ষে লিখিত সাফাই গাওয়া শুরু করার কথা না। স্যারের হয়তো আরও মনে নেই যে, স্টেট ডিপার্টমেন্ট কিছু কর্মচারী নিয়োগ করে যাদের বিদেশে গোপন পোস্টিং থাকে। এরা নাকি এমন সব তথ্য রাখেন, যা ভৌত-বিজ্ঞান পড়ে অমনোযোগী শিক্ষকদের জানার কথা না। এদিক থেকে চিন্তা করলে জাফর স্যার স্টেট ডিপার্টমেন্টকে একটু বেনিফিট অফ ডাউট দিলেই পারতেন।

তবে মজার ব্যাপার হলো স্যার তার লেখায় সাদা সিধে ভাবে হলেও যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অন্যান্য দেশগুলোর কোন সমলাচনা করার সাহস দেখাননি আদিলুরের ব্যাপারে। অনেকে বলছেন, এই দেশ গুলই নাকি ভয় দেখিয়ে আদিলুরের রিমান্ড থামিয়েছে, কোর্ট রুমে গিয়ে বসে থেকেছে, সরাসরি পররাষ্ট্র মন্ত্রনালয়ে গিয়ে হন্ত-দন্ত করেছে। এদের কারনেই নাকি দেশের আইন তার "নিজের গতিতে চলতে" পারেনি। তো জাফর স্যার এই দেশগুলোকে একে বারে ফ্রি পাস দিয়ে দিলেন?

http://www.state.gov/r/pa/prs/ps/2013/08/213064.htm#.UgqEj3Iqfs0.facebook

জাফর স্যার, যদি এই লেখা ও লিঙ্ক গুলো পড়ার সুযোগ হয়, এবং মানুষ হিসেবে যদি আপনার সৎ সাহস থাকে, তাহলে আপনার কমেনটস জানাবেন। আপনি একজন বিজ্ঞানী হওয়ায় তথ্য উপাত্ত ছাড়া আপনাকে কথাবার্তা বলতে দেখলে খুব বেমানান লাগে। জানি আপনি ব্যাস্ত মানুষ। তথ্য সংগ্রহের কাজটি একারণে আমিই করে দিলাম। এখন শুধু লিঙ্কগুল রিভিউ করে আদিলুর রহমান নিয়ে আপনার কথাগুলো কারেক্ট করার সৎ সাহস দেখান, প্লিজ।

- See more at: http://www.priyo.com/shafquatrabbee/2013/08/16/27087.html#sthash.69oQGaCY.qdWDHcYq.dpuf

বিষয়: বিবিধ

১৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File