জামাত-শিবিরের এই বিভ্রান্তি কেন??লংমার্চে যারা আসবেন তারা ওদের থেকে সাবধান থাকুন
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০২ এপ্রিল, ২০১৩, ১২:১৫:০২ দুপুর
জামাত-শিবির পন্হী ফেসবুক ফেজ সম্মিলিত ইসলামী মঞ্চ ও বাঁশেরকেল্লা কিভাবে অপপ্রচার এবং ওদের মত হিংসাত্নক কাজের জন্য আমাদেরকে বলে দেখুন।ওরা আল্লামা আহমাদ শফি দা.মা. কথাকে অমান্য করে ওদের মত ইসলামের নামে ইসলাম বিরোধি ধ্বংসাত্নক কাজের জন্য প্রচার শুরু করছে ।
কার পরামর্শ মানবেন ?জামায়াত পন্থী সম্মিলিত ইসলামী মঞ্চ ও বাঁশেরকেল্লা পেইজের না আল্লামা আহমদ শফীর ?
জামায়াত শিবিরের পেইজ বাঁশের কেল্লা পরামর্শ দিতেছে লংমার্চে আসার সময় সংগে পর্যাপ্ত পরিমাণ বাঁশের লাঠী নিয়ে আসতে , যার দ্বারা প্রতিরোধ করা যায় !
অপর দিকে গতকাল যারা লালদীঘির শানে রিসালত সম্মেলনের বয়ান শুনেছেন তারা অবশ্যই জানেন যে , শায়খুল ইসলাম আল্লামা শফী সাহেব দাঃবাঃ পরামর্শ ও দিক নির্দেশনা দিয়েছেন যে, এই সংগ্রামে আপনারা কোন ভাংচুর করবেননা ।প্রত্যেকের হাতে একটা একটা তাসবীহ থাকবে ।যেখানেই আমাদেরকে বাধা দেয়া হবে সেখানেই বসে আল্লাহ আল্লাহ আল্লাহ যিকির শুরু করবেন ।।
এখন ভেবে দেখুন তারা আমাদের কে কি পরামর্শ দিয়ে কোথায় নিয়ে যেতে চায় ? আমাদেরকে ওদের বিভ্রান্তি ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আর ওদের এধরনের হীন অপচেস্টার নিন্দা জানাই।
বিষয়: বিবিধ
২৩১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন